মেসির থাকার আশা ছেড়েছেন সভাপতি পদপ্রার্থী

মেসি আগামী মৌসুমে কোথায় খেলবেন?ছবি: এএফপি

বার্সেলোনা প্রতীক্ষার প্রহর গুনছে। জানুয়ারিতে অন্য সব বছরগুলোতে এ সময়টায় ক্লাব দলবদল নিয়ে ব্যস্ত থাকে। তবে বার্সেলোনা ব্যস্ত অন্য কিছু নিয়ে।

ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর থেকেই নেতৃত্বশূন্যতায় ভুগছে ক্লাবটি। বার্সেলোনার সভাপতি হওয়ার দৌড়ে এখন অনেকেই। একেক প্রার্থী একেক রকম প্রতিশ্রুতির ডালি সাজিয়ে বসে আছেন। সবারই আশা, মৌসুমের শুরুতে ক্লাব ছাড়তে চাওয়ার সিদ্ধান্ত বদলাবেন। আর মেসিকে ঘিরেই ভবিষ্যৎ সাজাবেন তাঁরা।

তাঁদের মধ্যেও দু-একজন একটু ভিন্ন কথাও শোনাচ্ছেন। এমিলি রুশো মেসির গুরুত্ব অস্বীকার না করলেও ক্লাবকে দেউলিয়া করে হলেও তিনি মেসিকে ধরে রাখতে রাজি নন। ওদিকে অগুস্তি বেনেদিতো যেন হতাশাকেই অস্ত্র মানছেন। কয়েক সপ্তাহ আগে বলেছিলেন, মেসিকে আটকানোর আশা করে লাভ নেই। পিএসজি যদি চায়, তবে বার্সার পক্ষে সম্ভব নয় তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। মেসিসংক্রান্ত হতাশার বার্তা দেওয়া থামেনি তাঁর। নতুন করে ইএসপিএনের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন ২০২১ জুনের পর মেসি বার্সেলোনায় থাকবে—এমন কথায় ভরসা পাচ্ছেন না তিনি।

সবাইকে অপেক্ষায় রেখেছেন মেসি।
ছবি: এএফপি

মেসির সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তিতে প্রতি মৌসুম শেষে নতুন করে চুক্তি নবায়ন হচ্ছে। আর মেসি যদি ক্লাবে থাকতে না চান, তখন চাইলে ক্লাবকে জানিয়ে চলে যেতে পারবেন। গত দলবদলে সেটাই করতে চেয়েছিলেন মেসি। কিন্তু বার্তোমেউ চলে যাওয়ার সময়টা জুনেই পার হয়ে গেছে, এ চুক্তি দেখিয়ে ক্লাব ছাড়তে দেননি অধিনায়ককে। এ নিয়ে জল কম ঘোলা করা হয়নি। মেসিও ক্লাবের প্রতি ভালোবাসাতেই আর আদালতের শরণাপন্ন হননি। তবু বার্সেলোনা সমর্থকদের মনে ভয় ছিল, এই জানুয়ারিতেই যেহেতু অন্য ক্লাবের সঙ্গে কথা বলতে পারবেন, মেসি হয়তো অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করে ফেলতেও পারেন।

আর্জেন্টাইন তারকা অবশ্য সে পথে হাঁটেননি। মৌসুমের মাঝপথে এভাবে সমর্থকদের ধাক্কা দেবেন না বলেই জানিয়েছেন। এ মৌসুম পুরোটা শেষ হলেই ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলে কদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। মেসির এমন কথায় সবাই আশা ফিরে পেলেও বেনেদিতো এখনো ভরসা পাচ্ছেন না, ‘মেসিকে ধরে রাখাটা ক্লাবের জন্য সেরা খবর হবে। কিন্তু আমি এতে খুব বেশি আশা পাচ্ছি না। গত সপ্তাহে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেটাতে যদি বলতেন ক্লাবেই থাকার ইচ্ছা তাঁর, তাহলেই আমি খুশি হতাম। কিন্তু এটা পরিষ্কার করে বলেননি। আমাদের এখন প্রতীক্ষায় থাকতে হবে এবং কী সিদ্ধান্ত নেন, সেটা দেখতে হবে।’

এ মৌসুমেও মেসির ওপর ভর করে চলছে বার্সেলোনা।
ছবি: এএফপি

বার্সা সভাপতি পদপ্রার্থী নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন। মৌসুমের শুরুতে মেসি যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, সেটা দ্রুত কাটিয়ে উঠেছেন বলে তাঁর বিশ্বাস হচ্ছে না। ইএসপিএনকে বেনেদিতো বলেছেন, ‘সত্যি বলতে আমি হতাশাবাদী। আপনাকে মনে রাখতে হবে, ২০ বছরের সম্পর্কের পরও গত আগস্টেই বলেছেন চলে যেতে চান। এবং এবারও বলেননি কী করতে চান। যা মনে হচ্ছে, তাতে বছরের মাঝপথে (জুনের শেষে) মেসি চলে যাবে—এটার সম্ভাবনাই বেশি।’

মেসি থাকবেন, এটা বিশ্বাস করতে না পারলেও, বেনেদিতোর আশা তাঁকে ভুল প্রমাণ করবেন মেসি। আর্থিক দুর্দশা কাটিয়ে ওঠা ও আবারও সম্ভাব্য সবকিছু জেতার মতো এক দল গড়ার জন্য ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়কে আরও অন্তত কিছুদিন দরকার বার্সার, ‘ক্লাবের এখন যে অবস্থা, তাতে তাঁর বার্সেলোনায় থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি জানেন, সামনের দুই বছর আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ জানেন। এখানে ২০ বছর ধরে আছেন, বার্সেলোনার সমর্থক এবং আমার ধারণা বর্তমান পরিস্থিতি নিয়ে একটু স্পর্শকাতর তিনি।’