রামোসদের বিদায় বলে দিয়েছেন জিদান

রিয়ালের খেলোয়াড়দের নাকি জিনেদিন জিদান জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষেই বিদায় নেবেন তিনি।ছবি: রয়টার্স

সান্তিয়াগো বার্নাব্যুতে জিনেদিন জিদানের ভবিষ্যৎ নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। চলতি মৌসুমে যে আশানুরূপ ফল পায়নি রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ থেকে আগেই ছিটকে পড়েছে। এরপর চেলসির কাছে হেরে রিয়াল বিদায় নিয়েছে চ্যাম্পিয়নসের সেমিফাইনাল থেকে। সব মিলিয়ে ক্লাবের ফরাসি কোচ পরের মৌসুমে ডাগআউটে আর থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে আগেই।

ভবিষ্যৎ নিয়ে যতবারই তাঁর দিকে প্রশ্ন ছুটে গেছে, স্বল্পভাষী জিদান মৃদু কণ্ঠে বলেছেন—চলে যাওয়াটা খুব সহজ। লড়াই করে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারলেই খুশি হবেন তিনি। কিন্তু লড়াই করতে করতে হয়তো হাঁপিয়ে গেছেন জিদান। স্পেনের সংবাদমাধ্যমের খবর দেখলে অন্তত সেটাই মনে হয়। স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এরই মধ্যে জিদান তাঁর শিষ্যদের বিদায় বলে দিয়েছেন।

রিয়ালের ডাগআউটে এ মৌসুমে অনেক ম্যাচেই হতাশায় কেটেছে জিনেদিন জিদানের।
ছবি: রয়টার্স

জিদানের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। কিন্তু স্পেনের ওন্দা সেরো রেডিও আর গোল অনলাইনের খবর, সের্হিও রামোস, থিবো কোর্তোয়া, করিম বেনজমাদের জিদান জানিয়ে দিয়েছেন মৌসুম শেষ হলেই বিদায় বলে চলে যাবেন তিনি। গোল অনলাইন লিখেছে, গত রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন কোচ তাঁর খেলোয়াড়দের বিদায় নেওয়ার বিষয়টি জানিয়েছেন।

ওন্দা সেরো রেডিওর প্রতিবেদক ফার্নান্দো বার্গোস তো বার্নাব্যুতে জিদানের সম্ভাব্য উত্তরসূরির একটি সংক্ষিপ্ত তালিকাও দিয়েছেন। সেখানে নাম আছে জুভেন্টাসের সাবেক কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি, রিয়ালের সাবেক অধিনায়ক রাউল গঞ্জালেস আর এই গ্রীষ্মেই জার্মানির দায়িত্ব ছাড়তে যাওয়া ইওয়াখিম লুভের। আলেগ্রি এই মুহূর্তে কোথাও নেই। আর রাউল আছেন রিয়ালের যুবদল রিয়াল কাস্তিয়াতে।

জিদানের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। কিন্তু এ মৌসুম শেষে তিনি আর থাকবেন না বলেই মনে করেন অনেকে।
ছবি: রয়টার্স

জিদান প্রথম রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন ২০১৬ সালে। সেবার তিন মৌসুমে দলকে জিতিয়েছেন টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ। একটি লা লিগা, দুটি ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন ছোট-বড় ১১টি শিরোপা। এরপর হঠাৎ করেই রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়ান জিদান। একপ্রকার বিশ্রামেই ছিলেন তিনি। কিন্তু নিজের সাবেক দলের প্রয়োজনে জিদান আবার সের্হিও রামোসদের দায়িত্ব নেন ২০১৯ সালে।

কিন্তু এবার যেন জাদুর কাঠিটা হারিয়ে ফেলেছেন জিদান। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ফরাসি এই কোচের অর্জন বলতে একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়। আর এ মৌসুমটা হয়তো কোনো শিরোপা না জিতেই শেষ করতে হবে আজ জিদানের দল লা লিগায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মুখোমুখি হবে অ্যাটলেটিক বিলবাওয়ের। ম্যাচটি জিততে না পারলেই শিরোপা লড়াই থেকে একপ্রকার ছিটকে পড়বে তারা।

রিয়ালের ডাগআউটে হতাশ জিনেদিন জিদান।
ছবি: রয়টার্স

রিয়াল যদি বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি হারে বা ড্র করে আর আতলেতিকো মাদ্রিদ আজ ওসাসুনার বিপক্ষে জিতে যায়, তাহলে শিরোপা লড়াইয়ে আর থাকবে না রিয়াল। এমন একটি মৌসুম কাটানোর পর জিদানের আর বার্নাব্যুতে মন না টেকারই কথা। রিয়াল ছেড়ে যাওয়ার ইঙ্গিত গত শনিবারই দিয়েছিলেন জিদান, ‘কখনো কখনো এমন সময় আসে, যখন পরিবর্তন করতে হয়। আমি কোচের পদ থেকে সরে যেতে চাই না। এটা তো খুবই সহজ একটা ব্যাপার।’

জিদান এরপর যোগ করেছেন, ‘এর মানে এই নয় যে আমি পেছন ফিরে দেখি না। কখনো কখনো এমন মুহূর্ত আসে, যখন আপনাকে সেখানে থাকতে হয়। আবার কখনো কখনো এমন মুহূর্ত আসে যে এটাই যথেষ্ট মনে হয়। মনে হবে সব শেষ, এখন সময় পরিবর্তনের।’