মেসি গেলে দর্শক কমবে, তবে ধস নামবে না

মেসি বার্সা ছাড়লে সেটির প্রভাব লিগের দর্শক আগ্রহে পড়বে?ছবি: রয়টার্স

একে একে শুখাইছে ফুল, নিবিছে দেউটি...!

স্প্যানিশ লিগের তো এখন তেমনই দশা। প্রথমে নেইমার গেলেন, তারপর ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী মৌসুমে কি তাঁদের পথ ধরে ‘বাড়ি’ বার্সেলোনা ছাড়বেন লিওনেল মেসিও? গুঞ্জন তো তেমনই। লা লিগা বা স্প্যানিশ লিগের তাহলে কী হবে? আকর্ষণ কমে যাবে?

সাদা চোখের বিশ্লেষণে হয়তো তেমনই মনে হবে। তবে লা লিগার ভারতীয় উপমহাদেশ অঞ্চলের মহাব্যবস্থাপক হোসে আন্তোনিও চাচাসা আর প্রতিনিধি গ্যারি উধওয়ানির বিশ্লেষণ, তেমনটা হবে না। মেসি চলে গেলে স্প্যানিশ লিগের দর্শক হয়তো কিছুটা কমবে, তবে একেবারে ধসে যাবে না বলেই মনে হচ্ছে তাঁদের।

বাংলাদেশ সময় পরশু শনিবার রাত ৮টায় স্প্যানিশ লিগের মৌসুমের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ম্যাচটির প্রথম কিস্তি। বার্সেলোনার মাঠে মুখোমুখি বার্সা-রিয়াল, মৌসুমের প্রথম এল ক্লাসিকো। সেটি সামনে রেখে নানা প্রস্তুতি স্প্যানিশ লিগ আয়োজকদের। এর মধ্যে নতুন খবর, লা লিগা ই-স্পেস নামে একটা নতুন অ্যাপও এসেছে। সব মিলিয়েই আজ বাংলাদেশের সংবাদমাধ্যমের সঙ্গে অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করে লা লিগা।

এল ক্লাসিকো তো বটেই, সেখানে আলোচনা হয়েছে আরও অনেক কিছু নিয়েও। রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো দলগুলো প্রাক-মৌসুম প্রস্তুতিতে কখনো উপমহাদেশে বাংলাদেশ-ভারতের মতো দেশগুলোতে আসবে কি না, সে প্রসঙ্গ এসেছে আলোচনায়। যে প্রশ্নের উত্তরে চাচাসা সেটির সম্ভাবনার কথা জানিয়েও তেমন কিছু আয়োজনে আর্থিক ও লজিস্টিক নানা জটিলতার দিকও তুলে ধরেন।

আলোচনায় আসে বাংলাদেশে বড় পর্দায় অনেকটা স্টেডিয়ামের আমেজে খেলা দেখানো বা ভিউ পার্টি আয়োজনের কথা। বিভিন্ন দেশে যেখানে স্প্যানিশ লিগের শুভেচ্ছাদূত হয়ে অনেক কিংবদন্তিরাও এসে খেলা দেখেন সমর্থকদের সঙ্গে।

এল ক্লাসিকো মানে আগে ছিল এ দুজনের দ্বৈরথও।
রয়টার্স ফাইল ছবি

সে প্রসঙ্গ উঠতে চাচাসা আবার মনে করিয়ে দেন, বাংলাদেশে তেমন কিছু গত বছরের অক্টোবরেই হওয়ার কথা ছিল। ২০১৯ সালের ২৬ অক্টোবর গত মৌসুমের এল ক্লাসিকো হওয়ার কথা ছিল বার্সেলোনার মাঠে। যে ম্যাচ সামনে রেখে বাংলাদেশে ‘ভিউ পার্টি’র আয়োজন করার পরিকল্পনা ছিল, সেখানে শুভেচ্ছাদূত হয়ে আসার কথা ছিল লুইস গার্সিয়ার।

কিন্তু বার্সেলোনায় রাজনৈতিক সহিংসতায় ম্যাচটাই সেবার অক্টোবর থেকে পিছিয়ে যায় ডিসেম্বর, বাংলাদেশে তেমন আয়োজনও তাই হয়নি। তবে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনার কথা শুনিয়ে গেলেন চাচাসা।

রোনালদো ইতালিতে চলে যাওয়া সত্ত্বেও লা লিগার সম্প্রচার চুক্তির অঙ্ক এর আগের তিন মৌসুমের তুলনায় স্পেনে বেড়েছে ১৫ শতাংশ, বাইরে ৩০ শতাংশ!

