রিয়াল, বার্সা না আতলেতিকো—কে জিতবে স্প্যানিশ লিগ?

এখানে দৌড়ে এগিয়ে থাকা মেসির বার্সেলোনা শিরোপাদৌড়ে রিয়াল-আতলেতিকোর চেয়ে পিছিয়ে।ছবি: রয়টার্স।

আর তিন ম্যাচ বাকি। আতলেতিকো মাদ্রিদ ৭৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে আছে। তবে দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ ও তিন নম্বরে থাকা বার্সেলোনার চেয়ে আতলেতিকো এগিয়ে মাত্র ২ পয়েন্টে। এমনই অবস্থা যে কেউ ম্যাচে পা হড়কালেই অন্য দল উল্লাসে মেতে উঠতে পারে।

শীর্ষে আছে আতলেতিকো।
ছবি : রয়টার্স

এবারের স্প্যানিশ লিগ যেভাবে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে বাকি তিন ম্যাচে আরও অনেক ওলটপালট দেখা যেতেও পারে। শেষ কবে এমন রোমাঞ্চকর শেষ দেখেছে স্প্যানিশ লিগ?

শেষ পর্যন্ত এই রোমাঞ্চের শেষে কে জিতবে এবারের লা লিগা? জিদান-বেনজেমার রিয়াল মাদ্রিদ, সুয়ারেজ-সিমিওনের আতলেতিকো নাকি মেসি-কোমানের বার্সা?