মেসি, লুকাকু, কেইন — স্ট্রাইকারদের নিয়েই আগ্রহ সবার

শুধু মেসিই নন, দল ছাড়ছেন মেসির মতো অনেক স্ট্রাইকারছবি: রয়টার্স

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজি যাচ্ছেন, জানা খবর। কিন্তু মেসি ছাড়াও আরও অনেক দলবদল চলছে নিয়মিত। টটেনহামের কথাই ধরুন, নিজেদের অধিনায়ক হ্যারি কেইনের ভবিষ্যতে কী আছে, তাঁরা নিজেরাই জানেনা ঠিকঠাক। ওদিকে নিজেদের সাবেক স্ট্রাইকার রোমেলু লুকাকুকে দলে টানার জন্য টাকার বস্তা নিয়ে বসেছে চেলসি। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই চেলসির জার্সির গায়ে আবারও দেখা যাবে ইতালিতে ইন্টার মিলানের হয়ে লিগ জেতা এই স্ট্রাইকারকে।

এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?

চেলসিতে ফিরছেন রোমেলু লুকাকু
ছবি : রয়টার্স

এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—


সম্ভাব্য যেসব দলবদল হতে পারে


রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য গোঁ ধরে বসে থাকা রেনেঁর ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার প্রতি আল্টিমেটাম বেঁধে দিয়েছে তাঁর ক্লাব। জানিয়েছে, হয় রেনেঁর সঙ্গে চুক্তি নবায়ন করতে হবে, নয় তাঁকে আগ্রহী যেকোনো ক্লাবের কাছে বেচে দেওয়া হবে। এক বছর পর রেনেঁর সঙ্গে চুক্তি শেষ হবে কামাভিঙ্গার। এক বছর পর এই মিডফিল্ডারকে ফ্রি তে ছাড়তে রাজি নয় টাকার অভাবে ধুঁকতে থাকা ক্লাবটা। এর আগে কামাভিঙ্গার প্রতি পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের কথা শোনা গিয়েছিল। নিজেদের জাপানি মিডফিল্ডার তাকেফুসা কুবোকে আবারও রিয়াল মায়োর্কায় ধারে পাঠাতে পারে রিয়াল মাদ্রিদ।

আতলেতিকো মাদ্রিদ
উলভারহ্যাম্পটন থেকে স্প্যানিশ স্ট্রাইকার রাফা মিরকে দলে আনছে আতলেতিকো, যে স্ট্রাইকার এবার অলিম্পিকে স্পেনের হয়ে আলো ছড়িয়েছেন বেশ। মিরকে পাওয়ার জন্য মোটামুটি এক কোটি ইউরো খরচ করছে তাঁরা।


সেভিয়া
সেভিয়ার ফরাসি সেন্টারব্যাক জুলস কুন্দের প্রতি চেলসির আগ্রহ আজকের নয়। কুন্দে যদি সেভিয়া ছাড়েন, সে ক্ষেত্রে চেলসির কুর্ত জুমার প্রতি দলটার আগ্রহ আছে শোনা গেলেও জুমা স্পেনে যেতে আগ্রহী নন। ফলে অন্য সেন্টারব্যাকের দিকে নজর দিয়েছে সেভিয়া। শালকের তুর্কি সেন্টারব্যাক ওজান কাবাককে দলে চাইছে তাঁরা। যার জন্য এক কোটি ইউরো খরচ করতে রাজি তাঁরা, কিন্তু শালকে চায় দেড় কোটি ইউরো।


ম্যানচেস্টার সিটি
পেপ গার্দিওলা জানিয়ে দিয়েছেন, বেশ কিছু খেলোয়াড়কে বিক্রি করার জন্য রাজি আছে তাঁর দল। এর মধ্যে পর্তুগিজ উইঙ্গার বের্নার্দো সিলভার নাম সবার ওপরে। ক্লাব ছাড়ার জন্য মরিয়া হয়ে আছেন এই উইঙ্গার, এমনটাই খবর। গার্দিওলা নিজেও নিশ্চিত করেছেন সেটা।

