রিয়াল ছেড়ে ভুল করেছেন রামোস

রিয়াল ছেড়ে ভুল করেছেন রামোস?ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে এসে কি ভুল করেছেন সের্হিও রামোস? কে কী মনে করেন কে জানে, কিন্তু রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হোসে মারিয়া গুতিয়েরেসের মতে, মাদ্রিদ ছেড়ে রামোস বড় ধরনের ভুল করেছেন। সেই ভুলটা যে কী, সেটাও ব্যাখ্যা করেছেন স্পেনের সাবেক এই মিডফিল্ডার।

রিয়াল ছেড়ে পিএসজিতে এসে প্রথম মৌসুমটা বাজেই কাটল রামোসের। চোট আর অসুস্থতার সঙ্গেই যেন ঘরবসতি তাঁর। মাঠেই সেভাবে নামতে পারেননি। এমনকি চ্যাম্পিয়নস লিগে সাবেক দল রিয়ালের প্রতিপক্ষ হয়েও মাঠে নামতে পারেননি। ৩৫ বছর বয়সী এই তারকা পিএসজিতে প্রথম মৌসুমের পরিকল্পনার ধারেকাছে যেতে পারেননি।

গুতির মতে, পিএসজিতে আসাটা রামোসের জন্য ভুল ছিল। কিন্তু তার চেয়েও বড় ভুলটা রামোস করেছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর দরকষাকষিতে। তিনি নাকি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ওপর একটু বেশিই চাপ সৃষ্টি করেছিলেন, যেটি পেরেজ একেবারেই পছন্দ করেননি। গুতি বলেন, ‘আমার মনে হয় রামোস ব্যাপারটা বোঝে। সে নিজের ভুলটাও বুঝতে পেরেছে এরই মধ্যে। সে চুক্তি বাড়ানো নিয়ে রিয়াল মাদ্রিদের ওপর মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল। অথচ, সে জানত, ফ্লোরেন্তিনো পেরেজ যেটি ভালো মনে করবেন, সেটি করবেন, তিনি রিয়ালের স্বার্থকে সবার ওপর স্থান দেন। চুক্তি নিয়ে দরকষাকষির সময় ব্যাপারটিই ভুলে গিয়েছিল রামোস।’

চুক্তির বাকি সময়টা কাটিয়ে দেবেন?
ছবি: রয়টার্স

নিজের ভুলের জন্য রামোস যে এখন আক্ষেপ করেন, সেটি বোঝেন গুতি, ‘আমি নিশ্চিত, রামোস এখন আক্ষেপ করে ব্যাপারটার জন্য। কারণ, সে রিয়াল কিংবদন্তি। সে তাঁর ক্যারিয়ারের শেষ পর্যন্ত রিয়ালে থাকতে পারতেন। কিন্তু সেটি সে করেনি। সে পেছন দরজা দিয়ে রিয়াল ছেড়েছেন এবং এটি তাঁর জন্য মোটেও ভালো কিছু হয়নি।’

রামোসকে ছেড়ে দিতে চায় পিএসজি?
ছবি: পিএসজি

পিএসজিতে রামোসের ভবিষ্যৎ অন্ধকারই দেখাচ্ছে। শোনা যাচ্ছে, এবারের গ্রীষ্মের দলবদলেই রামোসকে বিক্রি করে দিতে চায় ফরাসি ক্লাবটি। পিএসজিতে তাঁর চুক্তির আরও এক বছর বাকি আছে। তবে এ ব্যাপারে পিএসজি রামোসের সঙ্গে বসেই একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে।

রামোস নিজে অবশ্য পিএসজিতেই থাকতে চান। চুক্তির বাকি সময়টা ভালোয় ভালোয় কাটিয়ে দিতে চান এই স্প্যানিশ তারকা।