মেসি, রোনালদিনহোকে টপকে শতাব্দীর সেরা রোনালদো

গ্লোব সকারের মঞ্চে পুরষ্কার হাতে ক্রিস্টিয়ানো রোনালদোছবি: এএফপি

লিওনেল মেসির ভক্তদের মন খারাপ হতেই পারে। ওদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থকদের জন্য আনন্দ সংবাদ।

কাল দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে হারিয়ে আরমানি হোটেলে নিজ হাতে এই ট্রফি গ্রহণ করেন জুভেন্টাস তারকা।

৩৫ বছর বয়সী এ ফরোয়ার্ড ইংল্যান্ড, স্পেন ও ইতালির ঘরোয়া লিগ জিতেছেন। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পাঁচবার। দেশ পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন রোনালদো।

ভোটের লড়াইয়ে মেসি, রোনালদিনহো ও লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহকে টপকে পুরস্কারটি জেতেন তিনি।

কোচ ও সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত ২৫ জন বিচারক এবং বিশ্বজুড়ে ভক্তরা ভোট দিয়েছেন। গ্লোব সকার এ নিয়ে টুইট করেছে, ‘২০০১-২০ গ্লোব সকার পুরস্কারে শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।’

২০০১ থেকে ২০২০ সালের মধ্যে পারফরম্যান্স বিচার করে একুশ শতকের সেরা খেলোয়াড় বেছে নিয়েছে গ্লোব সকার।

পুরষ্কার হাতে এক মঞ্চে রোনালদো, লেভানডফস্কি, ক্যাসিয়াস, জেরার্ড পিকে ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ছবি: এএফপি

পাঁচবারের এই ব্যালন ডি’অরজয়ী ফুটবলার পুরস্কার হাতে দারুণ বিনয়ী, ‘ট্রফি জিতে ভালো লাগছে। এত বছর ধরে শীর্ষে থাকা মোটেও সহজ না। আমি সত্যিই গর্বিত। কিন্তু দল, অসাধারণ কোচ ও ক্লাব ছাড়া এসবের কিছুই জিততে পারতাম না। আমাকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। এটা অন্য রকম অর্জন, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।’

গ্লোব সকারে এ বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের পুলিশ তারকা প্রবাদ লেভানডফস্কি। বছরের সেরা কোচ বায়ার্নকে ‘ট্রেবল’ জেতানো হ্যান্স ফ্লিক। স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস জিতেছেন প্লেয়ার ক্যারিয়ার পুরস্কার।

বিচারকদের মধ্যে ছিলেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ডেকো, এরিক আবিদাল ও ইন্টার মিলানের কোচ আন্তনিও কন্তে।

একুশ শতকের সেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। স্পেন, জার্মানি ও ইংল্যান্ডে লিগজয় ছাড়াও দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন স্প্যানিশ এই কোচ।

গার্দিওলা নিজে উপস্থিত থেকে এ পুরস্কার নেননি। পুরস্কার বিতরণী মঞ্চে আগে থেকে রেকর্ড করা তাঁর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। একুশ শতকের সেরা ক্লাবের পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদ, বছরের সেরা দল বায়ার্ন। শতাব্দীর সেরা এজেন্ট হোর্হে মেন্দেজ।

পুরস্কার জয়ের পর ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন রোনালদো, ‘পুরস্কারটি জিতে এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না। পেশাদার ফুটবলার হিসেবে আমার ২০ বছর পূর্তি সামনে। গ্লোব সকারে শতাব্দীর সেরা খেলোয়াড় হওয়ায় খুব গর্ব ও আনন্দ লাগছে। বছরের সেরা খেলোয়াড় হওয়ায় রবার্ট লেভানডফস্কিকে অভিনন্দন, হান্স ফ্লিককে বছরের সেরা কোচ হওয়ার জন্য এবং পেপ গার্দিওলাকে শতাব্দীর সেরা কোচের পুরস্কার জেতার জন্য অভিনন্দন। ক্যারিয়ার পুরস্কার জেতায় ক্যাসিয়াস ও পিককেও অভিনন্দন। আমার বন্ধু হোর্হে মেন্দেজকে অভিনন্দন শতাব্দীর সেরা এজেন্টের পুরস্কার জেতায়।’