রিয়াল থেকে বিদায়ের দরজা দেখছেন জিদান?

রিয়ালের কোচ হিসেবে জিদানের চাকরিটা টিকবে আর কতদিন?
ছবি: রয়টার্স

ডাগ আউটে তাঁকে মাঝেমধ্যেই টেকো মাথায় হাত বোলাতে দেখা যায়। এখন কি তিনি মাথায় হাত রাখতে পারছেন? না, মানে চাপ তো অসম্ভব! জিনেদিন জিদানের মাথাটা তাই অন্তত ঠান্ডা থাকার কথা না।

মাঠে রিয়াল মাদ্রিদ ভালো করতে পারছে না। কাল রাতে কোপা ডেল রেতে তৃতীয় স্তরের দল আলকয়ানোর কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল। আগের সপ্তাহে বিদায় নিতে হয়েছে স্প্যানিশ সুপার কোপা সেমিফাইনাল থেকে। তার আগে লা লিগায় ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র। লিগ পয়েন্ট টেবিলে রিয়াল দুইয়ে থাকলেও অবস্থানটা তেমন মজবুত না (১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট)। ওদিকে রিয়ালের চেয়ে ২ ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেটিকো মাদ্রিদ। ডাগ আউটে দাঁড়িয়ে এসব দৃশ্য সহ্য করতে হচ্ছে রিয়াল কোচ জিদানকে। অথচ এই জিদানই রিয়ালকে জিতিয়েছেন টানা তিন চ্যাম্পিয়নস লিগ। কিন্তু কাল রাতে কোপা ডেল রেড বিপর্যয়ের পর তাঁকে নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র ভবিষ্যদ্বাণী, ‘এখান থেকে টিকে গেলে সেটাই হবে অলৌকিক ব্যাপার।’

জিদানের ভবিষ্যৎ টিকে গেলে সেটি হবে অলৌকিক ব্যাপার?
ছবি: এএফপি

আলকয়ানোর মাঠে ২–১ গোলে হেরেছে মাদ্রিদের ক্লাবটি। আগের সপ্তাহে সুপার কোপার সেমিতে খেলানো একাদশে নয়টি পরিবর্তন এনেও ভাগ্য পাল্টাতে পারেননি জিদান। যদিও জিদানের দাবি, তাঁর খেলোয়াড়েরা মাঠে নিজেদের সর্বস্ব নিংড়ে খেলেছে। হারের দায়টা তাই নিজের কাঁধে তুলে নিয়েছেন রিয়াল কোচ। তবে কোচ হিসেবে খেলোয়াড়দের সমর্থন তাঁর প্রতি এখনো আছে কি না, সে বিষয়ে জিজু ঠিক নিশ্চিত নন, ‘আমার তাই মনে হয়, তবে এ জন্য তাদের সঙ্গে কথা বলতে হবে (সমর্থন আছে কি না)।’

রিয়াল হারলে জিদানের চাকরি নিয়ে প্রশ্ন ওঠা নতুন কিছু না। এ মৌসুমে কয়েকবারই উঠেছে। সে কথা মনে করিয়ে দিয়ে রিয়াল কোচ বললেন, ‘হারলে তো কথা উঠবেই। সব দায় আমার, সামনে যা হবে সেসবেরও।’ নিজের চাকরি নিয়ে জিদানের কথাও সোজাসাপ্টা, ‘দেখা যাক, সামনের কয়েক দিনে কী ঘটে। খেলোয়াড়েরা জেতার চেষ্টা করেছে। তবে মাঝেমধ্যে অন্য রকম কিছুও ঘটতে পারে। এর দায় নিতে হবে।’

খেলোয়াড় কিংবা কোচ হিসেবে স্পেনের এই প্রধান কাপ প্রতিযোগিতা কখনো জিততে পারেননি জিদান। ২০ বারের চেষ্টায় প্রতিবারই ব্যর্থ হয়েছেন। তবে কাল স্প্যানিশ ফুটবলে তৃতীয় স্তরের দলের কাছে হারকে কোনোভাবেই লজ্জার চোখে দেখছেন না জিদান। ফুটবলে এমন হতেই পারে বলে মনে করেন ফরাসি কিংবদন্তি, ‘এই মুহূর্তটা কঠিন। আমরা কোপা থেকে বিদায় নিয়েছি। কিন্তু এতে লজ্জার কিছু নেই। ফুটবলে এমন হতেই পারে। আমি সব দায় নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। এ নিয়ে পাগলামো করব না।’ রিয়ালে এবার দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব পালন করছেন জিদান।