মেসিকে ছাপিয়ে গেলেন গার্দিওলার নতুন শিষ্য

সিটি কালকে ৪-৩ গোলে জিতেছে নিউক্যাসলের বিপক্ষে।ছবি : রয়টার্স

‘এই ছেলের দাম মাত্র দুই কোটি পাউন্ড কীভাবে হয়?’

স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেস যখন ভ্যালেন্সিয়া ছেড়ে মৌসুমের শুরুতে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে নাম লেখালেন, স্প্যানিশ লা লিগা যাঁরা নিয়মিত দেখেন, তাঁদের অনেকের মধ্যেই এই প্রশ্নের জন্ম হয়েছিল। আর হবে নাই-বা কেন? স্পেন থেকে আক্রমণভাগের নতুন যেসব খেলোয়াড় উঠে আসছেন, ফেরান তোরেসের নাম তাঁদের মধ্যে ওপরের দিকেই থাকবে। এমন এক প্রতিভাকে এত অল্পে ছেড়ে দেওয়ার পেছনে ভ্যালেন্সিয়ার অভ্যন্তরীণ কিছু সমস্যা আর আর্থিক দৈন্য দায়ী ছিল। সিটিও যাকে বলে, একদম ‘ঝোপ বুঝে কোপ’ মেরেছে। ফলাফল? জার্মান উইঙ্গার লিরয় সানে বায়ার্ন মিউনিখে পাড়ি জমানোর পর তাঁর বিকল্প হিসেবে ২০.৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই তোরেসকে দলে আনে তারা।

গোলের পর তোরেসের উল্লাস।
ছবি : রয়টার্স

দলে এসে নিজের প্রতিভার ঝলক দেখাতে দেরি করেননি তোরেস। এখনো সিটির মূল একাদশে নিজের জায়গা পাকা করতে পারেননি ঠিকই, কিন্তু যখনই সুযোগ পেয়েছেন, জাত চিনিয়েছেন। গত রাতের কথাই ধরুন, নিউক্যাসলের বিরুদ্ধে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন এই স্প্যানিশ। তাতেই অসাধারণ এক রেকর্ড সঙ্গী হয়ে গিয়েছে তাঁর। ম্যানেজার পেপ গার্দিওলার অধীনে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সী ফুটবলার এখন এই তোরেস, গত রাতের আগেও যে রেকর্ডটা মেসির ছিল।

পেপ গার্দিওলার অধীনে ১১ বছর আগে ২০১০ সালে তেনেরিফের বিপক্ষে লিগ ম্যাচে ৫-০ গোলে জিতেছিল বার্সেলোনা। সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ২২ বছর ২০০ দিন বয়সী মেসি। তোরেস হ্যাটট্রিক করলেন আরও ১২৫ দিন কম বয়সে। তোরেসের তিন গোল ছাড়াও গত রাতে সিটির হয়ে গোল পেয়েছেন পর্তুগিজ রাইটব্যাক জোয়াও ক্যানসেলো। ওদিকে ৪-৩ ব্যবধানে হারা নিউক্যাসলের হয়ে গোল পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার জো উইলোক, ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়েলিংটন ও ড্যানিশ রাইটব্যাক এমিল ক্রাফথ।

তরুণ মেসি সেই বয়সেই বুঝিয়েছিলেন নিজের ঝলক
ফাইল ছবি: এএফপি

নতুন শিষ্যের এই কৃতিত্বে গার্দিওলা নিজেও বেশ খুশি, ‘প্রথম মৌসুমের খেলোয়াড় হিসেবে ওর গোল বেশ চমক জাগায়। ও অনেক তরুণ, গোলমুখে বেশ কার্যকর। ওকে উইঙ্গার হিসেবে আনা হলেও ও এমন একজন খেলোয়াড়, যাকে স্ট্রাইকার হিসেবে খেলানো যায়। সে একজন ভালো খেলোয়াড়।’