প্রসঙ্গ বদলে এসেছে মেসির সম্ভাব্য বিদায় ও স্প্যানিশ লিগে সেটির প্রভাবের প্রশ্নেও। বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে যেখানে ব্রাজিল-আর্জেন্টিনার খেলোয়াড়দের আলাদা আকর্ষণ আছে। মেসি-রোনালদো-নেইমার নামগুলো যেখানে হয়তো অনেক ক্লাবের চেয়েও বড় আকর্ষণ জাগায়।

সে কারণেই প্রশ্ন, মেসি চলে গেলে লা লিগার ক্ষতি হবে? রোনালদো চলে যাওয়ার পর রিয়ালের ক্ষতি অবশ্য হয়েছে ঢের, তাদের স্টেডিয়ামে দর্শকের সংখ্যা কমেছে। গত মৌসুমের মাঝামাঝি এসে স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছিল, রোনালদো চলে যাওয়ায় রিয়ালের স্টেডিয়ামে দর্শকের সংখ্যা লিগে গড়ে ৫ হাজার ও চ্যাম্পিয়নস লিগে গড়ে ১১ হাজার কমেছে।

তবে ফুটবলভিত্তিক ওয়েবসাইট ব্লিচাররিপোর্ট জানায়, লা লিগার সম্প্রচার বা পৃষ্ঠপোষকদের চুক্তিতে প্রভাব তেমন পড়েনি। লা লিগা গত মৌসুমের শুরুতে জানায়, রোনালদো ইতালিতে চলে যাওয়া সত্ত্বেও তাদের সম্প্রচার চুক্তির অঙ্ক এর আগের তিন মৌসুমের তুলনায় স্পেনে বেড়েছে ১৫ শতাংশ, বাইরে ৩০ শতাংশ!

লা লিগার প্রধান যোগাযোগ কর্মকর্তা হোরিস এভারস তখন বলেছিলেন, ‘অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়, লা লিগা ও স্পেনের ফুটবলে অনেক অবদান রেখেছেন তিনি। কিন্তু লা লিগা ও স্পেনের ক্লাবগুলো কোনো একজন খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু।’

নেইমার, মেসি, রোনালদো—সময়ের তিন সেরা ফুটবলারেরই ঠিকানা একসময় ছিল লা লিগা।
রয়টার্স ফাইল ছবি

মেসির সম্ভাব্য দলবদল ও লিগে সেটির প্রভাব নিয়ে প্রশ্নে চাচাসার কণ্ঠে আজ ছিল তেমনই সুর, ‘খেলোয়াড় আসে, খেলোয়াড় যায়। ক্লাব থেকে যায়।’ ষাটের দশকে রিয়ালে আলফ্রেদো দি স্তেফানো, সত্তরের দশকে বার্সেলোনায় ইয়োহান ক্রুইফ...সে পথ ধরে রোমারিও, জিদান, রোনালদো, রোনালদিনিও—অনেক তারকাই গর্ব নিয়ে গায়ে জড়িয়েছেন রিয়াল কিংবা বার্সার জার্সি। সেসব মনে করিয়ে দিয়ে চাচাসা আবার মনে করিয়ে দেন, ‘ক্রিস্টিয়ানো চলে যাওয়ায় লিগের দর্শক খুব বেশি কমেনি।’

গ্যারি উধওয়ানিও যোগ করেন, ‘মেসি গেলে হয়তো দর্শক কিছু কমবে, তবে একেবারে ধস নামবে না।’ মেসি বার্সা ছাড়লেও সেটি ছাড়বেন ৩৪ বছর বয়সে এসে, ক্যারিয়ারের সায়াহ্নেই। এদিকে রিয়াল-বার্সায় ধীরে ধীরে উঠে আসছেন ভিনিসিয়ুস জুনিয়র কিংবা আনসু ফাতিরা। চাচাসা তাই মনে করিয়ে দেন, ‘এটা (মেসির বার্সা ছাড়া) পাঁচ বছর আগে হলে হয়তো অনেক বড় ব্যাপার হতো, এখন অতটা হবে না।’