যাঁর সঙ্গে মেসির ঝগড়া, তাঁর ছেলের নাম লিওনেল

বলিভিয়ার বিপক্ষে ম্যাচে দারুণ খেলেছেন মেসি।ছবি: রয়টার্স

কী যে হয়েছে বলিভিয়া-আর্জেন্টিনা ম্যাচের পর, তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। কিন্তু ২০২২ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে বাংলাদেশ সময় পরশু রাতে হয়ে যাওয়া ম্যাচটার পর যে বেশ কথা-কাটাকাটি হয়েছে, সেটি নিশ্চিত।

এই দেখা গেল আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি রেগেমেগে কাকে কী যেন বলছেন, পরক্ষণে দেখা গেল বলিভিয়ার অধিনায়ক মার্সেলো মার্তিনস তেড়ে আসছেন আর্জেন্টিনার কারও দিকে। আর্জেন্টিনা সেদিন ২-১ গোলে জিতেছে, ১৫ বছর পর যা সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার মিটারেরও বেশি উঁচু বলিভিয়ার মাটিতে আর্জেন্টিনার প্রথম জয়। সেটির পাশাপাশি ম্যাচ শেষের কথাকাটাকাটিও এসেছে আলোচনায়।

কালই জানা গিয়েছিল, মেসি রেগে গিয়ে বলিভিয়ার ফিজিওকে ‘টাকলু’ সম্বোধন করে কিছু কথা বলেছিলেন। সেই টেকো মাথার লোক, অর্থাৎ বলিভিয়ার ফিজিও লুকাস নাভা এখন জানালেন, মেসি আসলে তাঁর সবচেয়ে পছন্দের খেলোয়াড়। এতটাই যে, মেসির সঙ্গে মিলিয়ে নিজের ছেলেরও নাম ‘লিওনেল’ রেখেছেন বলে জানিয়েছেন নাভা।

বলিভিয়ার কোচ চেজার ফারিয়াসের সঙ্গে কিছু একটা নিয়ে কথা হচ্ছে মেসির।
ছবি: রয়টার্স

বলিভিয়ার লা পাজে পরশু ম্যাচ শেষে দুদলের খেলোয়াড়দের মধ্যে একটু লেগে যায়। এর মধ্যে লুকাস নাভাকে উদ্দেশ করে মেসি বলেন, ‘তোমার সমস্যা কি টাকলু? তিল থেকে তাল বানাচ্ছ কেন? আমার সঙ্গে এসে ঝামেলা করার তো কিছু নেই তোমার!’ কেন মেসি রেগেছেন সেটির আসল কারণ জানা যায়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, ম্যাচে সারাক্ষণ চিৎকার-চেঁচামেচি করেছেন বলিভিয়ার ফিজিও, সেটিও তাঁর রাগের একটা কারণ।

ঘটনার একদিন পর নাভা জানালেন, পুরো ব্যাপারটাই একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। উরুগুয়ের রাদিও কোলোনিয়ার সঙ্গে আলাপে মেসির প্রতি তাঁর অনিঃশেষ সম্মানের কথা জানিয়ে নাভা বললেন, ‘মেসিকে খেলতে দেখেই বড় হয়েছি আমি। সর্বকালের সেরা তিনি। তাঁকে এতটাই পছন্দ করি আমি যে, তাঁর নামের সঙ্গে মিলিয়ে আমি আমার ছেলের নামও লিওনেল রেখেছি!’

তাহলে পরশু ম্যাচে কী এমন হয়েছে? ঘটনাটা আসলে কী ঘটেছে, সে প্রশ্নে নিজেকে ‘শান্তি প্রতিষ্ঠাকারী’ই দাবি করলেন নাভা, ‘ম্যাচ শেষ হলো, দেখলাম দুই পক্ষের একটা কথাকাটাকাটি চলছে। আমি শুধু সবাইকে আলাদা করতে চেষ্টা করেছি, যাতে কেউ লাল কার্ড দেখার মতো কোনো ঘটনা না ঘটে।’

কিন্তু ভালো কিছু করতে গিয়ে নিজেই উল্টো ঝামেলার মধ্যে পড়ে গেলেন, তা-ও আবার পড়লেন নিজের সবচেয়ে পছন্দের ফুটবলারের রোষের মুখে...নাভার খারাপ লাগারই কথা। বলিভিয়া দলের ফিজিও অবশ্য এ জন্য মেসিকে নয়, ভুল বোঝাবুঝিকেই দায়ী করছেন, ‘ওই মুহূর্তে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে মাঠে এরকম কিছু হতেই পারে।’

মেসির সঙ্গে ঝামেলার কারণেই হয়তো, অনেক সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে নেতিবাচক খবর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাভাকে সইতে হয়েছে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের উগ্র ভক্তদের গঞ্জনা। ‘আমার সন্তানেরা ওদের (সংবাদমাধ্যম) আমার ব্যাপারে নেতিবাচক কিছু বলতে শুনেছে, এটা কষ্ট দিয়েছে আমাকে। মেসির সঙ্গে যা কিছু হয়েছে, সেটার জন্য অপমান সইতে হয়েছে, হুমকিও পেয়েছি’—বললেন নাভা।

ম্যাচ শেষের ওই অধ্যায়টা অবশ্য খুব বেশি একটা আলোচনায় থাকেওনি। এটিকে পেছনে ফেলে নাভাও হয়তো মনোযোগ দেবেন নিজের কাজে। তাঁর দলের সামনে পথটা যে কঠিন! ২০২২ বিশ্বকাপ সামনে রেখে লাতিন বাছাইপর্বে দুই ম্যাচের দুটিই হেরেছে বলিভিয়া। অবশ্য প্রথম দুই ম্যাচই দলটাকে খেলতে হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে। ব্রাজিলের মাটিতে প্রথম ম্যাচটা ৫-০ গোলে হারের পর নিজেদের মাটিতে আর্জেন্টিনার বিপক্ষেও হেরে পয়েন্টের ঘরটা শূন্যই রয়ে গেছে বলিভিয়ার। আগামী মাসে বাছাইপর্বে তাদের পরের দুই ম্যাচ ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে।

মেসির আর্জেন্টিনা অবশ্য ঠিক উল্টো দিকে। ২ ম্যাচেই জিতেছে—ব্রাজিল ছাড়া লাতিন বাছাইপর্বে প্রথম দুই ম্যাচেই জেতা একমাত্র দল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে নিজেদের মাঠে ইকুয়েডরকে ১-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জিতেছে বলিভিয়ায়। ৬ পয়েন্ট নিয়ে দশ দলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় দ্বিতীয় আর্জেন্টিনা, গোলব্যবধানে মেসিদের চেয়ে এগিয়ে নেইমারের ব্রাজিল। আগামী মাসে আর্জেন্টিনার দুই ম্যাচ প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে।