মেসিকে ভয়ংকর অপমান রোনালদোর বোনের

বহুদিন পর এ দুজনকে মাঠে এক সঙ্গে দেখা গেছে।ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগে গত পরশু বার্সেলোনা-জুভেন্টাস ম্যাচের আগে কী আলোচনাটাই হয়েছে বিভিন্ন জায়গায়। এটি যে ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ। ২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এই যে প্রথম বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির মুখোমুখি হয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা রোনালদো।

মেসির বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে সেই দ্বৈরথ জিতেছেন রোনালদো। অনেক ভালো খেলেও মেসি হেরে গেছেন, কোনো গোল করতে পারেননি। তবে জুভেন্টাসকে জেতাতে জোড়া গোল করেছেন রোনালদো। যদিও দুটি গোলই পেনাল্টি থেকে। ম্যাচ শেষের কথাবার্তায় আবার চলে এসেছে মেসি-রোনালদোর দ্বৈরথের বিষয়টি।

রোনালদোকে তাতিয়ে দিতেই কিনা সাংবাদিকেরা বারবার তাঁর কাছে মেসির বিপক্ষে জয়ের অনুভূতি জানতে চেয়েছেন! কিন্তু রোনালদো ছিলেন খুবই শান্ত। বারবারই বলে গেছেন, মেসির সঙ্গে তাঁর কোনো শত্রুতা নেই। তাঁরা দুজনেই দলের জন্য সর্বোচ্চটা বিলিয়ে দেন। কে জানে, ভেতরে-ভেতরে মেসিকে হারানোর গর্বে ভাসার পরও রোনালদো সংবাদমাধ্যমের সামনে অমন কথা বলেছেন কি না!

মাঠে দুজনের মধ্যে ভালোই হৃদ্যতা দেখা গেছে সেদিন।
ছবি: এএফপি

রোনালদো নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলেও উচ্ছ্বাসটা চেপে রাখতে পারেননি তাঁর বোন এলমা আভেইরা। নিজের উচ্ছ্বাস তিনি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে। সেখানে তিনি একটি ছবি দিয়েছেন এ রকম, রোনালদো দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে চেনা ভঙ্গিতে গোল উদ্‌যাপন করছেন। মেসি একটু নিচুতে হাঁটু গেড়ে বসে রোনালদোকে পূজা করছেন! ছবিটি দিয়ে রোনালদোর বোন আভেইরা লিখেছেন, ‘আমার রাজা। সর্বকালের সেরা। আমার জীবনের গর্ব।’

মেসি ও রোনালদোর দ্বৈরথের বয়স প্রায় দেড় দশক হলেও সেটা তীব্র হয়ে ওঠে ২০০৯ সালে, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদো রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর। প্রায় এক দশক লা লিগায় সমানে সমান চলেছে দুজনের দ্বৈরথ। কিন্তু ২০১৮ সালে লা লিগার দল রিয়াল ছেড়ে রোনালদো নাম লেখান ইতালির ক্লাব জুভেন্টাসে। তবে মেসি-রোনালদোর দ্বৈরথ নিয়ে আলোচনা এতে থামেনি।

মেসি-রোনালদোর দ্বৈরথের হিসাব কষতে বসলে ব্যক্তিগত অর্জনে এগিয়ে রাখতে হয় মেসিকেই। ক্যারিয়ারে ছয়টি ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

অন্যদিকে রোনালদো জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর। দলীয় অর্জনে অবশ্য রোনালদোই এগিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ মিলিয়ে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদো। লিওনেল মেসি এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারে শুধু বার্সেলোনাতেই খেলেছেন, জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ।

আন্তর্জাতিক ফুটবলেও মেসির চেয়ে রোনালদোর সাফল্য বেশি। ২০১৬ সালে ফ্রান্সের মাটিতে হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগাল তাদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছে রোনালদোরই নেতৃত্বে। আর মেসি আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত জিততে পারেননি কোনো শিরোপা। এ নিয়ে সমালোচনাও কম শুনতে হয়নি মেসিকে। অনেকেই বলে থাকেন, মেসি যতটা না আর্জেন্টিনার, তার চেয়ে বেশি বার্সেলোনার ফুটবলার!

এমন কিছু দেখার অপেক্ষায় ছিলেন সবাই।
ছবি: এএফপি

বার্সেলোনায় সম্প্রতি অনিশ্চিত হয়ে পড়েছে মেসির ভবিষ্যৎ। বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষে। নতুন চুক্তি করা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি দুই পক্ষের। মেসিও আর ন্যু ক্যাম্পে থাকতে চান না। অনেকেই বলছেন, আর্জেন্টাইন তারকার পরবর্তী ঠিকানা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এদিকে নেইমার আবার বার্সেলোনায় তাঁর পুরোনো সতীর্থের সঙ্গে পুনর্মিলনের কথা বলেছেন পিএসজিতে।