যেখানেই যান সুয়ারেজকে নিয়েই যাবেন মেসি

সুয়ারেজের সাবেক আইনজীবীর বিশ্বাস মেসি যেখানেই যান তাঁর সঙ্গে নিয়ে যাবেন সুয়ারেজকে।ছবি: রয়টার্স

লিওনেল মেসি বার্সেলোনা থেকে ‘মুক্তি’ চান। আর্জেন্টাইন ফরোয়ার্ড এই ঘোষণা দেওয়ার আগেই কাতালান ক্লাবটির নতুন কোচ রোনাল্ড কোম্যান একটি ঘোষণা দিয়েছেন—লুইস সুয়ারেজ তাঁর পরিকল্পনায় নেই! মেসি-সুয়ারেজ দু্ই বন্ধু তাহলে এক সঙ্গেই ন্যু ক্যাম্প ছাড়তে যাচ্ছেন। কিন্তু কার নতুন ঠিকানা কী হবে? মেসির ভবিষ্যৎ অনেকেই দেখছেন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে। সুয়ারেজের ঠিকানা নিয়ে তেমন কিছু কেউ অবশ্য বলছেন না। তবে উরুগুইয়ান স্ট্রাইকারের সাবেক আইনজীবীর ধারণা সুয়ারেজের ভবিষ্যৎ মেসির সঙ্গে একই সুতোয় গাঁথা। মেসি যেখানেই যান সুয়ারেজকে নিয়ে যাবেন বলে বিশ্বাস তাঁর!

মেসি তো সেই যুব দল থেকেই বার্সেলোনায়। ক্লাবটির সঙ্গে তাঁর বন্ধন প্রায় দুই দশকের। আর সুয়ারেজ ন্যু ক্যাম্পে এসেছেন ২০১৪ সালে। লিভারপুল ছেড়ে বার্সায় যাওয়ার পর থেকেই তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে মেসির সঙ্গে। দিনে দিনে সেই বন্ধুত্ব আরও গভীর হয়েছে। গতকাল রাতেও দুজনকে এক সঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে। দলবদলে কী হতে পারে তা নিয়েও দুজন আলোচনা করেই এগোচ্ছেন, এমনটাই বলেছেন সুয়ারেজের সাবেক আইনজীবী আলেহান্দ্রো বালবি।

বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান জানিয়ে দিয়েছেন তাঁর পরিকল্পনায় নেই লুইস সুয়ারেজ।
ছবি: রয়টার্স

টিওয়াইসি স্পোর্টসকে বালবি গতকাল বলেছেন, ‘সুয়ারেজের ভবিষ্যৎ নির্ধারণে মেসির ভবিষ্যতের একটা প্রভাব থাকবে। কারণ তাঁরা দুজন দুজনের সেরা বন্ধু। মাঠের মতো মাঠের বাইরেও তাঁরা এক সঙ্গে থাকেন। মেসি ও সুয়ারেজের সম্পর্কটা অনেকটা ভাইয়ের সঙ্গে ভাইয়ের ভালোবাসার বন্ধনের মতো।’ মেসির যেমন সিটিতে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, সুয়ারেজের বেলায় শোনা যাচ্ছে পিএসজি। সুয়ারেজের সঙ্গে এরই মধ্যে আলাপ করেছে তাঁর সাবেক ক্লাব আয়াক্সও। যদিও সুয়ারেজের ডাচ লিগে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম।বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৩ ম্যাচ খেলে ১৯৮ গোল করেছেন সুয়ারেজ। চারটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগসহ বার্সার হয়ে ছয় মৌসুমে ১৩টি শিরোপা জিতেছেন উরুগুইয়ান স্ট্রাইকার।

এখন আগের সেই ধার নেই তাঁর। ৩৩ বছর বয়সী সুয়ারেজ এখন তাঁর ক্যারিয়ারের গোধূলি-লগ্নেই আছেন বলা চলে। তবে তাঁকে নিয়ে ক্লাবগুলোর আগ্রহ খুব একটা কমেনি বলেই মনে করেন বালবি, ‘বিভিন্ন দল থেকে এখনো প্রচুর প্রস্তাব আসছে। কারণ সে বিশ্ব ফুটবলে সত্যিকারের এক গোলদাতা।’ সুয়ারেজ অবশ্য তাঁর হয়ে মানুষের এই কথা বলাটা পছন্দ করছেন না। বালবির কথা শুনেই হয়তো উরুগুয়ের স্ট্রাইকার বলেছেন, ‘আমাকে নিয়ে আর আমার পক্ষ নিয়ে মানুষ কথা বলছে। কিন্তু এদের অনেকের সঙ্গে আমার অনেক বছর ধরে কোনো সম্পর্কই নেই।’ উপযাচক হয়ে তাঁকে এমন কথা বলার দরকার নেই বলেই জানিয়ে দিয়েছেন সুয়ারেজ, ‘আমার যখন প্রয়োজন হবে তখন আমি নিজেই কথা বলব।’