ক্লাব ছাড়ার জন্য মুখিয়ে আছেন কেইনও
ছবি: রয়টার্স

চেলসি
বরুসিয়া ডর্টমুন্ডের আর্লিং হরলান্ডকে কোনোভাবেই পাওয়া যাবে না বুঝতে পেরে চেলসি নজর ফিরিয়েছিল নিজেদের সাবেক স্ট্রাইকার রোমেলু লুকাকুর দিকে। ২৮ বছর বয়সী গত মৌসুমে দারুণ ফর্মে ছিলেন। ইন্টারকে শিরোপা এনে দেওয়ার পথে করেছিলেন ২৪ গোল। চেলসি প্রথমেই ১০ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছিল ইন্টারের কাছে। কিন্তু ইন্টার সে প্রস্তাব বাতিল করে দেয়। প্রাথমিকভাবে ১৩ কোটি ইউরো দাবি করা হয়েছিল। তবে রফা ১১ কোটি ৫০ লাখেই হয়েছে বলে জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো।


আর্সেনাল
একজন আক্রমণাত্মক মিডফিল্ডার দলে চাইছে আর্সেনাল। যে কারণে রিয়ালের মার্টিন ওডেগার্ড থেকে শুরু করে লেস্টারের জেমস ম্যাডিসন, সবার প্রতিই আগ্রহ দেখিয়েছিল ক্লাবটা। মিকেল আরতেতা এবার নজর ফিরিয়েছেন ম্যানচেস্টার সিটির পর্তুগিজ উইঙ্গার বের্নার্দো সিলভার দিকে।

ম্যানচেস্টার ইউনাইটেড
আর্জেন্টাইন গোলকিপার সের্হিও রোমেরো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দিচ্ছেন স্প্যানিশ ক্লাব গ্রানাদায়, ফ্রি তে। ইউনাইটেডের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে গিয়েছে গত জুনে।


টটেনহাম হটস্পার
টটেনহাম যদি হ্যারি কেইনকে শেষমেশ বিক্রি করেই দেয়, সেক্ষেত্রে বেশ কিছু খেলোয়াড়ের পিছে সেই টাকা খরচ করবে তাঁরা। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনিও-ও আছে তাঁদের নজরে। বোলোনিয়ার জাপানি ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে দলে আনার জন্যেও চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটা।


এসি মিলান
আতালান্তার স্লোভেনিয়ান উইঙ্গার ইয়োসিপ ইলিচিচকে দলে আনছে এসি মিলান। ৩৩ বছর বয়সী অভিজ্ঞ এই উইঙ্গারকে আপাতত ধারে আনতে চাইছে মিলান। ওদিকে নিজেদের নরওয়েজিয়ান উইঙ্গার ইয়েন্স পিটার হাউগকে এক কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে বিক্রি করে দিচ্ছে তাঁরা।

ইন্টার মিলান
লুকাকুর জায়গায় আনার জন্য তিনজন স্ট্রাইকারকে পছন্দ করেছে ইন্টার মিলান। তিনজনের মধ্যে আসবেন যেকোনো একজন। এদের মধ্যে রয়েছেন ফিওরেন্টিনার সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ, আতালান্তার কলম্বিয়ান স্ট্রাইকার দুভান জাপাতা ও রোমার বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো। জাপাতার জন্য এর মধ্যেই আতালান্তার কাছে তিন কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছে ইন্টার।


নাপোলি
দলে একজন লেফটব্যাকের বড্ড দরকার নাপোলির। যে লক্ষ্যে লিভারপুলের কস্তাস সিমিকাস ও চেলসির এমারসন পালমিয়েরির দিকে হাত বাড়িয়েছিল তাঁরা। লাভ হয়নি। এখন লিলের ব্রাজিলিয়ান লেফটব্যাক রেইনালদোকে দলে চাইছে দলটা। এই লেফটব্যাকের দাম আশি লাখ ইউরো নির্ধারণ করেছে লিল।

