মেসি–নেইমার–এমবাপ্পে আজ একসঙ্গে? কোচ বললেন, সিদ্ধান্ত নেননি

আজ খেলবেন তিনজন এক সঙ্গে?ছবি: এএফপি

‘স্বপ্নত্রয়ী’ই তো বটে তাঁরা। এ মুহূর্তে বিশ্ব ফুটবলে যেকোনো দলের জন্যই এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। পিএসজি সে স্বপ্ন ছুঁয়েছে। লিওনেল মেসি, নেইমার আর কিলিয়ান এমবাপ্পে—বর্তমান দুনিয়ায় আক্রমণভাগে অন্যতম সেরা তিন তারকা পেয়েছে তারা। এখন পর্যন্ত এই তিন তারকাকে একসঙ্গে খেলতে দেখার সুযোগ মেলেনি। আজ চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘এ’র ম্যাচে ক্লাব ব্রুগার বিপক্ষে মাঠে নামবে পিএসজি। আজ কি তিনজনকে একসঙ্গে দেখা যাবে? পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো নাকি এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই পচেত্তিনোকে এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। তিনি জানান, ব্যাপারটা নিয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মঙ্গলবার অনুশীলন সেশনের পর। সে হিসাবে সিদ্ধান্তটা না জানা গেলেও একটা কিছু যে আর্জেন্টাইন কোচ ভেবে ফেলেছেন, সেটি বলাই যায়। তবে পিএসজি কোচ মনে করেন, দারুণ কিছু খেলোয়াড় এ মৌসুমে প্যারিসে এলেও পিএসজি এখনো সত্যিকারের ‘দল’ হয়ে উঠতে পারেনি, ‘এ মৌসুমে আমরা বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় কিনেছি। তাদের মধ্যে আছে কয়েকজন বড় তারকা। তবে আমরা এখনো একটা দল হয়ে উঠতে পারিনি। আমাদের এখন একটা “দল” হয়ে উঠতে হবে।’

মেসি–নেইমার–এমবাপ্পেকে এক সঙ্গে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন পচেত্তিনো?
ছবি: এএফপি

পিএসজি এখন ইউরোপে বড় শক্তি। কিন্তু অভীষ্ট লক্ষ্যটা এখনো ছুঁয়ে দেখা হয়নি। চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপের সেরা দল হওয়া, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের কাতারে নিজেদের নাম খোদাই করার স্বপ্ন নিয়েই তো প্রতি মৌসুমে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে চলেছে দলটি। কিন্তু ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠা ছাড়া কিছুই করতে পারেনি তারা। এবার পিএসজিতে আছেন মেসি, সঙ্গে নেইমার, এমবাপ্পে, দি মারিয়া, সের্হিও রামোস, ভাইনালডামদের মতো তারকা। অনেকেই তো বলছেন, এবার যদি পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিততে না পারে, তাহলে তারা নাকি আর কোনো দিনই জিততে পারবে না। এটি পিএসজির জন্য বড় চাপই।

অধিনায়ক মার্কুইনহোস অবশ্য ব্যাপারটিকে খুব আমল দিতে চান না, ‘পিএসজিতে আমরা সব সময় চাপ নিয়েই খেলি। ভালো করার, বড় কিছু করার চাপ। সে হিসাবে আমরা চাপের সঙ্গে বাস করতে শিখে গেছি। এই চাপ আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ। এবার আমাদের যে দল, তাতে মানুষ আরও বেশি করে চ্যাম্পিয়নস লিগ জেতার কথা বলছে। আমরা দারুণ খুশি, আমাদের দলটা এত ভালো। কিন্তু আমরা কেবল ইতিবাচক ব্যাপারগুলোই নিতে চাই।’

এই তিনজনকে এক সঙ্গে মাঠে দেখা হবে দারুণ ব্যাপার
ছবি: এএফপি

মার্কুইনহোস নিজেও বলতে পারছেন না আজ ক্লাব ব্রুগার বিপক্ষে মেসি-নেইমার-এমবাপ্পে একসঙ্গে খেলবেন কি না! একাদশ কেমন হবে, সে ভাবনা কোচ পচেত্তিনোর ওপরই ছেড়ে দিতে চান, ‘এ নিয়ে বলার কিছু থাকলে আমি বলতাম। আমি জানি না দলটা কেমন হবে। যদি এই তিন তারকা একসঙ্গে খেলে, তারা অভিজ্ঞ, জানে কী করতে হবে। আমাদের দলটাকে আঁটসাঁট করে গড়তে হবে। রক্ষণ হতে হবে ভালো। রক্ষণ যদি ওপরে উঠে খেলতে পারে, তাহলে তাদেরও ভালো কিছু করার সুযোগ সৃষ্টি হবে।’

পিএসজিতে কোচ পচেত্তিনোর ভাবনায় মেসি-নেইমার-এমবাপ্পে আছেন, থাকবেন। কিন্তু তাঁকে যে আরও একটা পজিশনে সিদ্ধান্ত নিতে বেগ পেতে হচ্ছে। সেটি গোলকিপিং। দলে অভিজ্ঞ, পরীক্ষিত কেইলর নাভাস আছেন। এ মৌসুমে ইতালিকে ইউরো জিতিয়ে পিএসজিতে যোগ দিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। এখন কাকে খেলাবেন? পচেত্তিনো অবশ্য ‘ম্যাচ বাই ম্যাচ ভাবনা’র কথা শুনিয়ে প্রশ্নটা এড়িয়েছেন।

দলে এত সব দুর্দান্ত তারকার সমাবেশ কোচকে নিশ্চিন্ত করে, এটা ভুল কথা। এত তারকার নিয়ে কোচের পরীক্ষাটা যে আরও কঠিন হয়ে ওঠে। পচেত্তিনো হাড়ে হাড়েই বুঝতে পারছেন তা!