রিয়ালকে চার ঘণ্টা আটকে রাখল তুষারঝড়

এভাবে আটকা পড়েছিল রিয়াল মাদ্রিদ।
ছবি: টুইটার

বছরের প্রথম তুষারপাত নিয়ে মাতামাতি কম হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে গেলেই এ নিয়ে আনন্দ চোখে পড়বে সবার। কিন্তু তুষার শব্দটার পাশে ‘পাত’ না হয়ে ‘ঝড়’ বসলেই আপত্তি। লা লিগার সব পরিকল্পনা গুবলেট করে দিতে চাইছে প্রকৃতি। এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচ পেছাতে হয়েছে। অনেক দলকে তো ম্যাচের আগে যাত্রা বাতিল করে দিতে হয়েছে।

তুষারঝড়ের প্রকোপটা সবচেয়ে বেশি টের পেয়েছে রিয়াল। ওসাসুনার বিপক্ষে ম্যাচ আজ তাদের। এ কারণে গতকাল উড়াল দেওয়ার পরিকল্পনা নিয়ে বের হয়েছিল দলটি। ঘটা করে দলের উড়োজাহাজে ওঠার ভিডিও দিয়েছিল ক্লাব। এরপরই আর কোনো আওয়াজ নেই। মাত্র ৪৫ মিনিটের যাত্রা পাম্পলোনা। কিন্তু রিয়ালকে মাদ্রিদের বারাহাস বিমানবন্দরে বসে থাকতে হলো চার ঘণ্টা!

ওসাসুনার মাঠে খেলতে যেতে এমনকি সড়কপথেও চার ঘণ্টার একটু বেশি লাগে। সেখানে উড়োজাহাজে উঠে চার ঘণ্টা বসে থাকতে হয়েছে রিয়ালকে। প্রচণ্ড ঝড়ে আকাশপথ অনিরাপদ বলেই বিবেচিত হচ্ছিল।

ঝড় থামার পরও সঙ্গে সঙ্গে রওনা হওয়া যায়নি। প্লেনের ইঞ্জিন ও প্রপেলার যাত্রার জন্য উপযুক্ত, এটা নিশ্চিত করতে হচ্ছিল কর্তৃপক্ষকে। গতকাল রাতে রিয়ালের যাত্রা নিয়ে এমন খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই ‘বাসবি বেবস’দের স্মরণ করছিলেন। ১৯৫৮ সালে এমনই এক তুষারঝড়ের পর উড়াল দিতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এক প্রজন্ম হারিয়ে গিয়েছিল।

রিয়াল মাদ্রিদের ভাগ্য ভালো, এমন কিছু দেখতে হয়নি তাদের। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর তারা উড়াল দিতে পেরেছে। নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর পাম্পলোনাতে পৌঁছেছে তারা। ওসাসুনার বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত দুইটায় খেলতে নামার কথা।

তুষারে খেলার এমন অনেক মজার ছবি দিয়েছে রিয়াল।
ছবি: টুইটার

এমন পরিস্থিতিতেও লিগ খেলা চালানোর সিদ্ধান্ত নেওয়ায় বিরক্ত রিয়ালের কর্মকর্তারা। বিমানবন্দরে আটকে থাকার সময় এক সদস্য বলেছিলেন, ‘এখানে আমরা ইঁদুরের মতো আটকা পড়েছি।’ আরেকজন কর্মকর্তা ওসাসুনা পৌঁছানোর পরও বিরক্তি প্রকাশ করেছেন স্প্যানিশ দৈনিক এএসের কাছে, ‘এটা চরম পাগলামি। এটা ব্যাখ্যার অতীত। গোলমেলে ব্যাপার।’ আবহাওয়াবিদরা তুষারঝড়ের মধ্যে ম্যাচ আয়োজনের ব্যাপারে আপত্তি জানালেও লিগ কর্তৃপক্ষ সেটা গায়ে মাখেনি।

এদিকে এত কষ্ট করে ওসাসুনার বিপক্ষে খেলতে যাওয়া রিয়ালকে হয়তো ম্যাচ না খেলেই ফিরতে হবে। আবহাওয়ার পূর্বাভাস, আজ ম্যাচের সময়ে আবার ভারী তুষারপাতের আশঙ্কা আছে। তাই রিয়াল এরই মধ্যে ম্যাচের সময় এগিয়ে আনার আবেদন করেছে। স্থানীয় সময় মধ্যদুপুরে খেলার জন্য আবেদন করেছিল তারা। কারণ, ওই সময়েই তুষারপাত সবচেয়ে কম হয়। কিন্তু লিগ কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।

আজ খেলা হলে এর চেয়েও ঘন তুষারপাতের মধ্যে খেলতে হবে রিয়াল তারকাদের।
ছবি: টুইটার

ওদিকে আতলেতিকো মাদ্রিদের ম্যাচ পেছাতে বাধ্য হয়েছে লিগ। মাদ্রিদের মাঠে গিয়ে ম্যাচ খেলার কথা ছিল অ্যাথলেটিক বিলবাওর। স্থানীয় সময় সকালে তাদের মাদ্রিদে যাওয়ার কথা ছিল। কিন্তু রিয়াল পাম্পলোনার দিকে উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই বারাহাস বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে বিকেল ৪টা ১৫ মিনিটের সে ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। প্রবল ঝড়ের কারণে মাঠ ম্যাচের জন্য প্রস্তুত করার সুযোগও পায়নি আতলেতিকো। তাই ভবিষ্যতে ফাঁকা সূচি পেলে এই ম্যাচ আয়োজনের কথা বলেছে লিগ।

রায়ো ভায়োকানো ও আলবাসেতে ক্লাবের ভাগ্য বিলবাওর মতো ভালো নয়। দ্বিতীয় বিভাগের ম্যাচ মাত্র এক দিন পিছিয়ে আগামীকাল নেওয়া হয়েছে। তুষারঝড়ে মাদ্রিদের সড়কপথে চলাচলও এখনো ঝুঁকিপূর্ণ। এমন অবস্থাতেই মিরান্দেসের বিপক্ষে খেলার জন্য মাদ্রিদে যেতে বাধ্য করা হচ্ছে ভায়োকানোকে।

ওদিকে আলকরোনের বিপক্ষে খেলার জন্য হলিউড মুভির চিত্রনাট্য পড়ে নেমেছে আলবাসেতে। প্রথমে বাসে চড়ে মাদ্রিদে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এরপর রাজধানীতে পৌঁছাতে সড়কপথও নিরাপদ নয় দেখে, এখন ট্রেনকে ভরসা মেনেছে তারা। আজ শনিবার কোনো একসময় তারা এসে পৌঁছাবে, এমনটাই আশা করছেন সবাই।