মেসিবিহীন বার্সা-যুগের প্রথম জয়ের নায়ক ব্র্যাথওয়েট

মার্টিন ব্র্যাথওয়েটের গোলের উচ্ছ্বাসছবি: রয়টার্স

মেসি নেই তো কী হয়েছে; হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে জুভেন্টাসকে হারানোর পর এমন কথা বার্সেলোনা সংশ্লিষ্ট অনেককেই বলতে শোনা গেছে। কিন্তু জেরার্দ পিকেসহ বার্সেলোনার খেলোয়াড়দের অনেককেই মেসির অভাব বোঝার কথাও বলতে শোনা গেছে। দলটির কোচ রোনাল্ড কোমান এরপর শিষ্যদের উদ্দেশ করে বলেছিলেন-মেসি নেই, এটা ভুলে সবাইকে এগিয়ে যেতে হবে!

সেই এগিয়ে যাওয়ার শুরুটা আজই করেছে বার্সেলোনা। মেসিবিহীন বার্সেলোনা প্রতিযোগিতামূলক ম্যাচ আজই যে প্রথম খেলেছে। লা লিগার সেই ম্যাচে ন্যু ক্যাম্পের দলটির জয়ের নায়ক ব্র্যাথওয়েট। জোড়া গোল করার সঙ্গে দলের একটি গোলে সহায়তাও করেছেন ডেনমার্কের ফরোয়ার্ড। ব্র্যাথওয়েটের জোড়া গোলের সঙ্গে পিকে ও সের্হি রবার্তোর গোল মিলিয়ে নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।

জেরার্দ পিকে বার্সেলোনাকে এগিয়ে দেওয়া গোলটি করার পর তাঁকে নিয়ে মেম্ফিসের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

মেসি-যুগ উত্তর শুরুর ম্যাচে বার্সেলোনা এগিয়ে যেতে পারত ৩০ সেকেন্ডেই। হয়তো মেসি ছাড়া বার্সেলোনা একদম শুরু থেকেই কোনো একটা চমক দেখাতে চেয়েছিল। সেই পরিকল্পনা থেকেই হয়তো ম্যাচ শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই প্রথম আক্রমণ করে তারা। সেই আক্রমণের সার্থক রূপ দিতে পারেননি ব্র্যাথওয়েট। তাঁর নেওয়া শট চলে যায় বাইরে দিয়ে।

তবে ম্যাচের ১৯ মিনিটে ভুল করেননি পিকে। বক্সের বেশ খানিকটা বাইরে ফ্রি-কিক পায় বার্সা। কিকটি নেন এ মৌসুমেই ন্যু ক্যাম্পে নাম লেখানো ডাচ ফরোয়ার্ড মেম্ফিস। ডানপ্রান্ত থেকে তাঁর নেওয়া ফ্রি-কিকে দুর্দান্ত এক হেডে বার্সাকে এগিয়ে দেওয়া গোলটি করেন পিকে।

ম্যাচের শুরু থেকেই দারুণ গোছানো ফুটবল খেলা বার্সা দ্বিতীয় গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। এবার গোলদাতা ব্র্যাতওয়েট। ডানপ্রান্ত থেকে ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রস থেকে অসাধারণ এক হেডে গোলটি করেছেন তিনি

মার্টিন ব্র্যাথওয়েটকে নিয়ে বার্সেলোনার খেলোয়াড়দের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

বার্সেলোনার দ্বিতীয়ার্ধের শুরুটাও হয়েছে প্রথমার্ধের মতো। প্রথম মিনিটেই দুর্দান্ত এক আক্রমণ রচনা করে তারা। কিন্তু সেটি থেকে গোল পায়নি বার্সা। এরপর কিছুক্ষণ বার্সার রক্ষণকে ব্যস্ত রাখে সোসিয়েদাদ। তবে তৃতীয় গোলটি পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কোমানের দলকে।

বাঁ প্রান্ত থেকে আক্রমণে এবার নেতৃত্ব দেন মেম্ফিস। তাঁরই অসাধারণ এক পাস থেকে গোলে শট নিয়েছিলেন জর্দি আলবা। সেটি কোনো রকমে ঠেকিয়ে দেন সোসিয়েদাদের গোলকিপার আলেক্স রেমিরো। কিন্তু বল গিয়ে পড়ে ব্র্যাথওয়েটের পায়ে। গতিময় এক শটে সেটি জালে জড়ান তিনি।

গোল করার পাশাপাশি গোল করিয়েওছেন ব্র্যাথওয়েট
ছবি: রয়টার্স

এরপর আরও কয়েকটি সহজ সুযোগ পেয়ে গোল করতে পারেনি বার্সেলোনা। দু-একটি সজ সুযোগ নষ্ট করেছেন ব্র্যাথওয়েটও। তবে একটি ইতিহাস তিনি গড়ে ফেলেছেন জোড়া গোল করেই। ডেনমার্কের প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় জোড়া গোল করেছেন বার্সার ফরোয়ার্ড।

ব্র্যাথওয়েটের ইতিহাসের পর বার্সাকে চোখ রাঙায় সোসিয়েদাদ। খেলার ধারার বিপরীতে ৩ মিনিটের মধ্যে দুটি গোল ফেরত দিয়ে দেয় তারা। ৮২ মিনিটে লোবেতার গোলের পর ৮৫ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওইয়ারসাবাল। তবে সোসিয়েদাদের ড্রয়ের স্বপ্ন যোগ করা সময়ের প্রথম মিনিটে শেষ করে দেন সের্হি রবার্তো। তাঁর গোলটির উৎস ছিলেন জোড়া গোল করা ব্র্যাথওয়েট।