মেসি নয়, এবার রোনালদোর সঙ্গে খেলতে চান নেইমার

রোনালদোর সঙ্গে খেলতে চান নেইমার।ছবি: রয়টার্স

তিন বছর ধরে প্রতিটি দলবদলের সময় সবার নজর থাকত নেইমারের দিকে। তিনি কি পিএসজি ছাড়বেন? আবার ফেরত যাবেন বার্সেলোনায়? প্রিয় বন্ধু মেসির সঙ্গে কি আবারও কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষা করবেন বার্সাকে? মেসির হাত থেকে নেতৃত্বের ব্যাটনটা নিয়ে আগেরবার যেসব কাজ অপূর্ণ রেখে গিয়েছিলেন ,সেগুলো পূরণ করবেন?

মানুষের কৌতূহলের শেষ ছিল না কোনো। নেইমার কিংবা বার্সেলোনা—কোনো পক্ষই সে কৌতূহল কমানোর জন্য কোনো উদ্যোগও তো নেয়ইনি, বরং এমন সব কাজ করেছে, যাতে মানুষের মনে এই ধারণা আরও পোক্ত হয়ে যায়, নেইমার আবারও ন্যু ক্যাম্পেই ফিরছেন। সব জল্পনা-কল্পনায় নেইমার পানি ঢেলে দিয়েছেন কিছুদিন আগে। পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। অনুচ্চারে ঘোষণা করে দিয়েছেন, মেসির হাত থেকে বার্সেলোনার নেতৃত্ব নেওয়া নয়, বরং ফ্রান্সে নিজের সাম্রাজ্য বিস্তার করার দিকেই আগ্রহ বেশি তাঁর।

আর চুক্তি নবায়ন করেই প্রিয় বন্ধুকে যেন বেমালুম ভুলে গেলেন এই তারকা। এত দিন মেসির সঙ্গে আবারও খেলার জন্য পাগল হয়ে থাকা নেইমারের এবারের ইচ্ছা, রোনালদোর সঙ্গে খেলবেন। জিকিউ ফ্রান্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ এই সুপারস্টারের সঙ্গে একই জার্সি পরে মাঠে নামার খায়েশের কথা জানিয়েছেন বর্তমান সময়ে ব্রাজিলের সবচেয়ে বড় এই তারকা, ‘আমি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চাই। আমি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মতো খেলোয়াড়দের সঙ্গে এর মধ্যেই খেলে ফেলেছি। রোনালদোর সঙ্গেই খেলা হয়নি বরং। এবার সেটাই করতে চাই।’

রোনালদোর দলে খেলাই হয়নি নেইমারের, এবার খেলতে চান।
ছবি: এএফপি

শুধু এই একটা ইচ্ছাই নয়, জিকিউ ফ্রান্সকে আরও বেশ কিছু ইচ্ছের কথা জানিয়েছেন নেইমার। এর মধ্যে একটা হলো ১৯ বছর ধরে চলে আসা ব্রাজিলের বিশ্বকাপ-খরা কাটানো, ‘আমি বিশ্বকাপ জিততে চাই ব্রাজিলের হয়ে। এটাই সব সময়য় আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। তবে এটাই সত্যি, আমি পিএসজির হয়ে সম্ভাব্য সবকিছু জিততে চাই। আমার বয়স এখন প্রায় ৩০। ব্যক্তিগতভাবে সফল একটা ক্যারিয়ার কাটানোর জন্য যা যা করার দরকার, সেগুলোই করতে চাই।’

অথচ গত বছরও নেইমারের আশা ছিল, মেসির সঙ্গে আরেকটিবার একই ক্লাবের জার্সি পরার। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউনাইটেডের মাঠেই ৩-১ গোলে হারানোর পর বলেছিলেন, আগামী মৌসুমেই লিওনেল মেসির সঙ্গে আবার খেলতে চান তিনি, ‘সে (মেসি) আমার জায়গায় খেলতে পারে, এ ব্যাপারে আমার কোনো সমস্যা নেই! তবে এটা নিশ্চিত, আগামী বছরই আমি তাঁর সঙ্গে খেলতে চাই। আগামী মৌসুমে আমরা একসঙ্গে খেলব। আমার সবচেয়ে বড় চাওয়া হলো মেসির সঙ্গে আবারও খেলা, আবারও মাঠে তার খেলাটা উপভোগ করা। সে আমার জায়গায় খেলতে পারে, এ ব্যাপারে আমার কোনো সমস্যা নেই! তবে এটা নিশ্চিত, আগামী বছরই আমি তাঁর সঙ্গে খেলতে চাই। আগামী মৌসুমে আমরা একসঙ্গে খেলব।’