মেসিকে পাওয়ার পর এমবাপ্পের আর কোনো অজুহাত থাকতে পারে না

পিএসজিতে মেসির প্রথম সংবাদ সম্মেলনে মেসি ও আল-খেলাইফি বসেছেন পাশাপাশিছবি : পিএসজি

লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি হয়েছে ২০২৩ সাল পর্যন্ত, দুই পক্ষ রাজি থাকলে চুক্তি আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। ২০২৫ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটির সঙ্গে থাকবেন নেইমারও। তবে কিলিয়ান এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে এ মৌসুমেই। মেসি এলেন, আর এমবাপ্পে চলে যাবেন পরের মৌসুমে?

পিএসজি ছাড়ার ইঙ্গিত কখনো দেননি এমবাপ্পে, তবে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের প্রশ্ন এড়িয়ে গেছেন বারবার। এখন পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলছেন, মেসির আসার পর এমবাপ্পের আর পিএসজি ছাড়ার কোনো অজুহাত থাকতে পারে না।

এর আগে এমবাপ্পে বলেছিলেন, এমন কোথাও তিনি যেতে চান, যেখানে ‘সব সময় শিরোপা জিততে পারবেন।’ শিরোপা পিএসজিও জেতে, কিন্তু এত দিনেও ইউরোপের সবচেয়ে মর্যাদার ট্রফি চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি প্যারিসের ক্লাবটির। এমবাপ্পেরও নয়।

২২ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার চ্যাম্পিয়নস লিগ জিততে চান। ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ স্ট্রাইকারের সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতা দল রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনই সবচেয়ে বেশি শোনা যায়। তবে এখন প্যারিসেই এমবাপ্পের চাওয়া পূরণ হচ্ছে বলেও মনে করেন আল-খেলাইফি। তাঁর মতে, এমবাপ্পে যেমন দল চেয়েছেন, এখন পিএসজির দলটি তেমনই।

নেইমার, এমবাপ্পে, মারকিনিওস, ভেরাত্তির মতো তারকারা তো ছিলেনই, এই মৌসুমে পিএসজি দলে টেনেছিল সের্হিও রামোস, জর্জিনিও ভাইনালডাম, জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমিদের। এখন গেলেন মেসিও! চ্যাম্পিয়নস লিগ তো কাগজে-কলমের শক্তিতে জেতা যায় না, তাই পিএসজিই চ্যাম্পিয়নস লিগ জিতবে এমনটা বলে দেওয়া যায় না। তবে চ্যাম্পিয়নস লিগ জিততে যেকোনো দলেরই মাথাব্যথা যে পিএসজিকে নিয়েই বেশি থাকবে, তা নিশ্চিত!

আল-খেলাইফির কথাও সেদিকেই ইঙ্গিত করে। পিএসজির হয়ে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পিএসজির খেলোয়াড় হিসেবে সংবাদমাধ্যমে মেসির পরিচিতি পর্ব হয়ে গেছে। পার্ক দো প্রিন্সেসে সংবাদ সম্মেলনে মেসির পাশে ছিলেন আল-খেলাইফিও। সেখানেই প্রশ্ন হলো এমবাপ্পেকে নিয়ে।

নেইমার ও এমবাপ্পের সঙ্গে পিএসজির আক্রমণে যোগ হচ্ছেন মেসিও
ফাইল ছবি: এএফপি

মেসি যাওয়ায় ক্লাবে তাঁর গুরুত্ব কমবে দেখে এমবাপ্পে এই মৌসুমেই পিএসজি ছাড়তে পারেন, এমন একটা গুঞ্জন গত দুদিনে বেশ চাউর হয়েছে। কিন্তু আল-খেলাইফি সব গুঞ্জনে পানি ঢালার চেষ্টাই করলেন।

এমবাপ্পে পিএসজিতে থাকবেন কি না, এ প্রশ্নে পিএসজি চেয়ারম্যান বললেন, ‘কিলিয়ান একজন পারিসিয়ান। সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের একজন খেলোয়াড়। সে প্রতিদ্বন্দিতাপূর্ণ দল চেয়েছিল। এখন আমাদের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল আর কোনোটি নেই। (এখানে থাকা ছাড়া) আর কোনো কিছু করার কারণ নেই তাঁর।’

পরে ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েনেও একই কথাই বললেন আল-খেলাইফি, ‘কিলিয়ান আর ওর পরিবারের সঙ্গে যা কথা হচ্ছে, সেটা গোপনীয় ব্যাপার। মেসি আসায় কিলিয়ান অনেক খুশি। কোনো ঝামেলাই নেই এখানে। এমবাপ্পে (চ্যাম্পিয়নস লিগ জেতার মতো) দারুণ একটা দল চেয়েছিল। এখানে থাকার জন্য সবকিছুই আছে ওর। (সংবাদ সম্মেলনে) সেটাই বলেছি, ওর ক্লাব ছাড়ার পেছনে আর কোনো অজুহাত থাকতে পারে না।’

মেসি-নেইমার মিলে এমবাপ্পেকে পিএসজিতে আরও বেশিদিন থাকতে রাজি করাতে পারবেন?
ফাইল ছবি: রয়টার্স

নেইমার, এমবাপ্পে, মেসি—পিএসজির আক্রমণভাগের সম্ভাব্য ত্রয়ী সময়ের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ হবে বলেই ধারণা অনেকের। মেসিও এ দুজনের সঙ্গে খেলার ব্যাপারটিকে বলেছেন ‘মাথা পাগল করে দেওয়ার মতো ব্যাপার।’

এমবাপ্পের সঙ্গে মেসির লক্ষ্যেও মিল আছে। মেসিও যে চ্যাম্পিয়নস লিগই জিততে চান! ২০১৫ সালের পর থেকে চ্যাম্পিয়নস লিগ জেতেননি মেসি। কখনোই চ্যাম্পিয়নস লিগ না জেতা পিএসজিতে মেসি সেটি জেতার স্বপ্নই দেখছেন বলে জানালেন সংবাদ সম্মেলনে, ‘চ্যাম্পিয়নস লিগ কতটা কঠিন হয় আমরা জানি। তবে প্যারিসও সেটা জানে। সম্প্রতি খুব কাছাকাছি গিয়েছিল তারা। এখানে সব সময় সেরা দলগুলোই খেলে, তবে সব সময় সেরা দলটা জেতে না। ফুটবল এমনই।’

গত বছর পিএসজির কাছে হেরেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল মেসির দল বার্সেলোনা। পিএসজি শেষ পর্যন্ত বাদ পড়ে সেমিফাইনালে। এর আগে ২০২০ সালে নিজের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলেছিল পিএসজি।