রাতভর নাটকীয়তা, সুপার লিগ ছাড়ল ছয় ইংলিশ ক্লাব

ইউরোপীয় সুপার লিগছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সভাপতি ও নবগঠিত 'বিদ্রোহী' ইউরোপিয়ান সুপার লিগের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ গতকালই স্প্যানিশ গণমাধ্যম এল চিরিঙ্গিতোকে দেওয়া সাক্ষাৎকারে একের পর এক বোমা ফাটিয়েছিলেন। জানিয়েছিলেন সুপার লিগের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা। একই কাজ করতে গত রাতে 'এল লারগুয়েরো' চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল তাঁর।

কিন্তু সাক্ষাৎকার দেবেন কী, তাঁর আগেই সুপার লিগের ভবিষ্যৎ পড়ে গেল বড়সড় প্রশ্নের মুখে। প্রথমেই জানা গিয়েছিল, চেলসি ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো সমর্থকদের চাপে হার মেনে সুপার লিগ থেকে সরে আসতে পারে। ফলে সাক্ষাৎকার বাদ দিয়ে সুপার লিগের কর্তাব্যাক্তিদের সঙ্গে জরুরি সভায় বসেছিল পেরেজ। কিছুতেই কিছু লাভ হয়নি। আবির্ভাবের ৪৮ ঘন্টার মধ্যেই হারিয়ে যাওয়ার শঙ্কায় আছে টুর্নামেন্টটি। ইংল্যান্ডের ছয় ক্লাবই এই লিগ থেকে সরে এসেছে।

আলাদা আলাদাভাবে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও টটেনহাম হটস্পারের প্রত্যেকে ঘোষণা দিয়েছে - এই লিগে আর থাকতে চায় না তারা। ফলে সুপার লিগে বাকি থাকল আর মাত্র ছয়টি ক্লাব। স্পেনের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ, ওদিকে ইতালির জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। তবে ধীরে ধীরে তারাও সুপার লিগ থেকে সরে আসবে বলে নির্ভরযোগ্য সূত্রের খবর।

উয়েফা আয়োজিত ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে সরে এসে নিজেদের মধ্যে আলাদাভাবে আরেকটা টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারটা কোনো দলের সমর্থকেরাই ভালোভাবে নেয়নি। সুপার লিগের ঘোষণা আসার পরেই 'বিদ্রোহী' ১২ ক্লাবের মধ্যে সবার আগে মাঠে নেমেছিল লিভারপুল।

সে ম্যাচের আগে দলটার সমর্থকেরা করোনাভাইরাসের ভীতির তোয়াক্কা না করে অ্যানফিল্ডের সামনে বিক্ষোভ শুরু করেছিল। তাঁদের দেখেদেখি অন্যান্য ক্লাবের সমর্থকেরাও বিক্ষোভের পথ বেছে নেয়। কথা ছিল একটাই, যে সমর্থকদের জন্য ফুটবল খেলাটা আজ এত জনপ্রিয়, বাড়তি টাকার জন্য খেলাটাকে সে সমর্থকদের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না।

বাংলাদেশ সময় গত রাতে বিক্ষোভের মাত্রা বেড়ে যায় আরও বহুগুণ। চেলসি, আর্সেনাল, টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সমর্থকেরাও তুমুল প্রতিবাদ করা শুরু করে নিজ নিজ মাঠের বাইরে এসে। অবস্থা বেগতিক দেখে সুপার লিগে নাম, লেখানো ছয় ইংলিশ ক্লাবের প্রত্যেকটির কর্তাব্যক্তিরা জরুরি সভায় বসেন।

ওদিকে লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন নিজেই উদ্যোগী হয়ে প্রিমিয়ার লিগের দলগুলোর অধিনায়কদের সঙ্গে সভায় বসেছিলেন। উদ্দেশ্য ছিল, ক্লাবকর্তাদের এমন হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু একটা করার চেষ্টা করা।

সেই সভা শেষে লিভারপুলের খেলোয়াড়দের পক্ষ থেকে হেন্ডারসন বিবৃতি দিয়েছিলেন, 'আমরা এই সিদ্ধান্ত পছন্দ করছি না, এবং এমন কোনো কাজ আমরা হতে দিতে পারি না। এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। এই ক্লাব ও ক্লাবের সমর্থকদের প্রতি আমাদের পুরোপুরি ও শর্তহীন দায়বদ্ধতা রয়েছে।'

শেষমেশ সবার আগে বিবৃতি দিয়ে লিগ ছাড়ার সিদ্ধান্ত নেয় ম্যানচেস্টার সিটি। আস্তে আস্তে লিগ থেকে নাম কাটিয়ে নেয় লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও টটেনহাম।

ফলাফল, ইউরোপিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। বাকি ছয় ক্লাব এখনও সরে না আসলেও, খুব শিগগিরই সরে আসবে, এমনটাই শোনা গেছে।