মেসিকে নিয়ে কথা নয়

টুইচে মেসিকে নিয়ে বিব্রত আগুয়েরোরয়টার্স ফাইল ছবি

লিওনেল মেসি কি আসলেই ম্যানচেস্টার সিটিতে আসবেন? কবে আসবেন? কত টাকার বিনিময়ে আসবেন? আসলে কত নম্বর জার্সি পরবেন? প্রিয় দশ নম্বর জার্সি পরলে ম্যানচেস্টার সিটিতে দশ নম্বর জার্সি পরা আগুয়েরো কত নম্বর জার্সি নেবেন?
ফুটবলপ্রেমীদের মনে এখন এমন হাজারো প্রশ্ন।

এক সপ্তাহ আগে ক্লাব ছাড়তে মনস্থির করা মেসি যে ঝড় তুলেছেন ফুটবলবিশ্বে, সে ঝড় থামার কোনো লক্ষণ নেই। বার্সেলোনা ছাড়তে চেয়ে লিওনেল মেসি ক্লাবটিকে বুরোফ্যাক্স পাঠানোর পর থেকেই আবেগ সামলে রাখতে পারছেন না সমর্থকেরা। সুযোগ পেলেই ফুটবল ভক্তরা মেসির সম্ভাব্য গন্তব্য নিয়ে প্রশ্ন করছেন যেখানে-সেখানে। আর এ কারণে সবচেয়ে বেশি হ্যাপা পোহাতে হচ্ছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি সংশ্লিষ্টদের।

কারণটা স্বাভাবিক, বার্সা ছেড়ে মেসি ম্যানচেস্টার সিটিতেই আসবেন বলে অনেক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। আর সিটিতেই খেলেন মেসির অন্যতম প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরো।

সিটিতে ১০ নম্বর জার্সি পরেন আগুয়েরো। মেসি আসলে তখন কী হবে?
ফাইল ছবি, রয়টার্স

সিটির ১০ নম্বর জার্সিটি পরেন আগুয়েরো। মেসি যদি সিটিতে নাম লেখান, তাহলে সেই ১০ নম্বর জার্সির কী হবে! এমন কৌতূহল যেন বাঁধ ভাঙা ভক্তদের। এসব প্রশ্ন শুনতে শুনতে রীতিমতো নাজেহাল আগুয়েরো। অনলাইন গেমিং স্ট্রিমিং ‘টুইচ’ এ এসে তাই তাঁকে বেশ বিব্রতই হতে হলো।

হালে জনপ্রিয়তা পাওয়া অনলাইন গেমিং স্ট্রিমিং সাইট 'টুইচ'-এ আগুয়েরোর অনুসারী বিশ লাখের মতো। সেখানে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাব বিনিময় করেন, গেম খেলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। গত কয়েক দিন ধরে এখানেই মেসিকে নিয়ে প্রশ্নবাণে আগুয়েরোকে জর্জরিত করছেন ভক্তরা। কিন্তু একজন পাকা পেশাদার খেলোয়াড়ের মতো আগুয়েরোও একদম 'স্পিকটি নট'। মুখে কুলুপ এঁটে বসে আছেন তিনি।

তবে চুপ থাকলেই কি আর প্রশ্নের জোয়ার সামাল দেওয়া সম্ভব? আগুয়েরোও পারছেন না। ফলাফল? শেষমেশ ‘বাঁধ’ দেওয়ার জন্য নতুন এক ফন্দি এঁটেছেন এই তারকা। ইংলিশ মিডিয়ার তথ্য অনুযায়ী, নিজের টুইচ অ্যাকাউন্ট থেকে ‘মেসি’, 'গোট (গ্রেটেস্ট অফ অল টাইম)', ‘লিও’ শব্দগুলো ‘মিউট’ করে দিয়েছেন। ফলে ভক্তরা এখন চাইলেও এই সব শব্দ সংবলিত প্রশ্ন করতে পারবেন না আগুয়েরোকে।

মেসি-বার্সেলোনা দ্বন্দ্ব জটিল আকার ধারণ করছে। একদিকে মেসি ক্লাব ছাড়তে চাইছেন, অন্যদিকে বার্সেলোনার নিজেদের সেরা খেলোয়াড়কে ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। একদিকে জানা যাচ্ছে, মেসিকে নিতে আগ্রহী ক্লাবকে দিতে হবে ৭০ কোটি ইউরো। ওদিকে জানানো হচ্ছে, রিলিজ ক্লজের শর্তের মেয়াদ শেষ, মেসি চাইলেই ক্লাব ছাড়তে পারবেন। তবে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ বার্সেলোনার পক্ষেই আছে। লা লিগাও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে মেসির রিলিজ ক্লজ ৭০ কোটি। এর এক টাকা (কিংবা ইউরো) কমেও নাকি বার্সেলোনার অনুমতি ছাড়া কারও পক্ষে মেসিকে নেওয়া সম্ভব নয়!

দেখা যাক, এই অবস্থা থেকে মেসিকে উদ্ধার করার জন্য সিটি কী কী করে!