রিয়াল ছাড়ছেন জিদান

রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদানছবি: এএফপি

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন জিনেদিন জিদান। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে পদত্যাগ করেছেন রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ। অনেক দিন থেকেই জিদানের রিয়াল ছাড়ার গুঞ্জন চলছিল। ১১ বছরের মধ্যে এ মৌসুমেই প্রথম কোনো ট্রফি যোগ হয়নি ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ট্রফি কেসে। এরপর সেই গুঞ্জন আরও ডালাপালা মেলে।

ইতালির ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো টুইট করে সবার আগে জিদানের পদত্যাগের খবর দেন। রোমানো জানিয়েছেন আজকালের মধ্যেই জিদানের পদত্যাগের খবর আনুষ্ঠানিকভাবে জানাবে রিয়াল মাদ্রিদ।

এরপর স্প্যানিশ সংবাদমাধ্যমে আসতে থাকে জিদানের রিয়াল ছাড়ার খবর। মাদ্রিদের দুই বড় ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কা ও এএস এবং কাদেনা সের রেডিও স্টেশনও দিয়েছে জিদানের পদত্যাগের খবর।

এ মাসেই একবার খবর আসে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক শিষ্যদের জানিয়ে দিয়েছেন তিনি রিয়াল ছাড়ছেন। জিদান অবশ্য সে সময়ে গুজব বলে উড়িয়ে দেন সেই খবর, ‘আমি কীভাবে আমার খেলোয়াড়দের বলব আমি চলে যাচ্ছি? এটা পুরোপুরি মিথ্যা’।

সর্বশেষ মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি জিদানের রিয়াল।
ছবি: রয়টার্স

অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারানোর পর জিদান অবশ্য একটু ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, ‘আমার মনোযোগ এখন এই মৌসুমের ওপর। একটা ম্যাচ এখনো হাতে আছে, যে ম্যাচে জানপ্রাণ দিয়ে খেলতে হবে। আমি এখন শুধু ওই ম্যাচ নিয়েই ভাবছি। এরপর কী হয় তা মৌসুম শেষেই দেখা যাবে।’

ভিয়ারিয়ালের সঙ্গে বাঁচামরার সেই ম্যাচে জিতেও অবশ্য কাজ হয়নি রিয়ালের। ২ পয়েন্টে এগিয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ ভায়াদোলিদকে ২-১ গোলে হারিয়ে সাত বছর পর জিতে নেয় লা লিগা শিরোপা।

জিদানের এবার রিয়াল ছাড়ার খবরে খুব একটা বিস্মিত হননি কেউ। তবে ২০১৮ সালের ৩১ মে সবাইকে অবাক করে দিয়েই প্রথমবার রিয়াল ছেড়েছিলেন জিদান। ২০১৬ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর রিয়ালকে তিনটি চ্যাম্পিয়নস ট্রফি ও একটি লা লিগা জেতানোর পর ওই সিদ্ধান্ত নিয়েছিলেন মাদ্রিদিস্তাদের প্রিয় জিজু। জিদান আবার রিয়ালে ফেরেন ২০১৯ সালে। পরের বছর তাঁর কোচিংয়ে লা লিগার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপও জেতে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।

রিয়ালে কে হবেন জিদানের উত্তরসূরি সেই প্রশ্নের উত্তরে মাসিমিলিয়ানো আলেগ্রি, রাউল ও গতরাতে ইন্টার মিলান ছাড়া আন্তোনিও কন্তের নাম ঘুরেফিরে আসছে।