মেসিকে অভিনন্দন পেলের

রেকর্ড ছোঁয়ার পর মেসিকে অভিনন্দন পেলের।
ছবি: রয়টার্স

১৯৫৬ থেকে ১৯৭৪—জীবনের ১৮টি বছর পার করেছেন একই ক্লাবে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের জন্য ব্রাজিলের ক্লাব সান্তোস ছিল বাড়ির মতো। ফুটবলের আধুনিক এ যুগে এমনটা এখন খুব বেশি দেখা যায় না। অর্থের ঝনঝনানির মধ্যে এক ক্লাবে কোনো খেলোয়াড়কে খুব বেশি দিন দেখা যায় না।

লিওনেল মেসি অবশ্য ব্যতিক্রম। ২০০৪ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেছেন বার্সেলোনায়। এখনো আছেন ন্যু ক্যাম্পের ক্লাবটিতে। ১৬ বছরের ক্যারিয়ারে বার্সার জার্সিতে কত কীর্তি গড়েছেন মেসি, জিতেছেন কত কিছু! কাল ভ্যালেন্সিয়ার সঙ্গে বার্সেলোনার ২-২ গোলের ড্র ম্যাচে নতুন একটি কীর্তি গড়লেন আর্জেন্টাইন তারকা। একটি গোল করে ছুঁয়ে ফেলেছেন পেলের একটি রেকর্ড।

সান্তোসের হয়ে ১৮ বছরের ক্যারিয়ারে স্বীকৃত ম্যাচে ৬৪৩টি গোল করেছেন পেলে। কাল মেসি বার্সেলোনার হয়ে করেছেন সমানসংখ্যক গোল। এক ক্লাবের হয়ে পেলে ও মেসির চেয়ে বেশি গোল নেই আর কারও। এমন একটি কীর্তিতে মেসিকে পাশে পেয়ে খুব খুশি পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে অভিনন্দন জানিয়েছেন তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার।

এত দিন ধরে মেসির একই ক্লাবে খেলে যাওয়ার বিষয়টি খুব ভালো লেগেছে পেলের। অভিনন্দন জানাতে গিয়ে প্রথমে সে বিষয়টিই টেনে এনেছেন ফুটবলসম্রাট, ‘হৃদয় যখন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, ঠিকানা পরিবর্তন করাটা কঠিন। তোমার মতো আমিও ভালো করেই জানি, প্রতিদিন একই জার্সি পরার মর্মটা কী। তুমি আর আমি জানি, যেটাকে ঘর মনে করি তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’

৮০ বছর বয়সী পেলে এরপর সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসিকে উদ্দেশ করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘লিওনেল, ঐতিহাসিক এই রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। তবে সবার আগে বার্সেলোনায় তোমার অসাধারণ এই ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’ বার্সেলোনার সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্কের ইতি গত মৌসুম শেষেই টানতে চেয়েছিলেন মেসি। ন্যু ক্যাম্পের ক্লাবটিকে বুরোফ্যাক্স পাঠিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। পরে হাজারো ঘটনার পর দলের সবচেয়ে বড় তারকাটিকে ধরে রাখতে সক্ষম হয়েছিল কাতালান ক্লাবটা।

পেলের রেকর্ড ছোঁয়ার পর ন্যু ক্যাম্পের স্কোরবোর্ডে মেসির প্রতি অভিনন্দনবার্তা।
ছবি: রয়টার্স

তবে এখন পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন চুক্তিও করেননি মেসি। বার্সেলোনার সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষেই। এখনো নতুন চুক্তি না করায় বা এ নিয়ে আলোচনাতেও না বসায় অনেকেই ধরে নিচ্ছেন এটাই বার্সেলোনায় মেসির শেষ মৌসুম। ফুটবল বিশ্বে এখন আলোচনা হচ্ছে মেসি বার্সা ছেড়ে কোথায় যাবেন তা নিয়ে।

মেসিকে নিয়ে এসব খবর ঠিকই জানেন পেলে। কিন্তু এখনো তো আর্জেন্টাইন ফরোয়ার্ড ন্যু ক্যাম্পেই আছেন। এ কারণেই হয়তো আবারও একবার সবাইকে মেসির ন্যু ক্যাম্পে এতগুলো বছর কাটানোর বিষয়টি মনে করিয়ে দিয়েছেন। একই সঙ্গে নিজের সান্তোস-দিনের স্মৃতি হাতড়ালেন পেলে, ‘আমাদের মতো এত লম্বা সময় ধরে একই ক্লাবকে ভালোবেসে যাওয়ার গল্প ফুটবলে কমে আসছে। লিওনেল মেসি, আমি তোমার এই দিকটির প্রশংসা করি।’