মেসির বন্ধুকে চাইছে আয়াক্স, রিয়ালের ‘শত্রু’কে চাইছেন মরিনহো

এঁদের মধ্যে সবাইকে আগামী মৌসুমে সঙ্গী হিসেবে মেসির পাওয়ার সম্ভাবনা খুব কম।ছবি: রয়টার্স

জোসেপ মারিয়া বার্তোমেউ ইঙ্গিত দিয়েই দিয়েছেন। বার্সেলোনায় বদলের ডাক দিয়েছেন। মূল স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কেই বিক্রি করে দিতে চান বার্সা সভাপতি। মেসির প্রিয় বন্ধু লুইস সুয়ারেজের জায়গা হয়েছে সেখানে। বার্সায় সুয়ারেজের যে অবস্থা, রিয়াল মাদ্রিদে তার চেয়েও বাজে অবস্থা গ্যারেথ বেলের। তাঁকে শুধু ক্লাব সভাপতি নন, কোচ-সমর্থক কেউই আর রিয়ালে দেখতে চান না। স্পেনের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের ইচ্ছা পূরণ হতে পারে খুব শিগগিরই।

ইদানীং সুয়ারেজের ‘খেলার সঙ্গে বয়সের ভারে ন্যুব্জ’ বাক্যটা বেশ যায়। আগের সে গতি নেই, গতিতে ডিফেন্ডারদের ছিটকে ফেলতে পারেন না। এমনকি ঈর্ষা জাগানো সেই ‘প্রথম স্পর্শে’র রেশও খুব একটা নেই। ৩৩-এ এসেই যেন বুড়ো হয়ে গেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তাঁকে ক্লাবে দেখতে চান না অনেক সমর্থকই। কিন্তু মেসির সঙ্গে সুয়ারেজের রসায়ন এতই ভালো যে, তাঁকে ছাড়ার সাহস এতদিন করেনি ক্লাব। কিন্তু বায়ার্ন দুঃস্বপ্নের পর বার্সেলোনা আর ভুল দীর্ঘায়িত করতে চাইছে না। এমন অবস্থায় সুয়ারেজের সাবেক ক্লাব আয়াক্সই এগিয়ে এসেছে।

ডাচ লিগের জন্য সুয়ারেজকে এখনো ভয়ংকর মনে হচ্ছে আয়াক্সের। স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিংগিতোর দাবি, ১৫ মিলিয়ন ইউরোতে তাঁকে কেনার প্রস্তাব দিয়েছে আয়াক্স। নতুন কোচ রোনাল্ড কোম্যানের কাছে আগামী মৌসুমের পরিকল্পনা জেনেই এ দলবদলের ব্যাপারে বার্সা সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। এখন পর্যন্ত গুঞ্জন, সুয়ারেজের বিকল্প হিসেবে ইন্টার মিলানের লওতারো মার্তিনেজেই নজর কোম্যানের। গত মৌসুমের শুরু থেকেই এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে টানার চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা।

বেল কি আরও এক মৌসুম বসে থাকতে চান রিয়ালে?
ছবি: রয়টার্স

সুয়ারেজ ক্লাব ছাড়তে বাধ্য হলে আর কেউ না হোক, মেসি যে মন খারাপ করবেন, সেটা নিশ্চিত। তবে গ্যারেথ বেল রিয়াল ছাড়লে এমন কিছু হবে, এমনটা তাঁর ‘বাচাল’ এজেন্ট জোনাথন বার্নেটও সম্ভবত দাবি করবেন না। গত মৌসুম ধরে ক্লাবের অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হয়নি বেলের। করোনাবিরতি শেষে ক্লাবের হয়ে নামা হয়নি তাঁর। বছরে প্রায় ২০ মিলিয়ন বেতন পাওয়া এমন এক ফুটবলারকে তাই ছেড়ে দিতে পারলেই বাঁচে রিয়াল। এমন অবস্থায় রিয়ালকে সাহায্য করতে এগিয়ে আসছেন রিয়ালের সাবেক ও টটেনহামের বর্তমান কোচ হোসে মরিনহো।

এল এসপানিওলের দাবি, বেলকে টটেনহামে নিতে চান হোসে মরিনহো। এই ক্লাবে খেলেই আলো কেড়েছিলেন বেল, এখানে তাঁকে ফিরতে দেখার ইচ্ছার কথা জানিয়েছেন সাবেক অনেক খেলোয়াড়ই। আর মরিনহো তো বেলকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন ইউনাইটেডের কোচ থাকার সময়েও। ইউরোপিয়ান সুপার কাপের ফাইনালেও সবার সামনে বেলকে বলেছিলেন, ‘এলে না তুমি!’ মরিনহোর হয়তো ধারণা, বেলকে পেলেই টটেনহামের শিরোপাখরা কাটানো সম্ভব।