রিয়ালের গোল–উৎসবে বেনজেমার ২০০, আসেনসিওর ‘প্রথম’

হ্যাটট্রিক উদ্‌যাপন করেননি আসেনসিওছবি: রয়টার্স

বেচারা ভিনিসিয়ুস! করিম বেনজেমা জোড়া গোল পেলেন, মার্কো আসেনসিও আবার এক কাঠি সরেস, তিনি করলেন হ্যাটট্রিক!

এদিকে বদলি হয়ে নেমে ইসকোও দেখলেন গোলের মুখ। ভিনিসিয়ুস বক্সে ঢুকে পাস দেওয়া বাদে যদি নিজে কয়েকটা শট নিতেন, গোল হতেও পারত, কে জানে!

সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে গোল–উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের দুই অর্ধে ৩টি করে মোট ৬ গোল করেছে কার্লো আনচেলত্তির দল। ২৫ মিনিটে একটি হজম করায় ৬-১ গোল ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে রিয়াল। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।

আসেনসিওকে ডান প্রান্তে রেখে একাদশ সাজান রিয়াল কোচ আনচেলত্তি। সামনে রদ্রিগো, করিম বেনজেমা ও ভিনিসিয়ুসকে নিয়ে গড়া আক্রমণভাগ।

মাঝমাঠে এদুয়ার্দো কামাভিঙ্গা প্রথমবারের মতো সুযোগ পান একাদশে। পেছনে বাঁ প্রান্তে ফেদে ভালভার্দে। এই মাঝমাঠ ও আক্রমণভাগ নিয়ে মায়োর্কাকে নিয়ে ছেলেখেলা করেছে রিয়াল।

জোড়া গোল পান বেনজেমা
ছবি: রয়টার্স

সাবেক ক্লাবের বিপক্ষে ৫৫ মিনিটে পূর্ণ করা হ্যাটট্রিক উদ্‌যাপন করেননি আসেনসিও। রিয়ালের হয়ে এটাই তাঁর প্রথম হ্যাটট্রিক। ৩ মিনিটে ম্যাচে গোলের খাতা খুলেছিলেন বেনজেমা। এরপর ২৪ মিনিটে আসেনসিওর গোলের পর ধাক্কা খায় রিয়াল।

পরের মিনিটেই দারুণ এক দৌড় থেকে গোল করে বসেন মায়োর্কার কাং-ইন লি। ২-১ গোলে এগিয়ে থাকা রিয়ালকে বিরতির আগেই স্বস্তি এনে দেন আসেনসিও। ২৯ মিনিটে আরও ১টি গোল করেন এই স্প্যানিশ তারকা।

বিরতির পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে বাঁ পায়ের দারুণ ফিনিশে হ্যাটট্রিক তুলে নেন আসেনসিও। দূরপাল্লার শটে গোলটি করেন তিনি।

বড় জয় তুলে নিল রিয়াল। ম্যাচ শেষে
ছবি: রয়টার্স

৭৮ মিনিটে করা গোলে লা লিগায় নিজের ২০০তম গোলের দেখা পান বেনজেমা। ম্যাচের ভাগ্য ততক্ষণে নিজেদের করে নিয়েছে রিয়াল।

৭২ মিনিটে আসেনসিওকে তুলে ইসকোকে মাঠে নামান আনচেলত্তি। ৮৪ মিনিটে ম্যাচের শেষ গোলটি করে প্রতিদান দেন স্প্যানিশ মিডফিল্ডার।

লা লিগায় অন্য ম্যাচে এলচেকে ৪-১ গোলে হারায় ভিয়ারিয়াল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সেভিয়া। আলাভেসকে ১-০ গোলে হারায় এস্পানিওল।