ইতালিয়ান ফেডারেশন সভাপতির হুমকি
রিয়াল–বার্সার জোটে থাকলে রোনালদোদের সিরি ‘আ’ থেকে বের করে দেওয়া হবে
ইউরোপিয়ান সুপার লিগের ভাবনা আলোর মুখ দেখার আগেই মৃতপ্রায়, কিন্তু ধমকানি–শাসানি–চোখরাঙানি থেমে নেই। যে ১২ ক্লাব মিলে সুপার লিগ চালু করতে চেয়েছিল, তাদের মধ্যে ৯টি ক্লাব ফিরে এসেছে উয়েফার শর্তের ছায়াতলে।
বাকি ৩টি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস—কথা না শুনলে দেখে নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। অর্থাৎ শাস্তি হতে পারে বড়সড়। এদিকে জুভেন্টাসকে আলাদা করে হুমকি দিয়ে রাখল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনা বলেছেন, সুপার লিগের ভাবনা থেকে জুভেন্টাস সরে না আসলে ইতালির শীর্ষস্থানীয় ফুটবল প্রতিযোগিতা সিরি ‘আ’ থেকে তাদের বের করে দেওয়া হবে।
ইতালি থেকে মোট তিনটি ক্লাব শুরুতে সুপার লিগে নাম লিখিয়েছিল। চরম বিতর্ক ও হুমকি–ধমকি শুরু হওয়ার পর দুই মিলান সরে আসে সুপার লিগের জোট থেকে।
ইতালি থেকে এখন শুধু জুভেন্টাসই সুপার লিগ নিয়ে গোঁ ধরে বসে আছে। ইউরোপিয়ান ফুটবলে আগেই গুঞ্জন উঠেছিল, এই সুপার লিগের ভাবনাটা নাকি ‘তুরিনের বুড়ি’দের সভাপতি আন্দ্রেয়া আনেয়েল্লির মস্তিস্কপ্রসূত। এই বিষয়ে তাঁর সবচেয়ে কাছের ‘মাসতুতো ভাই’ রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
নেপলসের রেডিও স্টেশন ‘কিস কিস’কে গ্রাভিনা বলেছেন, ‘নিয়মটা পরিষ্কার। আগামী মৌসুমে জুভেন্টাস যদি সুপার লিগের অংশ থাকে তাহলে সিরি “আ”তে খেলতে পারবে না। সমর্থকদের জন্য খারাপ লাগছে কিন্তু নিয়ম তো নিয়মই আর তা সবার জন্যই সমান। আশা করি, এই জটিলতার দ্রুত অবসান ঘটবে।’
টানা নবমবার লিগ শিরোপা জয়ের পর এবার আর ইন্টার মিলানের সঙ্গে পেরে ওঠেনি জুভেন্টাস। শুধু কী তাই, ইতালির অন্যতম সেরা ক্লাবটির এখন চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়েই টানাটানি।
কাল রাতে এসি মিলানের কাছে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার চ্যালেঞ্জে বড় হোঁচট খেয়েছে আন্দ্রেয়া পিরলোর দল। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নেমে গেছে তারা। হাতে ৩ ম্যাচ রেখে টেবিলে চতুর্থ নাপোলির সঙ্গে যদিও মাত্র ১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছে জুভেন্টাস।
এর আগে গত শনিবার সুপার লিগ নিয়ে নিজেদের অবস্থানে সুদৃঢ় থাকার ঘোষণা দেয় তিন ক্লাব—রিয়াল, বার্সা ও জুভেন্টাস। উয়েফা এবং দেশের ফুটবল ফেডারেশন থেকে নানা রকম হুমকির পরও তারা সুপার লিগের ভাবনাকে ‘বাঁচিয়ে রাখা’র ঘোষণা দেয়। উয়েফাকে পাল্টা হুমকি দিয়ে ক্লাব তিনটির পক্ষ থেকে বলা হয়, ‘ফুটবলে এই পদ্ধতিগত সংকট নিরসনে’ ভবিষ্যতে তারা আলোচনায় বসতে প্রস্তুত।
এ ছাড়াও নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, উয়েফা সত্যি সত্যিই তিন ক্লাব অর্থাৎ রিয়াল, বার্সা ও জুভকে শাস্তি দিলে তখন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আর চুপ থাকবেন না। সুপার লিগ ছেড়ে যাওয়া বাকি ৯ ক্লাবকে আইনি উপায়ে জরিমানা করার দিকে যাবেন পেরেজ।
এর আগেও খবর এসেছিল, সুপার লিগের পরিকল্পনার সময়ে ক্লাবগুলো টুর্নামেন্ট থেকে নাম না সরানোর প্রতিশ্রুতি দিয়ে একটা ‘অলঙ্ঘনীয় চুক্তি’তে সই করেছিল, যেটা না মানলে প্রতিটি ক্লাবকে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ইউরো জরিমানা গুনতে হবে।
পেরেজ এখন চুক্তির সেই শর্ত কাজে লাগাতে চাইছেন বলেই অনুমান। তবে সব শেষ দল হিসেবে সুপার লিগ থেকে সরে আসা এসি মিলানের ওপর বেশি ক্ষেপতে পারে বাকি তিন ক্লাব। মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, সুপার লিগের গঠনতন্ত্রেই নাকি লেখা ছিল, ১২টির মধ্যে ৯টি ক্লাব চলে গেলেই কেবল সুপার লিগ অবলুপ্ত হবে, ৮টি ক্লাব গেলেও সুপার লিগ অন্তত কাগজে-কলমে টিকে থাকবে।
শেষ পর্যন্ত মিলানও আনুগত্য মেনে নেওয়ায় রিয়াল–বার্সা–জুভেন্টাস এখন একঘরে হওয়ার মুখে।