মেসির নামে মাঠ আন্দিজের বুকে

এস্তাদিও লিও মেসি—পিএসজি তারকার নামে এই মাঠ বানিয়েছেন গার্দিওলাছবি: টুইটার

লিওনেল মেসির জন্য ভক্তদের ভালোবাসার শেষ নেই। ভক্তরা তাঁকে কতভাবেই না অর্ঘ্য দিয়ে থাকেন! তবে গার্দিওলা যা করেছেন, তা আলাদা করে নজর কাড়তে বাধ্য।

না, এই ভদ্রলোক ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা নয়, এমনকি স্প্যানিশ কোচের সঙ্গে ফ্রান্সিসকো হাভিয়ের গার্দিওলার কোনো সম্পর্কই নেই।

আর্জেন্টাইন তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করতে ফ্রান্সিসকো হাভিয়ের গার্দিওলা আস্ত এক মাঠ বানিয়ে ফেলেছেন, সেটিও আন্দিজ পর্বতমালার ওপর!

আর্জেন্টিনায় মেসির জন্মভূমি রোজারিও থেকে ১ হাজার কিলোমিটার দূরের শহর মেন্দোজা। সেখানে আন্দিজ পর্বতমালার মধ্যে ‘মেন্দোজা পর্বত’ এর মাঝে এক চিলতে সমতলভূমিতে মাঠটি বানিয়েছেন গার্দিওলা।

এ মাঠে কোনো ঘাস নেই, নেই ফ্লাডলাইট, মাঠের আয়তনও ফুটবল মাঠের নিয়ম অনুযায়ী নয়, এমনকি ফুটবল মাঠে যেভাবে দাগ দেওয়া থাকে তার ছিটেফোঁটাও নেই, গোলপোস্টের মাপও ঠিক নয়—তবু এ মাঠ মেসির নাম, যার নাম ‘এস্তাদিও লিও মেসি।’ আন্দিজ পর্বতমালার অবিশ্বাস্য সুন্দর দৃশ্য এ মাঠ থেকে নয়নভরে দেখা যায়।

মেসির নামে মাঠের নামফলক
ছবি: টুইটার

ফ্রান্সিসকো হাভিয়ের গার্দিওলার মেয়ে মাকা গার্দিওলা মাঠের ছবি টুইট করার পর তা ভাইরাল হয়। মাকা গার্দিওলা টুইটে লিখেছেন, ‘(মেন্দোজা, আর্জেন্টিনা) পর্বতমালার মধ্যে এই স্টেডিয়াম বানিয়েছেন আমার বাবা। নামকরণ করেছেন লিওনেল মেসির নামে। সবাই এটা দেখে যান, এটা আমার বাবার স্বপ্ন। আমার মতে, এটা (মেসিকে) বার্সেলোনার দেওয়া অর্ঘ্যের চেয়েও ভালো।’

মাকা তাঁর টুইটে তিনটি আইডি ট্যাগ করেন—দুজন স্ট্রিমার ইবাই লানোস ও কোসকু এবং লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা বার্সা ছাড়ার আগে তাঁর সঙ্গে বসে রাতের খাবার খেয়েছিলেন এ দুজন স্ট্রিমার। তবে মেসির আইডিটি ভেরিফাইড নয়।

মেসির বর্তমান ক্লাব পিএসজির স্প্যানিশ ভাষার টুইটার অ্যাকাউন্ট চালানোর দায়িত্বে থাকা টমাস দে মিচেলি মেসির নামে এই মাঠের ছবি টুইট করে লিখেছেন, ‘সবকিছু দেখে মন জুড়িয়ে যায়।’

৫৯ বছর বয়সী ফ্রান্সিসকো হাভিয়ের গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’। তিনি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি এমন কারও প্রতি ভালোবাসা প্রকাশ করতে চেয়েছি যিনি আমাদের অনেক আনন্দ দিয়েছেন, ইতিহাসের অংশ হয়েছেন। এটা আমার খুব সামান্য ভালোবাসা, গোপনে কাজটা করেছি। কিন্তু মেয়েরা খবরটি বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছে।’

আন্দিজ পর্বতমালার বুকে এই মাঠের প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়িয়ে দেয়
ছবি: টুইটার

পিএসজি তারকার নামে মাঠের নামকরণ প্রসঙ্গে গার্দিওলার ভাষ্য, ‘আমি এবং আমার ছেলের বন্ধুরা মিলে মাঠটি বানিয়েছি। এটি পর্বতের মাঝে অবস্থিত। নামকরণ নিয়ে কোনো সমস্যা হয়নি। মেসি ছাড়া আর কে! এই মহামারির মাঝে তিনি উদাহরণ তৈরি করেছেন।’ বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। ফরাসি ক্লাবটির হয়ে এখনো তাঁর অভিষেক ঘটেনি।