মেসি-নেইমারকে মুখোমুখি করে দিল চ্যাম্পিয়নস লিগ

হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের ড্র।ছবি: টুইটার

চ্যাম্পিয়নস লিগ মানেই পূণর্মিলনীর গল্প। সাবেক ক্লাবের বিপক্ষে কোনো খেলোয়াড়ের ম্যাচ পড়া। অনেকের ক্ষেত্রে হয়তো সাবেক কোচও ভাগ্যে মিলে। গত দুই মৌসুম ধরে রিয়াল মাদ্রিদ ও ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা পাওয়ার অপেক্ষায় আছেন সবাই। কিন্তু নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান পাওয়ায় এবারও সেটা আর হয়ে ওঠেনি শেষ ষোলোতে।

কিন্তু প্রত্যাবর্তন ঠিকই ঘটল। নেইমারকে ক্লাবে ফেরানোর বহু চেষ্টা করছিলেন লিওনেল মেসি। এবারও সেটা হয়নি। তবে ক্যাম্প ন্যু-তে ঠিকই দেখা হচ্ছে দুজনের। কালই লিগে লিওঁর বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন নেইমার, সেটি বাধা না হয়ে দাঁড়ালে শেষ ষোলোতে দেখা হচ্ছে দুজনের। ২০১৬/১৭ মৌসুমের সেই নাটকীয়তার পর আবার পিএসজি-বার্সেলোনা মুখোমুখি হচ্ছে শেষ ষোলোতে। রিয়াল মাদ্রিদ পেয়েছে ইতালির আতালান্তাকে।    

গতবার কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারা বার্সার এবার শেষ ষোলোতেই জার্মান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা জেগেছিল। সেটা অবশ্য হয়নি। ২০ বছর পর শেষ ষোলোতে পা রাখা লাৎসিও পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নকে।

ওদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ওঠা বরুসিয়া মনশেনগ্লাডবাখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। এ মৌসুমে আক্রমণাত্মক ফুটবল দিয়ে চমকে দেওয়া আতলেতিকো পেয়েছে আক্রমণাত্মক অস্ত্রে ভরা চেলসিকে।

রোনালদো রিয়ালকে না পেলেও শেষ ষোলো উপলক্ষে দেশে ফিরতে পারছেন। জুভেন্টাস পেয়েছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে। গতবারের সেমিফাইনালিস্ট লাইপজিগ পেয়েছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন লিভারপুলকে। সেভিয়া পেয়েছে সদ্য কোচ বরখাস্ত করা ডর্টমুন্ডকে।

১৬, ১৭, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি প্রথম লেগ অনুষ্ঠিত হবে। কার ম্যাচ কখন সেটা আজ পরে জানিয়ে দেওয়া হবে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় কে কার মুখোমুখি:


বায়ার্ন মিউনিখ - লাৎসিও
চেলসি - আতলেতিকো মাদ্রিদ
বরুসিয়া ডর্টমুন্ড - সেভিয়া
জুভেন্টাস - পোর্তো
লিভারপুল - লাইপজিগ
ম্যানচেস্টার সিটি - মনশেনগ্লাডবাখ
পিএসজি - বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ - আতালান্তা