পিএসজি
শুধু মেসিকে দলে নেওয়ার জন্যই যে পিএসজি চেষ্টা চালাচ্ছে, তা কিন্তু নয়। ফরাসি সাংবাদিকদের খবর মানলে, নাপোলি থেকে সেনেগালিজ সেন্টারব্যাক কালিদু কুলিবালিকেও দলে টানছে তাঁরা। এর মধ্যে কুলিবালির মুখপাত্রের সঙ্গে কথাও বলে রেখেছে পিএসজি।


অন্যান্য
রোমেলু লুকাকু আসছেন চেলসিতে, ফলে দলটায় ইংলিশ স্ট্রাইকার ট্যামি আব্রাহামের অবস্থান আরও নড়বড়ে হয়ে গিয়েছে। আব্রাহামকে দলে নেওয়ার জন্য আর্সেনাল আগে থেকেই চেষ্টা করছিল, এবার সে তালিকায় যুক্ত হয়েছে আতালান্তা, ইন্টার মিলান, ওয়েস্ট হাম ও সাউদাম্পটনের মতো ক্লাবগুলো। প্রত্যেকেরই দরকার একজন স্ট্রাইকার। শুধু স্ট্রাইকারই নয়, একজন সেন্টারব্যাকও চাইছে ওয়েস্ট হাম। মার্শেইয়ের ক্রোয়েশিয়ান সেন্টারব্যাক দুজে কালেতা-কারকে এক কোটি ৭০ লাখ ইউরোর বিনিময়ে দলে চায় তাঁরা, যদিও মার্শেই ২ কোটি ইউরোর কমে এই খেলোয়াড়কে বিক্রি করতে রাজি নয়। এই ডিফেন্ডারের প্রতি গত জানুয়ারিতে আগ্রহ দেখিয়েছিল লিভারপুল। ফিওরেন্তিনার নিকোলা মিলেঙ্কোভিচের জন্যেও কথাবার্তা চালিয়ে যাচ্ছে তাঁরা।

সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল


ক্রিস্টিয়ান রোমেরো (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ৪ কোটি ৬৭ লাখ পাউন্ড


মেরিহ দেমিরাল (সেন্টারব্যাক, তুরস্ক)
জুভেন্টাস থেকে আতালান্তা, ধার


জ্যাক গ্রিলিশ (মিডফিল্ডার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটি, ১০ কোটি ইউরো


কাইও হোর্হে (স্ট্রাইকার, ব্রাজিল)
সান্তোস থেকে জুভেন্টাস, ২৬ লাখ পাউন্ড


ড্যানি ইংস (স্ট্রাইকার, ইংল্যান্ড)
সাউদাম্পটন থেকে অ্যাস্টন ভিলা, ২ কোটি ৫০ লাখ পাউন্ড


মাইরন বোয়াদু (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
এজেড আলকমার থেকে মোনাকো, ১ কোটি ৪৫ লাখ পাউন্ড


লিওন বেইলি (উইঙ্গার, জ্যামাইকা)
বেয়ার লেভারকুসেন থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড


ইয়োসুহা জির্কজি (স্ট্রাইকার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে আন্ডারলেখট, ধার


জো হার্ট (গোলকিপার, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে সেল্টিক, ১০ লাখ পাউন্ড


ইউরাই কুচকা (মিডফিল্ডার, স্লোভাকিয়া)
পারমা থেকে ওয়াটফোর্ড, ধার


এলদর শোমুদোরভ (স্ট্রাইকার, উজবেকিস্তান)
জেনোয়া থেকে এএস রোমা, ১ কোটি ৫০ লাখ পাউন্ড

ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড


রাফায়েল ভারান (সেন্টারব্যাক, ফ্রান্স)
রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪ কোটি ২৭ লাখ পাউন্ড


