মেসি-নেইমারকে দুয়ো না দেওয়ার আহ্বান এমবাপ্পের

মেসি-নেইমার-এমবাপ্পেফাইল ছবি : রয়টার্স

পিএসজির চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নটা পূরণই হচ্ছে না!

দলে প্রতি মৌসুমে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালা হচ্ছে, লিওনেল মেসিকে বার্সেলোনা থেকে নিয়ে আসার মতো আপাত অসম্ভব কাজও করা হয়ে গেছে, মেসি-নেইমার-এমবাপ্পের মতো তিনজন তারকাকে এক দলে খেলানোর অসাধ্যও সাধন করেছে পিএসজি। তা–ও চ্যাম্পিয়নস লিগের সুদৃশ্য ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি প্যারিসের ক্লাবটার। চ্যাম্পিয়নস লিগের একেকটা মৌসুম যায়, আর না পাওয়ার আক্ষেপটা আরেকটু করে বড় হয় পিএসজির।

পিএসজির তিন তারকা নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি
ফাইল ছবি: এএফপি

এবারও তার ব্যতিক্রম হয়নি। চ্যাম্পিয়নস লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদের কাছে হেরে এবারও বাদ পড়েছে পিএসজি। বারবার এমন ব্যর্থতা আর কত সহ্য হয়?

পিএসজি সমর্থকেরাও সেটা সহ্য করতে পারছেন না। এত এত টাকা খরচের পরও চ্যাম্পিয়নস লিগে বারবার ব্যর্থ হতে দেখে রাগ হচ্ছে তাঁদেরও। যে রাগটা তাঁরা ঝাড়ছেন নিজেদের খেলোয়াড়দের ওপরই। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর লিগের বিভিন্ন ম্যাচে পিএসজি সমর্থকেরা দুয়ো দিয়েছেন মেসি, নেইমার, রামোসের মতো তারকাদের।

বিভিন্ন ম্যাচে পিএসজি সমর্থকেরা দুয়ো দিয়েছেন মেসি, নেইমারের মতো তারকাদের
ছবি: এএফপি

ব্যাপারটা এমবাপ্পের ভালো লাগছে না মোটেও। ভালো লাগবেই-বা কী করে? দর্শক সমর্থন ভালো পারফরম্যান্সের অন্যতম অনুঘটক। সে দর্শকেরাই যদি সমর্থন না দেন, পারফরম্যান্স পড়ে যেতে বাধ্য। সেটা এমবাপ্পেও বোঝেন। বোঝেন দেখেই সমর্থকদের অনুরোধ করেছেন, দলকে যেন আর দুয়ো না দেওয়া হয়।

এই সপ্তাহে লিগে মার্শেইয়ের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। পিএসজি-মার্শেই দ্বৈরথ ফরাসি ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ—‘লা ক্লাসিক’ বলে যার পরিচিতি। স্পেনে যা ‘এল ক্লাসিকো’, ফ্রান্সে সেটাই লা ক্লাসিক। মার্শেইয়ের সাম্প্রতিক ইতিহাস তেমন সফল নয়, তাই বলে অন্তত দুই দলের সমর্থকদের কাছে এই ম্যাচের আবেদন কমে যায়নি। কমে যায়নি খেলোয়াড়দের কাছেও। এই ম্যাচে নেইমারের লাল কার্ড দেখার ইতিহাসও আছে। এমন এক ম্যাচে নিজেদের দর্শকরাই যদি সমর্থন না দেন, কী করে হবে?

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও লিগ জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে পিএসজি
ছবি : টুইটার

কানাল প্লুসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে তাই সমর্থন চেয়েছেন ভক্তদের কাছে, ‘আমরা চাইব, সমর্থকেরা যেন আমাদের সঙ্গে থাকেন। আমরা তাঁদের হতাশা বুঝি। তাঁরা যদি আমাদের সঙ্গে থাকেন, ব্যাপারটা দুর্দান্ত হবে। আর যদি না–ও থাকেন তা–ও আমরা আমাদের কাজটা করে যাব।’

এমবাপ্পের সঙ্গে সুর মিলিয়েছেন পিএসজির কোচ মরিসিও পচেত্তিনোও, ‘আগামী রোববারে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচটা অন্য কোনো ম্যাচের মতো নয়। এটা একটা বিশেষ ম্যাচ। সমর্থকদের অবশ্যই প্রতিবাদ জানানোর অধিকার আছে। আমরা যেহেতু গণতন্ত্র মেনে চলি, সবার সব ধরনের মত প্রকাশের অধিকার আছে। তবে আমরা আশা করব, সব হতাশা আর রাগ ভুলে তাঁরা আমাদের পাশে দাঁড়াবেন। যাতে বিশ্বের সামনে আমাদের ক্লাবের একটা উজ্জ্বল ভাবমূর্তি ফুটে ওঠে।’

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও লিগ জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে পিএসজি। লিগ শেষ হতে এখনো সাত ম্যাচ বাকি, এখনই দ্বিতীয় স্থানে মার্শেইয়ের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আছে পিএসজি।