রাশিয়া কি পারবে গ্রুপ পর্ব পার হতে?

ডেনমার্কের সমর্থকেরা রাশিয়ার উদ্দেশে হুমকি ছুড়ে দিয়েছেন ম্যাচের আগে।ছবি: এএফপি

ইউরোতে আজ জমজমাট কিছু ম্যাচ অপেক্ষা করছে সবার জন্য। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ সময় রাত ১টায় একই সময়ে শুরু হবে দুটি ম্যাচ।

একদিকে মুখোমুখি হবে বেলজিয়াম ও ফিনল্যান্ড। ওদিকে মুখোমুখি হবে ডেনমার্ক ও রাশিয়া।

‘বি’ গ্রুপে প্রথম দুই ম্যাচে জয় পেয়ে বেলজিয়াম শেষ ষোলোতে পা দিয়ে ফেলেছে। কিন্তু তাই বলে যে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে, এমন নয়। বরং আজ ঠিকঠাক সমীকরণ মিললে গ্রুপে তৃতীয়ও হয়ে যেতে পারে বেলজিয়াম!

বেলজিয়াম ইউরোর শিরোপার বড় দাবিদার দলগুলোর একটি।
ফাইল ছবি : রয়টার্স

এই গ্রুপে পূর্ণ ৬ পয়েন্ট পেয়েছে বেলজিয়াম। ওদিকে এক জয়ে ৩ পয়েন্ট করে পেয়েছে রাশিয়া ও প্রথমবার খেলতে আসা ফিনল্যান্ড। ওদিকে প্রথম ম্যাচে ক্রিস্টিয়ান এরিকসেনের হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে মাঠে নামলেও এখনো কোনো পয়েন্ট পায়নি ডেনমার্ক।

ফলে আজ যদি ডেনমার্ককে হারিয়ে দেয় রাশিয়া এবং ফিনল্যান্ড বেলজিয়ামকে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয়, তখন এই গ্রুপে তিনটি দলেরই সমান ৬ পয়েন্ট হবে। ইউরোর গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াই প্রথমে কার্যকর হয়। কিন্তু তিন দলই একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ জেতায় তখন সেটাও প্রভাব ফেলবে না। বরং গোল পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ক্রিস্টিয়ান এরিকসেনের ঘটনায়,মুষড়ে পড়েছিলেন এরিকসেনের সতীর্থেরা।
ফাইল ছবি: রয়টার্স

এদিক থেকে বেলজিয়ামই এগিয়ে আছে। দলটির গোল পার্থক্য এখন +৪। ওদিকে ফিনল্যান্ডের গোল পার্থক্য ০। এদিক থেকে রাশিয়া একটু পিছিয়ে আছে (-২)। ফলে একদিকে রাশিয়াকে যেমন ডেনমার্ককে বড় ব্যবধানে হারাতে হবে, তেমনি এটাও আশা করতে হবে, ফিনল্যান্ড যদি জয় পায়, সে ক্ষেত্রে সেটা যেন বড় ব্যবধানেই হয়! তাহলে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে উঠবে তারা। অবশ্য ৬ পয়েন্ট পেয়ে তৃতীয় হলো হতাশার কিছু নেই, ছয় গ্রুপের সেরা ৪টি তৃতীয় দল শেষ ষোলোতে স্থান পাবে। আর ৬ পয়েন্ট পেলে চারটির একটি জায়গা নিশ্চিত হতে বাধ্য।

দুর্দান্ত সব ফুটবলার নিয়ে গড়া বেলজিয়াম ফিনল্যান্ডের কাছে হারবে, সেটাও অনেক বড় ব্যবধানে, এমনটা আশা করা একটু বাড়াবাড়ি। সে ক্ষেত্রে রাশিয়া চাইবে নিজেদের ম্যাচে তারা যে ফল পায়, ফিনল্যান্ড যেন তার চেয়ে ভালো কিছু না করে। অর্থাৎ তারা ড্র করলে ফিনল্যান্ড সর্বোচ্চ ড্র করুক, আর হারলে তো কথাই নেই। কারণ, দুই দল ড্র করলে পয়েন্ট দুই দলের সমান হবে। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় রাশিয়াই গ্রুপের দ্বিতীয় দল হয়ে যাবে।

এসব আলোচনায় ডেনমার্ককে বাদ দেওয়া হলেও ডেনিশদেরও কিন্তু ভালো সুযোগ আছে আজ। সেটাও গ্রুপে দ্বিতীয় দল হওয়ার। দুই ম্যাচে হেরে গেছে ডেনমার্ক। কিন্তু আজ যদি তারা রাশিয়াকে হারিয়ে দেয়, এবং বেলজিয়াম ফিনল্যান্ডকে হারায়, তখন তিন দলেরই পথ উন্মুক্ত হয়ে যাবে।

তিন দলেরই ৩ পয়েন্ট থাকায় এবং মুখোমুখি লড়াইয়ে কেউ না কেউ বিজয়ী হওয়ায় আবার গোল পার্থক্য বড় হয়ে উঠবে। সে ক্ষেত্রে নেতিবাচক গোল পার্থক্যে থাকা রাশিয়ার (-২) সম্ভাবনা ডেনমার্কের কাছে হারের কারণে আরও কমে যাবে। ওদিকে ডেনমার্ক যদি রাশিয়াকে অন্তত ২ গোলের ব্যবধানে হারায় এবং ফিনল্যান্ড এক গোলের ব্যবধানে হারে, সে ক্ষেত্রে ডেনমার্কই এগিয়ে যাবে। গত বিশ্বকাপে আলোড়ন তোলা রাশিয়াকে তাই যেকোনোভাবেই হোক ডেনমার্কের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট বের করার উপায় খুঁজে নিতে হবে।

পাঠক আপনার কী ধারনা, আজ কি রাশিয়া গ্রুপ পর্ব পার করতে পারবে? জানিয়ে দিন পোল।