‘মেসির সুখে থাকা আমার হাতে নেই’

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চাওয়ার পর কত কিছুই না ঘটে গেল। তবে শেষ পর্যন্ত বার্সেলোনার জার্সিতেই আবার নতুন মৌসুম শুরু করেছেন মেসি। এরই মধ্যে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় দিয়ে নতুন মৌসুমের লা লিগা শুরু করেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পের সে ম্যাচে মেসির ক্লাব ছাড়ার ঘটনার কোনো রেশই ছিল না। এ ছাড়া বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্তের কাছে এক সাক্ষাৎকারে ক্লাবের প্রতি পূর্বের ন্যায় ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করে ঐক্যের ডাক দিয়েছেন মেসি। বার্সেলোনার পরিবেশে যেন শান্তির আবহ ফিরে আসা।

বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পর কোমান
ফাইল ছবি

মেসির এমন ঘোষণার পরেও ক্লাবের পরিবেশ পুরোপুরি শান্ত হবে না বলে মনে করেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। কোচ হিসেবে তাঁর ওপর চাপ বাড়ার সম্ভাবনাও দেখছেন। তবে মেসির ঘোষণায় যে একটু হলেও স্বস্তি পেয়েছেন, সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ৫৭ বছর বয়সী এই কোচ, ‘মেসি বলার পরেও আমি শান্ত পরিবেশ পাব কিনা, তা আমি জানি না। আমি এমনটা মনে করি না। সব সময় কিছু না কিছু ঘটেই। তবে অধিনায়কের একতার ডাক দেওয়াটা ইতিবাচক। আমি আশা করি সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে পরিবেশ শান্ত হবে। ’

মেসি কি বার্সেলোনায় সুখে আছেন, এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে কোমানকে , ‘আমি জানি না, ওই ব্যাপারটা যদি আমার হাতে থাকত। আমি মনে করি তার (মেসি) জন্য সেরা একটি দল তৈরি করতে হবে। যেন সে ( মেসি) নিজের সেরাটা দিতে পারে। এমন কৌশলে খেলা গুরুত্বপূর্ণ যে খেলোয়াড়েরা স্বচ্ছন্দবোধ করে। আমরা অনুশীলনে এই কৌশল নিয়ে কাজ করছি। সেখানেও সে জিততেই চায়। মেসিকে খুশি রাখার উপায় ম্যাচ জেতা। ’


বায়ার্ন মিউনিখের কাছে বড় হারে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর দল নতুন করে ঢেলে সাজানোর কথা বলে ছিলেন মেসি। বার্সার বর্তমান দলের যে অবস্থা, তাতে রক্ষণভাগ থেকে শুরু করে ফরোয়ার্ড পর্যন্ত নতুন খেলোয়াড় প্রয়োজন। কিন্তু ক্লাবের অর্থনৈতিক দুরবস্থার জন্য ইচ্ছা মতো খেলোয়াড় কেনা সম্ভব হচ্ছে না কোমানের, ‘ আমরা জানি ক্লাবের অর্থনৈতিক সমস্যা রয়েছে। সব ক্লাবেরই এখন একই অবস্থা। ’

তবে দুইটি পজিশনে বার্সেলোনাকে খেলোয়াড় কিনতেই হচ্ছে। ফরোয়ার্ড সমস্যা সমাধানে স্ট্রাইকার লাওতারো মার্তিনেজকে পাওয়ার আশা ছিল। কিন্তু আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে পাওয়া হচ্ছে না। প্রয়োজন একজন ভালো সেন্টারব্যাকের। ডিফেন্ডার হিসেবে আয়াক্সের সের্হেনিও দেস্তের বার্সেলোনায় নাম লেখানো প্রায় নিশ্চিত।

মেডিকেল পরীক্ষা করাতে বার্সেলোনাতেও চলে এসেছেন এই মার্কিন খেলোয়াড়। এখন ম্যানচেস্টার সিটির এরিক গার্সিয়ার দিকেও চোখ রেখেছে বাসার। নতুন খেলোয়াড়ের চাহিদা সম্পর্কে কোমান বলেন, ‘একটি বা দুইটি পজিশনে শক্তিশালী করতে হবে। এর মধ্যে নাম্বার নাইন একটি। এই পজিশনের জন্য আমরা খেলোয়াড় দেখছি। সেন্টার ব্যাক পজিশনের তালিকাও সংক্ষিপ্ত। দেস্তকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে চুক্তি সম্পাদন না হওয়ার আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ’