‘মেসির রিয়ালে নাম লেখানো অসম্ভব’

লিওনেল মেসি আর বার্সেলোনায় থাকবেন না বলেই মনে করেন অনেকে।ছবি রয়টার্স

লিওনেল মেসি কি বার্সেলোনা ছাড়বেন? প্রশ্নটিতে ফুটবল বিশ্ব যেন দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন ছাড়বেন না। কেউ আবার বলছেন যথেষ্ট হয়েছে, জোসেফ মারিয়া বার্তোমেউয়ের প্রশাসনের অধীনে আর থাকবেন না আর্জেন্টিনার ফরোয়ার্ড! মেসি বার্সা ছাড়বেন বলে ভাবছেন সেই দলটি আবার তাঁর পরবর্তী ঠিকানা কোনটা হবে তা নিয়েও আলোচনা শুরু করে দিয়েছেন।

ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান—মেসিকে পাওয়ার দৌড়ে ইউরোপের অনেক বড় ক্লাবের নামই উঠে আসছে। রিয়াল মাদ্রিদও যদি এ দৌড়ে নামে সেখানে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে আর্জেন্টিনার অধিনায়কের? বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা লুইস ফিগো এর কোনো সুযোগ দেখছেন না।

২০ বছর আগে আমার ক্ষেত্রে যা হয়েছিল সেটা মেসির ক্ষেত্রে ঘটা অসম্ভব।
লুইস ফিগো

২০০০ সালে বার্সেলোনা ছেড়ে রিয়ালে নাম লিখিয়েছিলেন ফিগো। পর্তুগালের সাবেক তারকার এই কাজটা একদমই ভালো লাগেনি বার্সার সমর্থকদের। এল ক্লাসিকোর সময় এটা নিয়ে ফিগোকে তারা কম হেনস্তা করেনি। ফিগো-বিরোধী স্লোগান তো দিয়েছেই, বার্সা সমর্থকদের একটা অংশ ফিগোকে লক্ষ্য করে শুকরের মাথা পর্যন্ত ছুড়ে মেরেছিল। বার্সেলোনার হয়ে পাঁচ মৌসুমে ২৪৯টি ম্যাচ খেলেছেন ফিগো, করেছেন ৪৫টি গোল।

এমন একজন রিয়ালে নাম লেখানোতেই বার্সার সমর্থকেরা রেগে আগুন হয়েছেন! আর মেসিকে তো তারা ঘরের ছেলে হিসেবেই দেখে। ২০০১ সালে বার্সার যুব দলে নাম লিখিয়েছেন। সেই থেকে ন্যু ক্যাম্পেই আছেন। মেসি যেন কাতালান দলটির প্রতীকই হয়ে গেছেন। এমন একজন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালে নাম লেখালে কিছুতেই মেনে নিতে পারবে না বার্সেলোনার সমর্থকেরা। সেটা চিন্তা করেই হয়তো ফিগো বলেছেন মেসির রিয়ালে নাম লেখানো ‘অসম্ভব’!

বার্তোমেউয়ের বার্সা বোর্ডের ওপর সন্তুষ্ট নন লিওনেল মেসি।
ছবি রয়টার্স

সদ্য শেষ হওয়া মৌসুমটা লড়াই করতে করতেই কেটেছে বার্সেলোনার। লা লিগা শিরোপা হারিয়েছে রিয়ালের কাছে। এরপর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে বায়ার্নের কাছে ৮-২ গোলে উড়ে গিয়ে। ওই হারের পর হতাশায় ভেঙে পড়েছেন মেসি। এরপর আরও বেশি করে তাঁর বার্সা ছাড়া নিয়ে গুঞ্জন উঠেছে। বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। কিন্তু নতুন চুক্তি করা নিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের দিক থেকে কোনো উদ্যোগই নেই। এ কারণে গুঞ্জন আরও ডালপালা মেলছে।

ইন্টার মিলান তাঁকে খুব করে চাইলেও অনেকেরই ধারনা মেসির পরবর্তী ঠিকানা হবে ম্যানচেস্টার। ম্যানচেস্টার সিটির দায়িত্বে বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা আছেন বলেই এমন ধারনা অনেকের। তবে করোনাভাইরাস মহামারিতে ইউরোপের অর্থনীতি যেভাবে ধসে পড়েছে তাতে মেসির মতো কাউকে খুব বেশি ক্লাব হয়তো নিতে পারবে না। রিয়াল চাইলে কি পারবে? এমন প্রশ্নের উত্তরে সান্তিয়াগো বার্নাব্যুতে মেসির যাওয়ার সম্ভাবনা অন্য কারণে দেখেন না ফিগো, ‘২০ বছর আগে আমার ক্ষেত্রে যা হয়েছিল সেটা মেসির ক্ষেত্রে ঘটা অসম্ভব।’

অর্থনৈতিক কারণে এবার দলবদলের বাজারে খুব বেশি ট্রান্সফার হবে না বলেই মনে করেন ফিগো। এর আগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলা আরেক সাবেক তারকা ব্রাজিলের রোনালদোও একই কথা বলেছিলেন। কিংবদন্তি স্ট্রাইকার তো এক পর্যায়ে বলেই দিয়েছেন, মেসি বার্সেলোনাই ছাড়বেন না!