রিয়ালকে দুঃস্বপ্ন উপহার দেওয়া কোচ এখন আমেরিকার

যখন রিয়ালের কোচ ছিলেন সোলারি।
ছবি: এএফপি

২০১৮-১৯ মৌসুমের কথা ভাবলে এখনো হয়তো গায়ে কাঁটা দেয় রিয়াল মাদ্রিদ সমর্থকদের।

আগের মৌসুমে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের চোখধাঁধানো কীর্তি গড়ে জিনেদিন জিদান কোচের পদ থেকে সরে গিয়েছিলেন, রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে স্পেন জাতীয় দলের সঙ্গে একরকম টানাহেঁচড়ার পর হুলেন লোপেতেগিকে সেই মৌসুমে নিয়ে আসে রিয়াল। কিন্তু লোপেতেগি টেকেননি, মার্চে আবার জিদানের ফেরা মিলিয়ে মৌসুমে মোট তিনবার কোচ বদল করেছিল রিয়াল। এত করেও লাভ কিছুই হয়নি, মার্চের মধ্যে মৌসুমের তিন টুর্নামেন্টের তিনটিতেই শিরোপার আশা শেষ হয়ে যায় রিয়ালের!

যাঁর অধীনে তিন শিরোপার আশা মার্চের মধ্যেই শেষ হতে দেখার দুঃস্বপ্ন সইতে হয়েছিল রিয়ালকে, সেই আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো সোলারি এত দিন পর আবার শিরোনামে এসেছেন। গতকাল মেক্সিকোর প্রথম বিভাগে খেলা বিখ্যাত ক্লাব আমেরিকা নিশ্চিত করেছে, খেলোয়াড় ও কোচ হিসেবে রিয়ালে অনেক বড় একটা অধ্যায় কাটানো সোলারিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

কনক্যাকাফ অঞ্চলের চ্যাম্পিয়নস লিগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবের হাতে বিদায়ের পর বড়দিনের আগে মিগেল এরেরাকে বরখাস্ত করে ক্লাব আমেরিকা। সে জায়গায় সোলারিকে নিয়েছে। ২০১৯ সালের মার্চে রিয়াল থেকে বরখাস্ত হওয়ার পর ক্লাব আমেরিকা দিয়েই আবার কোচিংয়ে ফিরলেন সোলারি।

২০০৫ সালে জিদান-বেকহাম-ফিগোদের রিয়ালে যোগ দিয়েছিলেন সোলারি, মাদ্রিদের সেই প্রথম ‘গ্যালাকটিকো’ যুগের কম আলোচিত তারকাদের একজন তিনি।

‘আমাদের মনে হয়েছে, আমাদের ক্রীড়া প্রকল্পটার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি সোলারিই। খেলোয়াড় ও কোচ হিসেবে তিনি সব সময়ই দেখিয়েছেন যে তিনি সফলভাবে আমেরিকার মতো ক্লাবের চাহিদা ও লক্ষ্য পূরণে সমর্থ, আর আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে শিরোপা’—লিওনেল মেসির শহর আর্জেন্টিনার রোসারিওতে ৪৪ বছর আগে জন্ম নেওয়া সোলারিকে নিয়োগ দেওয়ার কারণ জানিয়েছেন ক্লাব আমেরিকার সভাপতি সান্তিয়াগো বানোস।

রিয়ালে জিদানের সতীর্থ ছিলেন সোলারি।
ছবি: এএফপি

খেলা ছাড়ার পর ২০১৩ সালে মাদ্রিদের বয়সভিত্তিক দল কাদেত-‘বি’র কোচ হন সোলারি। এরপর ধীরে ধীরে উন্নতি পেতে থাকেন, বয়সভিত্তিক বিভিন্ন দলের কোচিং করাতে করাতে ২০১৬ সালে দায়িত্ব নেন মাদ্রিদের যুবদল কাস্তিয়ার।

২০১৮ সালের ২৯ অক্টোবর রিয়ালের মূল দলের কোচের পদ থেকে লোপেতেগিকে বরখাস্ত করা হলে সে জায়গায় সোলারিকে নেওয়া হয়।

ভাবা হচ্ছিল, তিনি হবেন রিয়ালের ডাগআউটের ‘দ্বিতীয় জিদান’। মৌসুমের মাঝপথে কোচ বদলের পর ২০১৬ সালের জানুয়ারিতে প্রথম দফায় রিয়ালের কোচ হয়ে চোখধাঁধানো সব রেকর্ড গড়েছেন জিদান। তিনটি চ্যাম্পিয়নস লিগসহ আড়াই মৌসুমেই রিয়ালকে এনে দিয়েছিলেন ৯টি শিরোপা। কিন্তু সোলারি আর সে রকম কিছু করতে পারলেন কই!

চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের কাছে হারটাই রিয়ালের ডাগআউটে সোলারির শেষ ম্যাচ।
ছবি: এএফপি

তাঁর অধীনে ২০১৯ ফিফা ক্লাব বিশ্বকাপ ঠিকই জেতে রিয়াল, কিন্তু মার্চের মধ্যে একে একে মৌসুমে লিগ, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ কাপ—তিন শিরোপার আশাই শেষ হয়ে যায় রিয়ালের। ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ—এক সপ্তাহের মধ্যে প্রথমে স্প্যানিশ কাপ ও পরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে রিয়াল।

চ্যাম্পিয়নস লিগে তো শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে আয়াক্সের কাছে হেরেছিল ৪-১ গোলে! আর লিগের শিরোপার সম্ভাবনা আরও আগেই শেষ হয়ে গিয়েছিল। চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের কাছে ওভাবে হেরে বাদ পড়ার পরই বরখাস্ত হতে হয় সোলারিকে।