ম্যারাডোনার জন্য জামালদের হৃদয়ও কাঁদছে

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে এভাবেই শোক জানাচ্ছেন ভক্তরাছবি: এএফপি

বাংলাদেশ সময় কাল রাতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই মহানায়কের বিদায়ে শোকে কাতর পুরো বিশ্ব।

স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পেও শোক নেমে এসেছে ম্যারাডোনার মৃত্যুর খবরে। কাতারে অবস্থান করা জামাল ভূঁইয়াদের হৃদয়ও শোকাতুর।

ম্যারাডোনার কথা লিখতে গেলে সবার আগে আসবে ১৯৮৬ বিশ্বকাপ জয়। সেবার প্রায় একক কৃতিত্বে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি।

সেই থেকে ম্যারাডোনাকে মহানায়কের দৃষ্টিতে দেখেছে বিশ্ব। বাংলাদেশে তাঁর জনপ্রিয়তাও ঈর্ষনীয়। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্কের আলো–বাতাসে বেড়ে উঠলেও ম্যারাডোনার গল্পগুলো তাঁর অজানা নয়।

ফুটবলবিশ্বের কাছে এমন সম্মানই পেয়ে এসেছেন ম্যারাডোনা
ছবি: এএফপি

কাতার থেকে পাঠানো ভিডিওতে ম্যারাডোনাকে নিয়ে জামাল বলেছেন, ‘সবাই জানে তিনি ১৯৮৬ সালে বিশ্বকাপে জিতেছেন। ইতালিয়ান ক্লাব নাপোলিকে অনেক সাফল্য দিয়েছেন। বাংলাদেশে অনেক আর্জেন্টিনার সমর্থক আছেন। তাঁরা সবাই বলেন ম্যারাডোনা, ম্যারাডোনা। ম্যারাডোনা সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। ’

ম্যারাডোনার মৃত্যু যেকোনো ফুটবলারের জন্যই ধাক্কা খাওয়ার মতো খবর। জামাল বলেন, ‘ফুটবল বিশ্বের জন্য দুঃখের খবর। শুধু ফুটবল নয়, পুরো বিশ্বের জন্যই দুঃখের খবর যে মাত্র ৬০ বছর বয়সে মারা গিয়েছেন ম্যারাডোনা। তবে যাঁরা ফুটবল খেলেন, তাঁদের একটু বেশি খারাপ লাগছে। কারণ, একজন আইকনিক ও কিংবদন্তি ফুটবলার ছিলেন তিনি।’

কাল ম্যারাডোনার মৃত্যুর খবর বাংলাদেশের ফুটবলাররা পেয়েছেন প্রস্তুতি ম্যাচের পর। কাতার আর্মি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩–২ গোলে হেরেছে বাংলাদেশ।

এই হারের হতাশার মধ্যেই এসেছে ম্যারাডোনার চিরবিদায়ের খবর। স্বাভাবিকভাবে মুষড়ে পড়েছিলেন ফুটবলাররা। আর্জেন্টাইন সমর্থক হিসেবে তরুণ ডিফেন্ডার রিয়াদুল হাসানের কষ্ট আরও বেশি, ‘প্র্যাকটিস ম্যাচ হেরে এমনিতেই মনটা খারাপ ছিল। ম্যাচ শেষে বাসে উঠে শুনি ম্যারাডোনা মারা গিয়েছেন। আর্জেন্টিনার সমর্থক ও একজন ফুটবলার হিসেবে অনেক দুঃখ পেয়েছি। ওনাকে অনেক পছন্দ করতাম।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতারে রয়েছে জাতীয় ফুটবল দল
ছবি: সংগৃহীত

প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য আরও একটি ধাক্কা ছিল স্ট্রাইকার সুমন রেজার হাতে চোট পাওয়া। বাথরুমে পিছলে চোট পাওয়ায় হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল তাঁকে। দলীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর হাতে সেলাইও পড়েছে তিনটি।

কালকের ম্যাচও খেলা হয়নি তাঁর। কাতারের বিপক্ষে ম্যাচের আগে ২৮ নভেম্বর আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ফিরতি ম্যাচটি ৪ ডিসেম্বর।