যে নারীর পরিচালনায় খেলবেন রোনালদোরা

লিভারপুল-চেলসির মধ্যকার সুপার কাপের ফাইনালেও রেফারি ছিলেন ফ্রাপা।
ছবি: টুইটার

স্তেফানি ফ্রাপার ক্যারিয়ারে গৌরবময় মুহূর্তের অভাব নেই।

এর আগে প্রথম নারী হিসেবে ছেলেদের কোনো ইউরোপিয়ান ম্যাচ পরিচালনা করার কৃতিত্ব গড়েছিলেন। সেবার ২০১৯ উয়েফা সুপার কাপের ফাইনালে লিভারপুল-চেলসির খেলোয়াড়েরা ম্যাচ খেলেছিল তাঁর পরিচালনায়।

এবার ফ্রাপার অর্জনের খাতায় আরেকটা পৃষ্ঠা যুক্ত হলো। মোটামুটি পুরুষদের সব প্রতিযোগিতায় প্রথম নারী হিসেবে রেফারিং করার কৃতিত্ব গড়তে গড়তে এ ক্ষেত্রে ‘নীল আর্মস্ট্রং’ বনে যাওয়া ফ্রাপা চ্যাম্পিয়নস লিগেওবা কেন পিছিয়ে থাকবেন? প্রথম নারী রেফারি হিসেবে পুরুষদের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ পরিচালনা করবেন তিনি।

প্রথম নারী রেফারি হিসেবে ফরাসি লিগের কোনো ম্যাচ পরিচালনা করার কৃতিত্ব ফ্রাপার। গত বছরের এপ্রিলে আমিয়েঁ বনাম স্ত্রাসবুর্গ ম্যাচটা পরিচালনা করেছিলেন। ইউরোপা লিগে তাঁর অভিষেক লেস্টার সিটি বনাম জোরিয়া লুহানস্ক ম্যাচের মধ্য দিয়ে। তাঁর আগে অন্য কোনো নারী রেফারি ইউরোপার ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি।

২০১৯ নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচটাও পরিচালনা করেছিলেন এই ৩৬ বছর বয়সী।
আগামীকাল জুভেন্টাস বনাম দিনামো কিয়েভ ম্যাচটায় রেফারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্তেফানি ফ্রাপাকে। রোনালদো-দিবালারা খেলবেন তাঁর পরিচালনায়। এর আগে কোনো নারীকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়নি।

নারী রেফারি হিসেবে ফ্রাপার কীর্তির অভাব নেই।
ছবি: টুইটার

ফ্রাপার কারণে রেকর্ড বইয়ে উঠে যাওয়া এই ম্যাচটা থেকে অবশ্য রোনালদোদের তেমন কিছু চাওয়া-পাওয়ার নেই। এই গ্রুপ থেকে পরের রাউন্ডে কে উঠবে না উঠবে, নিশ্চিত হয়ে গিয়েছে। শীর্ষে থেকে পরের রাউন্ডে যাচ্ছে বার্সেলোনা। তাদের পিছে পিছে যাচ্ছে জুভেন্টাস।

গ্রুপের বাকি দুই দল দিনামো কিয়েভ আর ফেরেনৎভারোসের লড়াইটা মূলত ইউরোপা লিগে সুযোগ পাওয়া নিয়ে। আগামীকাল কোনোভাবে জুভেন্টাসকে হারিয়ে যদি দিনামো ৩ পয়েন্ট পেয়ে যায়, তাহলে সে লড়াইয়ে হাঙ্গেরির ক্লাবটার চেয়ে এগিয়ে যাবে ইউক্রেনের ক্লাব।