দনিয়েল মালেন (উইঙ্গার, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২ কোটি ৫৬ লাখ পাউন্ড


টোবি অল্ডারভেইরেল্ড (সেন্টারব্যাক, বেলজিয়াম)
টটেনহাম হটস্পার থেকে আল দুহাইল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


পিয়েরলুইজি গোলিনি (গোলকিপার, ইতালি)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ধার


আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড


জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি


ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি


রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড


জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড

সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি


ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড


ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড


সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি


হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড


জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার


আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড


ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার


ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড

লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড


স্টেভান ইয়োভেটিচ (স্ট্রাইকার, সার্বিয়া)
মোনাকো থেকে হার্থা বার্লিন, ফ্রি


আলফঁস আরেওলা (গোলকিপার, ফ্রান্স)
পিএসজি থেকে ওয়েস্ট হাম ইউনাইটেড, ধার


জোয়াকিম অ্যান্ডারসেন (সেন্টারব্যাক, ডেনমার্ক)
অলিম্পিক লিওঁ থেকে ক্রিস্টাল প্যালেস, ১ কোটি ৪৯ লাখ পাউন্ড


মার্কাস বেত্তিনেল্লি (গোলকিপার, ইংল্যান্ড)
ফুলহাম থেকে চেলসি, ফ্রি


এরিক লামেলা (উইঙ্গার, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে সেভিয়া, (ব্রায়ান গিল ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)


ব্রায়ান গিল (উইঙ্গার, স্পেন)
সেভিয়া থেকে টটেনহাম হটস্পার, (এরিক লামেলা ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)


মামাদু সাখো (সেন্টারব্যাক, ফ্রান্স)
ক্রিস্টাল প্যালেস থেকে মঁপেলিয়ে, ফ্রি


আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)
বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড


রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড

মার্কো আরনাউটোভিচ (স্ট্রাইকার, অস্ট্রিয়া)
সাংহাই শেনহুয়া থেকে বোলোনিয়া, ৩৪ লাখ পাউন্ড


সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)
ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড


মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)
লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড


মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)
আর্সেনাল থেকে মার্শেই, ধার


উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার


সালভাতোরে সিরিগু (গোলকিপার, ইতালি)
তোরিনো থেকে জেনোয়া, ফ্রি


প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)
রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড


কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি


জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
লিভারপুল থেকে পিএসজি, ফ্রি


মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড

ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি


এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি


এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড


জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি


কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)
বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড


অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড


ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)
মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড


কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)
বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড


পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)
গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি


বেন হোয়াইট (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
ব্রাইটন থেকে আর্সেনাল, ৫ কোটি পাউন্ড

রোমান ইয়ারেমচুক (স্ট্রাইকার, ইউক্রেন)
গেন্ট থেকে বেনফিকা, ১ কোটি ২৫ লাখ পাউন্ড


জিয়ানলুকা ফ্রাবোত্তা (লেফটব্যাক, ইতালি)
জুভেন্টাস থেকে হেল্লাস ভেরোনা, ধার


মাত্তেও লোভাতো (সেন্টারব্যাক, ইতালি)
হেল্লাস ভেরোনা থেকে আতালান্তা, ৬৮ লাখ পাউন্ড


বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি


দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)
বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড


আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)
সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি


রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড


এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড


কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)
ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড


হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড

নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)
বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড


মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি


নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড


জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)
জুভেন্টাস থেকে পারমা, ফ্রি


পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার


গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)
ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড


সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)
হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি


টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার


হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)
এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি


অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি

ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রি


ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড


আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার


জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড


চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার


বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)
লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড


ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)
বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার


লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড


কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার


হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)
চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড


বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)
চেলসি থেকে নরউইচ সিটি, ধার


আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্ড