রামোসকে খোঁচাতে গিয়ে উল্টো খোঁচা খেলেন রোনালদিনিও

রোনালদিনিও ও রামোস, যখন হতেন মুখোমুখি।ছবি: টুইটার

বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে সের্হিও রামোসের। কাগজে-কলমে এই মাসের ৩০ তারিখ পর্যন্ত চুক্তি আছে বটে, কিন্তু রিয়ালের সঙ্গে রামোসের চুক্তিটা যে নবায়ন হচ্ছে না তা নিশ্চিত হয়ে গিয়েছিল। দুই পক্ষের সম্পর্কে অবনমনও বোঝা গেছে স্পষ্ট।

মাদ্রিদের কূলীন ক্লাবটিতে রামোসের ১৬ বছরের বর্ণাঢ্য সময়ের শেষটা খারাপ হওয়ায় অনেক কিংবদন্তি খেলোয়াড়ই রামোসকে সমবেদনা জানিয়েছেন। কিন্তু বার্সেলোনার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও হেঁটেছিলেন অন্য পথে।

রামোসের সঙ্গে খেলার একটি ছবি টুইট করে তাঁকে খোঁচা দিয়েছিলেন রোনালদিনিও। রামোসও অবশ্য বসে থাকেননি। রোনালদিনিওকে মেরেছেন পাটকেল।

আগে লা লিগায় এল ক্লাসিকোতে মুখোমুখি হতেন রোনালদিনিও ও রামোস। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনায় আলো ছড়িয়েছেন রোনালদিনিও। রামোস রিয়ালে যোগ দিয়েছিলেন ২০০৫ সালে। অর্থাৎ প্রায় এক যুগ আগে তিন মৌসুম দেখা গিয়েছিল রোনালদিনিও-রামোস লড়াই।

সেই স্মৃতিই টেনে এনে রামোসকে রিয়াল থেকে বিদায়ের বেলায় খোঁচা মারলেন রোনালদিনিও। রামোসের বিপক্ষে খেলার একটি ছবি টুইট করে ব্রাজিলিয়ান কিংবদন্তি লিখেছেন, ‘রামোস, এই রাতটার কথা মনে পড়ে?’

বিদায় ঘোষণার বেলায় রিয়াল সভাপতি পেরেজের সঙ্গে রামোস।
ছবি: টুইটার

রোনালদোর টুইট দেখে প্রথমে মনে করা হয়েছিল ছবিটি ২০০৫-০৬ মৌসুমের। যে ম্যাচে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। জোড়া গোল করেছিলেন রোনালদিনিও। ম্যাচে রোনালদোর জাদুতে এতটাই মোহিত ছিল বার্নাব্যুর গ্যালারি যে, ম্যাচ শেষে সেদিন রোনালদিনিওকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন রিয়ালের সমর্থকেরাই!

কিন্তু পরে বোঝা যায়, রোনালদিনিও যে ছবিটি টুইট করেছেন, সেটি আসলে ২০০৬-০৭ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচের।

বার্সার দিনগুলোতে মেসির সঙ্গে রোনালদিনিও।
ছবি : রয়টার্স

ওই ম্যাচে রিয়ালের কাছে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। সে মৌসুমে নিজেদের ৩০তম লিগ শিরোপাও জিতেছিল রিয়াল।

রোনালদিনিওকে জবাব দিতেও তাই সুবিধা হয় রামোসের। রোনালদিনিওয়ের টুইটের মন্তব্যে রিয়ালের শিরোপা উদ্‌যাপনের ছবি দেন রামোস। সঙ্গে লিখে দিয়েছেন, ‘আমার মনে আছে, কিন্তু কয়েক মাস পর এই ছবিটি আরও ভালো ছিল।’