রিয়াল সভাপতির হাতে জিম্মি বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সাবেক বার্সেলোনা সভাপতি বার্তোমেউর সম্পর্কও বেশ ভালো ছিলফাইল ছবি: এএফপি

তারা চিরপ্রতিদ্বন্দ্বী, বিশ্ব ফুটবলেই প্রতিদ্বন্দ্বিতার অন্য নাম হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু কিছুদিন ধরে তেমনটা বলার উপায় নেই। দুই ক্লাবের সমর্থকদের মধ্যে এখনো হয়তো দা-কুমড়া সম্পর্ক দেখা যায়। তর্কের আসরে এক পক্ষ আরেক পক্ষকে কথার তুবড়িতে উড়িয়ে দেয়। কিন্তু দুই ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বেশ দহরম-মহরম দেখা যাচ্ছে।

এর পেছনে ভূমিকা রাখছে ইউরোপিয়ান সুপার লিগ। চ্যাম্পিয়নস লিগ বাদ দিয়ে একটি বিদ্রোহী লিগ আয়োজন করতে চাইছে রিয়াল, বার্সেলোনা ও জুভেন্টাস। আর সে সুবাদে রিয়াল-বার্সার মধ্যে সম্পর্কটা দিন দিন বেশ গাঢ় হয়ে উঠেছে। উয়েফা ও লা লিগার বিরুদ্ধে লড়াইয়ে দুই দলই এখন দুই শরীর, এক আত্মা। আর এটাই পছন্দ হচ্ছে না লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের। রিয়াল-বার্সার ‘মধুর’ সম্পর্কে যেন ‘ফাটল’ ধরানোর চেষ্টা চালাচ্ছেন তেবাস। এবার এমন এক কথা বলেছেন লা লিগা সভাপতি, যেটা কাতালানদের জাত্যাভিমানে আঘাত হানতে বাধ্য। তেবাস বলেছেন, দিন দিন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ‘হাতের পুতুল’ হয়ে উঠেছে বার্সেলোনা।

কিছুদিন পর পরই বিতর্কের জন্ম দেন হাভিয়ের তেবাস
ফাইল ছ

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ওপর বেশ কিছুদিন ধরেই ক্ষিপ্ত তেবাস। লা লিগা নতুন স্পনসর হিসেবে সিভিসিকে বেছে নিয়েছে। এ জন্য লা লিগা ও দ্বিতীয় স্তর সেগুন্দা দিভিসিওনের ক্লাবগুলোকে সব মিলিয়ে ২৭০ কোটি ইউরো দিতে চেয়েছিল সিভিসি, বিনিময়ে তারা লা লিগার সম্প্রচার সত্ত্বের ১০ শতাংশের মালিকানা পাবে ৫০ বছরের জন্য। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাবের কাছে লা লিগা-সিভিসির এই চুক্তি লিগের জন্য ক্ষতিকর মনে হয়েছে। নিজেদের আয়ের ১০ শতাংশ ৫০ বছরের জন্য একটি প্রতিষ্ঠানের কাছে ‘বন্ধক’ দিতে রাজি হয়নি তারা। রিয়াল মাদ্রিদ সরাসরি মামলা করার হুমকি দিয়েছে। বার্সেলোনাও তাদের সঙ্গে যুক্ত হয়েছিল।

জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আনিয়েল্লি (বাঁয়ে), রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ (মাঝে) ও বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা - সুপার লিগের তিন মূল হোতা
ছবি: টুইটার

পরে রিয়াল, বার্সা ও অ্যাথলেটিক বিলবাও এই চুক্তি থেকে সরে গেছে। দ্বিতীয় বিভাগের ক্লাব রিয়াল ওভিয়েদোও এই প্রস্তাবে রাজি হয়নি। ফলে ৩৮ ক্লাবকে নিয়েই সিভিসির সঙ্গে চুক্তি করেছে লা লিগা। কিন্তু এর ফলে সম্ভাব্য ২৭০ কোটি ইউরো আয়টাও ২১০ কোটি ইউরোতে নেমে এসেছে।

সিভিসির চুক্তিতে রাজি হলে আর্থিকভাবে ধুঁকতে থাকা বার্সেলোনা সাময়িকভাবে একটু স্বস্তি পেত। আর্থিক কারণে মেসিকে ছাড়তে বাধ্য হওয়া দলটিকে হয়তো সে পথে হাঁটতে হতো না। এমনকি লা লিগা থেকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, সিভিসির চুক্তি স্বাক্ষর করলে নিয়মে ‘ব্যতিক্রমের’ সুযোগ নিয়ে মেসির সঙ্গে চুক্তি নবায়নের অনুমতি দেওয়া হবে বার্সেলোনাকে। কিন্তু সাময়িক লাভের কথা ভেবে ক্লাবের ৫০ বছরের ভবিষ্যৎ বন্ধক রাখতে রাজি হয়নি বার্সেলোনা।

পেরেজ ও লাপোর্তার সম্পর্ক বেশ ভালো
ছবি: টুইটার

একে তো লা লিগার প্রস্তাবে রাজি হয়নি বার্সেলোনা, এর আগে আবার ইউরোপিয়ান সুপার লিগের সময়টায় হাত মিলিয়েছিল রিয়ালের সঙ্গে। নতুন সভাপতি হোয়ান লাপোর্তাও সুপার লিগের পক্ষে নিয়মিত কথা বলছেন। তেবাস তাই ভালোই চটেছেন লাপোর্তার ওপর।

তেবাস রিয়ালের প্রতি বার্সেলোনা সমর্থকদের নেতিবাচক মনোভাবটার সদ্ব্যবহার করতে চেয়েছেন স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে। তিনি বলেছেন, ‘ফ্লোরেন্তিনো পেরেজ বার্সেলোনাকে জিম্মি করে রেখেছে। বার্সেলোনা এক মাস ধরে সিভিসির চুক্তির পক্ষে সায় দিচ্ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ না বলার পরই সব বদলে গেল। ফ্লোরেন্তিনো পেরেজের সামনে এই ক্লাব (বার্সেলোনা) হীনম্মন্যতায় ভোগে।’