মেম্ফিসে ভর করে জয় বার্সেলোনার

দুর্দান্ত খেলেছেন মেম্ফিসছবি : রয়টার্স

মেসি নেই দলে। তাতে কি হয়েছে? মেম্ফিস তো আছেন!

ডাচ স্ট্রাইকারের কৃতিত্বে আরও একবার পার পেল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার আজকের ম্যাচে হেতাফেকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই নিয়ে লিগের প্রথম তিন ম্যাচেই অপরাজিত রইল কাতালানরা। প্রথমার্ধে দুর্দান্ত খেললেও দ্বিতীয়ার্ধে একটু হলেও খেই হারিয়ে ফেলেছিল বার্সেলোনা। কিন্তু সেটা তাঁদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

গোলের পর বার্সার উল্লাস
ছবি : রয়টার্স

৯৭ সেকেন্ডেই বার্সেলোনাকে এগিয়ে দেন রাইটব্যাক সের্হি রবের্তো। এই মৌসুমে বার্সেলোনার চার অধিনায়কের একজন তিনি। ক্লাবের দুরবস্থায় অন্যান্য অধিনায়কদের মতো রবের্তো বেতন কমাবেন কি না, সেটা নিয়ে কদিন ধরে বেশ আলোচনায় আছেন। এমনকি মাঝে এই রবও উঠেছিল, যে রবের্তো বেতন কমাতে চান না, যে কারণে তাঁর নামে খোদ বার্সা সমর্থকেরাই দুয়ো দিয়েছে।

কিন্তু এতকিছুর পরেও নিজের কাজটা ভুলে যাননি রবের্তো। কাজের সময় ঠিকই দলের ডাকে সাড়া দিয়েছেন। দলের চতুর্থ অধিনায়ক হওয়া সত্ত্বেও মূল একাদশের নিয়মিত মুখ নন তিনি। সের্হিনিও দেস্তের কারণে রাইটব্যাক হিসেবে জায়গা পান না। ডি ইয়ং, বুসকেতস ও পেদ্রিদের কারণে জায়গা পান না মিডফিল্ডে। আজ জায়গা পেয়েছিলেন মাঝমাঠে। হেতাফের বিপক্ষে জায়গা পেয়েই দেখালেন ঝলক। লেফটব্যাক ও দলের আরেক অধিনায়ক জর্দি আলবার কাছ থেকে বল নিয়ে দুর্দান্তভাবে দলকে এগিয়ে দেন রবের্তো।

মাঝমাঠ ও আক্রমণভাগে বার্সেলোনা দুর্দান্ত খেললেও যথারীতি সমস্যা ছিল রক্ষণে। যে কারণে ১৯ মিনিটের মাথায় বার্সারই সাবেক স্ট্রাইকার সান্দ্রো রামিরেজ সমতা ফেরান। নিজেদের প্রথম আক্রমণেই গোল পেয়ে যায় হেতাফে। রামিরেজের শট আটানোর সাধ্য ছিল না বারসার গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের।

৩০ মিনিটের মেম্ফিসের জাদু। স্বদেশি ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে ৩০ মিনিটেই বার্সাকে দুর্দান্তভাবে এগিয়ে দেন এই ডাচ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে ছক বদলে ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল হেতাফে, পারেনি। ৪-৪-২ ছকে ম্যাচ শুরু করা হেতাফে দ্বিতীয়ার্ধে রক্ষণে একজন বাড়িয়ে ৫-৩-২ ছকে খেলা শুরু করে। এই পরিবর্তনটাই বেশ ভোগায় বার্সেলোনাকে। প্রেসের সামনে যে বার্সা বেশ ভঙ্গুর, এটা আজকে আবারও বোঝা গিয়েছে।

সান্দ্রো রামিরেজ ছাড়াও আরেকজন সাবেক বার্সা খেলোয়াড় হেতাফের হয়ে বার্সার ওপর ছড়ি ঘোরাচ্ছিলেন, তিনি কার্লেস আলেনিয়া। ৬১ মিনিটের মাথায় যাকে তুলে নেওয়া হয়। আলেনিয়া উঠে যাওয়ার পর বার্সা আবারও ম্যাচের নিয়ন্ত্রণ হাতে পায়।

ওদিকে হেতাফের প্রেসিং দেখে বার্সার কোচ রোনাল্ড কোমানও অতি রক্ষণাত্মক হয়ে যান। ফরোয়ার্ড আতোয়ান গ্রিজমানকে উঠিয়ে মাঠে নামান ডিফেন্ডার অস্কার মিঙ্গেসাকে। ম্যাচের শেষদিকে মাত্র একজন ফরোয়ার্ড নিয়ে খেলেছে বার্সেলোনা। পাঁচজন ডিফেন্ডারের সামনে ছিলেন চারজন মিডফিল্ডার। গোল করতে না পারি, গোল খাবো না - শেষমেশ এই মানসিকতাই বার্সেলোনাকে উদ্ধার করে, এনে দেয় তিনটি মহামূল্যবান পয়েন্ট।

তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। শীর্ষ তিন স্থানে আছে যথাক্রমে রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও সেভিয়া। আজ রাত দুইটায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নামবে চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। এ ম্যাচে জিতলে অবশ্য সবাইকে টপকে তারাই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে।