রাউলের পর রোনালদোকেও কি ধরতে পারবেন বেনজেমা

লেভান্তের জালে গোলের পর বেনজেমাছবি: রয়টার্স

দলবদল নিয়ে ২০০৯ সাল রিয়াল মাদ্রিদ সমর্থকেরা বহুদিন মনে রাখবেন। সে বছর জুনে রিয়ালে এলেন কাকা ও ক্রিস্টিয়ানো রোনালদো। পরের মাসে তাঁদের সঙ্গী হলেন করিম বেনজেমা। ১৩ বছর পর দেখা যাচ্ছে, তিনজনের মধ্যে রিয়ালে টিকে আছেন শুধু একজন।

কাকা মাঝমাঠে নিজের কাজটি করে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছেন তাও নয় বছর হয়ে গেল। চার বছর হলো চলে গেছেন রোনালদো। কিন্তু বেনজেমা, এখনো আছেন। রোনালদো যাওয়ার পর রিয়ালের গোল করার মূল ভরসা হয়ে খেলে যাচ্ছেন ফরাসি তারকা। এই তো কাল রাতেও লেভান্তের জালে গোল করলেন। তাতে ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনেও।

এ জায়গায় তাঁর সঙ্গী রাউল গঞ্জালেস। মজাটা হচ্ছে, রোনালদো রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক ‘অ্যাসিস্ট’ তাঁর। আর বেনজেমা রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কিন্তু অ্যাসিস্টে সর্বোচ্চ।

লেভান্তের বিপক্ষে কাল ৬-০ গোলে জিতেছে রিয়াল। ১৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে ভিনিসিয়ুসের ক্রসে গোল করে রাউলকে ধরে ফেলেন বেনজেমা। রিয়ালের ইতিহাসে শীর্ষ তিন গোলদাতার তালিকাটা দাঁড়াল এমন—রোনালদো (৪৫০), বেনজেমা (৩২৩) ও রাউল (৩২৩)। বেনজেমাকে রাউলের আগে রাখারও সংগত কারণ আছে।

রিয়ালের ‘ঘরের ছেলে’কে তিনি টপকে যাবেন, সে কথা বলাই বাহুল্য। কে জানে, নাগালে পেয়ে যেতে পারেন রোনালদোকেও! বেনজেমার ৩৪ বছর বয়স সে ক্ষেত্রে বড় বাধা হতে পারে।

হেডে গোল করছেন বেনজেমা
ছবি: রয়টার্স

রোনালদো রিয়ালে থাকতে বেনজেমার ভূমিকাটা নিখাদ স্ট্রাইকারের ছিল না। দ্বিতীয় স্ট্রাইকার কিংবা ছায়া স্ট্রাইকার হিসেবে খেলতে হয়েছে। গোল বানিয়ে দিতে হয়েছে পর্তুগিজ তারকাকে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাই বুঝিয়ে দিলেন, রোনালদো রিয়াল ছাড়ায় আদতে লাভই হয়েছে বেনজেমার। পরিপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পেরেছেন। দলের দায়িত্ব নিয়ে বিকশিত করতে পেরেছেন নিজের নেতৃত্বগুণ। নইলে সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৪৩ ম্যাচে ৪৩ গোলের দুর্দান্ত পরিসংখ্যানটা বেনজেমার নামের পাশে দেখা যেত না।

চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ সময়ে টানা দুই হ্যাটট্রিকে রিয়ালকে টেনেও তুলতে পারতেন না বেনজেমা, যদি নিজের কাঁধে সব দায়িত্ব তুলে নেওয়ার তাগিদটা অনুভব না করতেন!

সম্প্রচারমাধ্যম সাইরিয়াসএক্সএম-কে কালকের ম্যাচের আগে বলেছেন আনচেলত্তি, ‘বেনজেমাকে শুধু সেন্টার ফরোয়ার্ড বলতে আমার অসুবিধা হয়। রোনালদো যাওয়ার পরই করিম একজন নেতা হয়ে উঠেছে।’

১৯৯৪ থেকে ২০১০ পর্যন্ত রিয়ালে ৭৪১ ম্যাচ খেলে ৩২৩ গোল করেছিলেন রাউল। বেনজেমা (৬০৩ ম্যাচ) ১৩৮ ম্যাচ কম খেলেই তাঁকে ধরে ফেললেন।

রোনালদো রিয়ালে থাকতে ৪১২ ম্যাচে ১৯২ গোল ছিল বেনজেমার। রোনালদো রিয়াল ছাড়ার পর এ পর্যন্ত ১৯১ ম্যাচে বেনজেমার গোলসংখ্যা ১৩১। রিয়াল সমর্থকদের নিশ্চয়ই রোনালদো-পরবর্তী বেনজেমাকেই বেশি পছন্দ!