‘মোটা’ সুয়ারেজের ‘নাটক’ দেখে পিকের বিরক্তি

স্টেগেনের এই ছোঁয়ায় পড়ে গেছেন সুয়ারেজছবি : টুইটার

‘আমরা সতীর্থ ছিলাম। আজ আমরা শত্রু। কিন্তু বন্ধুত্ব চিরদিনের।’

ম্যাচের আগে ঠিক এই ক্যাপশন দিয়ে মেসি-সুয়ারেজের কোলাকুলি করা এক ছবি পোস্ট করেছিল বার্সেলোনা। ক্যাপশনটাকে যেন আক্ষরিক অর্থেই সত্যি প্রমাণ করার ইচ্ছা নিয়ে কাল মাঠে নেমেছিলেন সুয়ারেজ। মাঠের বাইরে মেসি-পিকেদের সঙ্গে তাঁর বন্ধুত্ব অটুট, তাতে সন্দেহ নেই। কিন্তু মাঠের মধ্যে? বিশেষ করে এমন এক ম্যাচে, যে ম্যাচের ফলের ওপর নির্ভর করবে লিগের ফলাফল? নৈবচ, নৈবচ!

ভূপাতিত সুয়ারেজ
ছবি : টুইটার

গত রাতে লিগের ম্যাচে আতলেতিকোর সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। ম্যাচটা কেউ জিতলে শিরোপার লড়াইয়ে এগিয়ে যেত ভালোভাবে। সে সুযোগ খুইয়েছে দুই দলই। তবে ম্যাচে কোনো গোল হয়নি বলে যে ম্যাচটা ম্যাড়মেড়ে হয়েছে, তা কিন্তু নয়, খেলার মানের দিক দিয়ে হোক বা খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার দিক দিয়ে, ম্যাচটা ঠিকই চমকপ্রদ হিসেবে দেখা দিয়েছে ফুটবলভক্তদের কাছে। বিশেষ করে আতলেতিকোর স্ট্রাইকার সুয়ারেজ তাঁর ‘সুয়ারেজসুলভ’ কেতায় ম্যাচে উত্তেজনার পারদ বাড়িয়েছেন।

ম্যাচের ৩৬ মিনিটে বার্সেলোনার বক্সের মধ্যে বিপজ্জনকভাবে ঢুকে যান দলটার বেলজিয়ান উইঙ্গার ইয়ানিক কারাসকো। তাঁর বাঁ পায়ের জোরালো শটটা কোনোভাবে ঠেকালেও করলেও বলটা ধরে রাখতে পারেননি বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। ফলে, বলটা চলে যায় সামনে ওত পেতে থাকা সুয়ারেজের কাছে। হেড করলেই গোল, অনেকটা এমন পরিস্থিতি। এ অবস্থায় স্টেগেন উঠে বলের দিকে ডান হাত দিয়ে একটা পাঞ্চ করেন। তাতে বল অন্য দিকে চলে গেলেও সুয়ারেজের মাথায় স্টেগেনের হাত লাগে। সুয়ারেজ যেন এটারই অপেক্ষা করছিলেন। পড়িমরি করে মাথা ধরে বক্সে এমনভাবে পড়ে গেলেন, যেন কত বড় একটা ফাউল করেছেন স্টেগেন, এর জন্য পেনাল্টি অবশ্যম্ভাবী!

গোটা ম্যাচে সুয়ারেজকে মার্ক করেছেন পিকে
ছবি : রয়টার্স

রেফারি মাতেও লাহোজ যদিও সুয়ারেজের অতিনাটকীয়তায় সাড়া দেননি; বরং তাঁর এ কাজ দেখে বেশ বিরক্ত হয়েছেন সাবেক দুই সতীর্থ স্টেগেন ও ওই সময়য় সুয়ারেজকে মার্ক করতে থাকা পিকে। সুয়ারেজের কীর্তি দেখে পিকে গিয়ে এসে বলেন, ‘দেখো মোটা মানুষ, এভাবে আমাকে রাগাবে না!’

শুধু পিকেই নয়, দুকথা শুনিয়ে দিয়েছেন টের স্টেগেনও, সুয়ারেজের সঙ্গে কয়েক সেকেন্ড বাগ্‌বিতণ্ডাও হয়েছে তাঁর।

সুয়ারেজ নিজে যখন বার্সেলোনায় খেলতেন, বার্সার প্রতিপক্ষের খেলোয়াড়েরা সুয়ারেজের এসব ব্যাপার নিয়ে বেশ রেগে যেতেন। ভাগ্যের ফেরে এখন রেগে যাচ্ছেন সেসব সতীর্থ, যাঁরা মাঠের বাইরে সুয়ারেজের আত্মার বন্ধু, এখনো।