‘মেসিই ইতিহাসের সেরা ফুটবলার’

এক ক্লাবের হয়ে পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন মেসিছবি: টুইটার

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির। রেকর্ডটি একসময় ছিল পেলের দখলে।

তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি অনেকের বিচারেই তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা ফুটবলার।

পরশু রাতে বার্সেলোনার হয়ে মেসি তাঁকে টপকে যাওয়ার পর কথাটা বলেছেন তাঁরই একসময়ের ক্লাব সতীর্থ ও সাবেক অধিনায়ক কার্লোস পুয়োল। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হবে মেসিকে।

লা লিগায় পরশু রাতে ভায়োদোলিদের বিপক্ষে গোল করে পেলেকে টপকান মেসি। সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। আর্জেন্টাইন তারকার গোলসংখ্যা এখন ৬৪৪।

এই রেকর্ড গড়তে ১৬ বছর লাগল মেসির। ২০০৪ সালের অক্টোবরে এস্পানিওলের বিপক্ষে বার্সার হয়ে অভিষেক ঘটেছিল ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ডের।

সেই ম্যাচে বার্সার রক্ষণভাগ আগলে ছিলেন পুয়োল। ক্লাবটির সাবেক এই অধিনায়ক গোলডটকমকে বলেন, ‘মাইকেল জর্ডান কে, কথাটা আমাকে জিজ্ঞেস করলে বলব, বাস্কেটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়। আমার মনে হয় মেসিও একই মর্যাদা পাবে, সর্বকালের সেরা ফুটবলার। হ্যাঁ, মাইকেল জর্ডান ইতিহাসের সেরা কি না, তা নিয়ে তর্ক হয়, যে যার মন্তব্য দেয়। তেমনি একজন রিয়াল মাদ্রিদভক্তের পক্ষেও মেসিকে সেরা হিসেবে মেনে নেওয়া কঠিন।’

মেসির ভূয়সী প্রশংসা করেন পুয়োল, ‘আমরা তাকে পেয়ে ভাগ্যবান। একজন বার্সাভক্ত না হয়েও বলা যায়, যেসব সংখ্যার জন্ম হয়েছে, সেগুলো এমনি এমনি আবিষ্কৃত হয়নি। সংখ্যাগুলোই বলে দেয় যে সে সেরা।’

আর্জেন্টাইন তারকার মতো সাফল্য ভবিষ্যতে আর কেউ পাবে কি না, তা নিয়েও সন্দিহান পুয়োল, ‘আমার মনে হয় কঠিন। অসম্ভব হয়তো নয়, কিন্তু এত বছর ধরে এমন পারফরম্যান্স ধরে রাখা খুব কঠিন। আমাদের অপেক্ষা করতে হবে।’

পুয়োল সোজাসাপ্টাই বলেছেন, ‘তার (মেসি) সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। দুজন একসঙ্গে যেভাবে খেলেছি, তা নিয়ে আমি গর্বিত।’ ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত বার্সায় মেসির সঙ্গে খেলেছেন পুয়োল।