মৃত্যুর ১৫ বছর পর প্রিয় ক্লাবের হয়ে ‘অভিষেক’

ফিফা ২১ গেমে কুইন্স পার্ক রেঞ্জার্স দলে আছেন মৃত কিয়ান প্রিন্স।ছবি: রয়টার্স

১৫ বছর আগের সেই ঘটনা নাড়া দিয়েছিল ব্রিটেনকে। স্কুলে ছেলেমেয়েরা কতটা নিরাপদ, সে প্রশ্ন খুব বাজেভাবে সামনে এসে গিয়েছিল সবার। নিজের ছেলেমেয়েকে স্কুলে পাঠানোর পর সে নিরাপদে বাড়ি ফিরতে পারবে কি না, শঙ্কা জেগেছিল সবার মধ্যে। স্কুলে প্রকাশ্য দিবালোকে যে এমন নৃশংস ঘটনা ঘটতে পারে, সেটি সেই ঘটনার আগে ভাবতেও পারেননি অনেকে।

কিয়ান প্রিন্স—১৫ বছরের এক কিশোর। লন্ডনের এজওয়ার এলাকায় অবস্থিত এক স্কুলের ছাত্র ছিল সে। প্রিন্স ছিল একজন সম্ভাবনাময় ফুটবলারও। কুইন পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) একাডেমিতে বেড়ে উঠছিল তার ফুটবলার হওয়ার স্বপ্ন। কিউপিআরের একাডেমি থেকে ফুটবলের পাঠ নিয়ে সে নিজেকে গড়বে ইংলিশ ফুটবলের একজন বড় নাম হিসেবে—প্রিন্সের ধ্যানজ্ঞান ছোটবেলা থেকে ছিল এমন। কিন্তু যে বয়সে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার পালা, হাসি-আনন্দে উচ্ছল একটা জীবন কাটানোর পালা, ঠিক সে সময়ই দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারাতে হয় প্রিন্সকে। কী কারণে প্রাণ দিতে হয়েছিল কিউপিআরের এ সম্ভাবনাময় ফুটবলারকে? কারণটা শুনলে শিউরে উঠতেই হয়।

৩০ নম্বর জার্সিটি থাকছে প্রিন্সের জন্য।
ছবি: রয়টার্স

প্রিন্সের এক বন্ধুকে স্কুলগেটের ঠিক বাইরেই অপদস্থ করছিল স্কুলেরই কয়েকজন ছেলে। বয়সে একটু বড় ছিল তারা। বন্ধুর অপমান সহ্য হয়নি প্রিন্সের। সে এগিয়ে গিয়েছিল। বাঁচাতে চেয়েছিল তার বন্ধুকে। কিন্তু দুষ্কৃতকারী তাকে উল্টো চেপে ধরে বুকে বসিয়ে দেয় কাগজ কাটার ছুরি। প্রিন্সের হৃদ্‌যন্ত্র ভেদ করে ঢুকে যায় ছুরি। মৃত্যু হয় তার। মর্মান্তিক সমাপ্তি ঘটে একটা দারুণ স্বপ্নের।

প্রিন্সের মৃত্যুর ১৫ বছর পর তার অসাধারণ বন্ধুবৎসল চরিত্রকে স্মরণ করেছে বিশ্বখ্যাত ভিডিও গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। তাদের বানানো জনপ্রিয় কম্পিউটার গেম সিরিজ ‘ফিফা ২১’-এ কুইন্স পার্ক রেঞ্জার্স দলে রাখা হয়েছে প্রিন্সকে। ৩০ নম্বর জার্সি দিয়ে। কিউপিআরের সেই সম্ভাবনাময় কিশোর ফুটবলারের অকালে শেষ হয়ে যাওয়া স্বপ্নের পরিণতি! সবকিছু ঠিক থাকলে প্রিন্সের জীবন যদি স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারত, তাহলে ১৫ বছরের সেই কিশোর হয়তো এত দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলত। হয়তো এরই মধ্যে ইংল্যান্ড দলের ড্রেসিংরুমেও জায়গা করে নিত। কে জানে, প্রিন্সকে নিয়ে হয়তো কাড়াকাড়ি পড়ে যেত ইউরোপের অন্য বড় ক্লাবগুলোর মধ্যে!

‘ফিফা ২১’-এ কিউপিআর দলে আছেন মৃত প্রিন্স। তার চেহারাটি আঁকা হয়েছে অনেক চিন্তাভাবনা করে, বেঁচে থাকলে আজ ১৫ বছর বাদে তার চেহারাটি কেমন হতো, সেটি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে। ফিফা ২১ গেমে কিউপিআর নিয়ে কেউ যদি খেলেন, তাহলে দলটির খেলোয়াড় তালিকায় তাঁরা পেয়ে যাবেন প্রিন্সের নাম—৩০ নম্বর জার্সিতে।

প্রিন্স বেঁচে থাকলে এ ছবিটাই হতে পারত বাস্তব।
ছবি: রয়টার্স

প্রিন্সের বাবা মার্ক প্রিন্স একসময় ছিলেন পেশাদার বক্সিং খেলোয়াড়। ইন্টার কন্টিনেন্টাল লাইট হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মার্ক ও তাঁর স্ত্রীর জীবনের সবচেয়ে বিয়োগান্ত দিন ছিল ১৫ বছর আগের সে দিনটি। এরপর থেকে তাঁদের জীবন হাসি-আহ্লাদহীন। তবে ছেলের শোকে পাথর হয়ে থাকেননি তাঁরা। বিশেষ করে মার্ক ছেলের অকালে চলে যাওয়ার দুঃসহ কষ্টটাকে কাজে লাগিয়েছেন এ সমাজের জন্য কিছু করার ব্রত নিয়ে। তিনি এখন কিউপিআর একাডেমিতে খুদে ফুটবলারদের শেখান দুষ্কৃতকারীদের ছুরি থেকে তারা কীভাবে নিজেদের বাঁচাতে পারবে, ছুরি সঙ্গে থাকলে সেটি একজনকে কী কী ধরনের অপরাধে প্রলুব্ধ করতে পারে, সে ব্যাপারটি।

ফিফা গেমের মাধ্যমে মৃত ছেলের ‘পুনর্জন্ম’কে কীভাবে দেখছেন বাবা মার্ক? তাঁর সোজাসাপটা উত্তর, ‘প্রথম থেকেই ঈশ্বর কেন যেন আমার মনে একটা ব্যাপার প্রবেশ করিয়ে দিয়েছেন—আমার ছেলের মৃত্যু নেই।’ তিনি জানিয়েছেন, আদরের প্রিন্সের মৃত্যুর পর থেকেই সৃষ্টিকর্তাই তাঁকে পুত্রশোক আড়াল করতে সাহায্য করেছেন, ‘প্রিন্সের মৃত্যুর পর থেকেই আমরা যেকোনোভাবেই হোক শিখে গেছি, কীভাবে আমাদের বাকি জীবনটা কাটাতে হবে। সৃষ্টিকর্তাই এ ব্যাপারে আমাদের সাহায্য করেছেন। নয়তো সেটি সম্ভব ছিল না।’