মেসিকে না বেচে ভুল করেছে বার্সা

বার্সেলোনা তারকা লিওনেল মেসিছবি: এএফপি

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বার্সেলোনা দেউলিয়া হওয়ার পথে! দেনার দায়ে ডুবতে বসেছে ক্লাবটি। জোসেপ মারিয়া বার্তোমেউ সভাপতি থাকতে ক্লাবটির বিশৃঙ্খল আর্থিক নীতি এর কারণ।

বার্সার ব্যবস্থাপনা কমিটির সভাপতি কার্লেস তুসকেতস মনে করেন, গত মৌসুম শেষে লিওনেল মেসি যখন ক্লাব ছাড়তে চেয়েছিলেন, তখন তাঁকে বেচে দিলে অন্তত এখনকার চেয়ে ভালো অবস্থানে থাকতেন তাঁরা।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বার্সা ছিটকে পড়ার পর ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। প্রচুর দেনা মাথায় নিয়েও তখন আর্জেন্টাইন তারকাকে ‘রিলিজ ক্লজ’-এর মারপ্যাঁচ দেখিয়ে তাঁকে ধরে রাখতে সমর্থ হয় কাতালান ক্লাবটি।

মেসি নিজেই বার্সায় চুক্তির মেয়াদ শেষ করার ইচ্ছার কথা জানান। এদিকে বার্সার বহরে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াড। কিন্তু করোনা মহামারির মধ্যে ক্লাবের আয়ের পথ প্রায় রুদ্ধ হওয়ার পথে।

কাল তুসকেতস জানিয়েছেন ক্লাবের বর্তমান অবস্থার কথা, ‘দেউলিয়াত্ব এতটাই যে জানুয়ারিতে বেতন দেওয়ার সামর্থ্য না–ও হতে পারে।’

সে হিসেবে বার্সার ভেতরেই অনেকে মনে করছেন, মেসি যখন ক্লাব ছাড়তে চেয়েছিলেন, তখন তাঁকে বেচে দিলে ক্লাবকে অন্তত আর্থিকভাবে ভালো অবস্থানে রাখতে পারতেন বার্তোমেউ। এমন খবরই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

৩৩ বছর বয়সী মেসির সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে এ মৌসুম শেষে। মেসি তারপর বার্সা ছাড়তে চাইলে ক্লাবেরই অনেকে স্বস্তির নিশ্বাস ফেলবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

অন্তত মেসিকে বেচে আর্থিকভাবে কিছুটা হলেও স্বস্তি পাবে বার্সা। কিন্তু মেসি থেকে যেতে চাইলে? বর্তমান চুক্তি অনুসারেই বছরে তাঁর ১০ কোটি ইউরো বেতন পরিশোধ করা খুব কঠিন হয়ে উঠবে বার্সার জন্য।

স্প্যানিশ রেডিও ‘আরএসি’কে তুসকেতস বলেন, ‘অর্থনৈতিকভাবে দেখলে, গত মৌসুম শেষেই আমি মেসিকে বেচে দিতাম। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটাই কাম্য।’

বার্সেলোনা ব্যবস্থাপনা কমিটির সভাপতি কার্লেস তুসকেতস
ছবি: টুইটার

তুসকেতসের কথা আমলে নিলে আরেকটি সম্ভাবনাও নাকচ হয়ে যায়—নেইমারের ক্যাম্প ন্যুতে আসার গুঞ্জন। তুসকেতস সোজাসাপ্টাই বলেছেন, ‘সে ফ্রিতে আসতে চাইলে হতে পারে। এ ছাড়া নতুন সভাপতি এসে অলৌকিক কিছু না ঘটালে কিংবা খেলোয়াড়দের বেচে তাকে আনতে হবে।’

বাজে অবস্থার মধ্যে দিয়ে যাওয়ায় খেলোয়াড়দের সঙ্গে এরই মধ্যে আলোচনা করে বেতন কেটেছে বার্সা। তবে নতুন সভাপতিরে বোর্ড চাইলে সিদ্ধান্তটি পাল্টাতে পারে বলে জানালেন তিনি, ‘নতুন সভাপতি এসে সিদ্ধান্ত পাল্টাতে পারেন। আমরা এমন অবস্থার মধ্যে আছি যে জানুয়ারিতে বেতন দিতে পারব না। আমরা তো আর সিদ্ধান্ত দেওয়ার বোর্ড নই। ঋণ ও মজুরি বেড়ে যাওয়ার কথা জানিয়েছি। যদিও কোভিড-১৯ আসার বিষয়টি তো কেউ আগে জানত না।’

গত মৌসুম শেষে বার্সা ছাড়তে চেয়েছিলেন মেসি
ছবি: এএফপি

বার্সা কিন্তু এসবের মাঝেও মেসিকে ধরে রাখার কথা বলে যাচ্ছে। এমনকি বার্সার সভাপতি পদপ্রার্থী হুয়ান লাপোর্তা পর্যন্ত মেসিকে ধরে রাখতে চান বার্সায়।

এদিকে নেইমার পিএসজিতে আসার ডাক দিয়েছেন মেসিকে। আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে আরও একবার খেলতে চান ব্রাজিলিয়ান তারকা।

লাপোর্তার মুখে অবশ্য অন্য সুর, ‘মেসি বার্সাকে চায়। এখানে আমরা তার সুখ ফিরিয়ে দিতে চাই। এটা টাকার প্রশ্ন নয়, ভালো দল গড়ার প্রশ্ন। জেতাটা তার অভ্যাস, তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য দলের চ্যাম্পিয়নস লিগ জয় দেখতে পারে না।’