ম্যানচেস্টার ইউনাইটেড অপরাজিত ২৮

ম্যাসন গ্রিনউডের গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেডছবি: রয়টার্স

আর্সেনাল এখনো রেকর্ড গড়ে। সেই রেকর্ড নিয়ে অবশ্য গর্ব করতে পারেন না দলটির সমর্থকেরা। আজকাল প্রায় প্রতি ম্যাচেই অগৌরবের সব রেকর্ডের সঙ্গে পরিচিত হওয়া আর্সেনাল আজ হারিয়ে ফেলল গৌরবের এক রেকর্ড। রেকর্ডটি ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার।

আজ উলভারহ্যাম্পটনকে উলভারহ্যাম্পটনের মাঠে ১-০ গোলে হারিয়ে রেকর্ডটি কেড়ে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে টানা ২৮ ম্যাচ জিতল উলে গুনার সুলশারের দল। ২০০৩ ও ২০০৪ সাল মিলিয়ে প্রতিপক্ষের মাঠে টানা ২৭ ম্যাচে অপরাজিত ছিল আর্সেন ওয়েঙ্গারের অজেয় হয়ে ওঠা আর্সেনাল।

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘরে ফেরানো নিশ্চিত করার পর খেলা প্রথম ম্যাচটি ইউনাইটেড জিতেছে ম্যাসন গ্রিনউডের গোলে। ম্যাচের ৮০ মিনিটে একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। এবারে লিগে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন গ্রিনউড।

গ্রিনউডের গোলের পর উলভারহ্যাম্পটনের খেলোয়াড়দের প্রতিবাদ
ছবি: রয়টার্স

ইউনাইটেডের কোচ হিসেবে আজকের ম্যাচটি ছিল সুলশারের ১০০তম। সেই ম্যাচে জয় পেয়ে রেকর্ড গড়লেও ইউনাইটেড খুব একটা ভালো খেলেনি। স্বাগতিক উলভারহ্যাম্পটন প্রথম ১৫ মিনিটেই এগিয়ে যেতে পারত ৩-০ গোলে। রাউল হিমিনেজকে গোল পেতে দেননি ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া। ত্রিনকাওয়ের শট বাঁচিয়েছেন অ্যারন ওয়ান-বিসাখা। আর জোয়াও মুতিনিওর ভলি অল্পের জন্য যায় বাইরে। পরে দারুণ সেভ করে রোমাইন সাইসকে গোল করতে দেননি দে হেয়া।

ইউনাইটেডের একমাত্র গোল নিয়েও প্রবল আপত্তি ছিল উলভারহ্যাম্পটনের। তাঁদের দাবি গোলের আগে রুবেন নেভেসকে ফাউল করেছেন পল পগবা। তবে রেফারি খেলা থামাননি। ওই আক্রমণ থেকে বল পেয়েই গোল করেছেন গিনউড।

ক্রিস্টিয়ানো রোনালদোর কাটআউট নিয়ে এসেছিল ইউনাইটেডের সমর্থকেরা
ছবি: রয়টার্স

তৃতীয় ম্যাচে ইউনাইটেডের এটি দ্বিতীয় জয়। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দলটি আপাতত আছে পয়েন্ট তালিকার তিনে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আজ ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারানো টটেনহাম। স্পারদের একমাত্র গোলটি সন হিয়ুং-মিনের।

আন্তর্জাতিক বিরতির পর আগামী ১১ সেপ্টেম্বর ঘরের মাঠে নিউক্যাসলকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে ইউনাইটেডের জার্সি নতুন করে গায়ে তোলার কথা ক্রিস্টিয়ানো রোনালদোর।