রিয়ালের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়েই শেষ বার্সার

ফাতি-মেম্ফিসদের মৌসুমের শেষও হলো হতাশায়ছবি: রয়টার্স

ম্যাচটা নিয়ে বার্সেলোনার সমর্থকদেরই আগ্রহ কতটা ছিল, তা নিয়ে সংশয় থাকতে পারে। মৌসুমে আর কিছু পাওয়া-হারানোর নেই, রিয়াল মাদ্রিদের পেছনে লিগে দ্বিতীয় হয়েই শেষ করাও নিশ্চিত হয়ে গেছে আগের সপ্তাহে। এ অবস্থায় কাল নিজেদের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি দেখতে যে বার্সেলোনার ৫০ হাজারের বেশি দর্শক এসেছেন মাঠে, সে-ই বরং আশ্চর্য।

তবে এসে ভালো কিছু দেখার সৌভাগ্য হয়নি তাঁদের। ম্যাড়মেড়ে পারফরম্যান্সের পর ভিয়ারিয়ালের কাছে ২-০ গোলে হেরে গেছে জাভির বার্সা। এতে নিশ্চিত হলো, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে লিগ শেষ করছে বার্সা।

শিরোপা আরও আগেই নিশ্চিত করে ফেলা রিয়ালের লিগ শেষ হয়েছে ৮৬ পয়েন্ট নিয়ে, কালকের হারের পর বার্সার পয়েন্ট ৭৩। ভিয়ারিয়ালের এ জয়ে বড় লাভ হয়েছে।

জুভেন্টাস, বায়ার্ন মিউনিখের মতো দলকে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে যাওয়া ভিয়ারিয়াল লিগে ভালো করতে পারেনি, আগামী মৌসুমে ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টেই জায়গা না পাওয়ার শঙ্কায় ছিল।

লিগে এক থেকে ছয় নম্বর দল কারা হচ্ছে, সেটি আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে জায়গা পাওয়ার সুযোগ ছিল না ভিয়ারিয়ালের (প্রথম চার দল খেলে চ্যাম্পিয়নস লিগে, পরের দুই দল ইউরোপা লিগে)। তা কালকের জয়ে লিগে সপ্তম হয়ে ইউরোপের তৃতীয় সারির টুর্নামেন্ট কনফারেন্স লিগে জায়গা নিশ্চিত করেছে উনাই এমেরির ভিয়ারিয়াল।

ভিয়ারিয়ালের দ্বিতীয় গোলের পর গোমেজের উল্লাস
ছবি: রয়টার্স

নভেম্বরে জাভি কোচ হয়ে ফেরার পর প্রথম তিন মাসে যা-ও বার্সায় পুনর্জাগরণের গান শোনা যাচ্ছিল, গত মাসের মাঝামাঝিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে বাদ পড়ার পর থেকে সেটির সুরও যেন মিইয়ে গেছে।

শিরোপাশূন্য মৌসুমে বার্সার চাওয়া বলতে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করার চ্যালেঞ্জ ছিল, সেটি পূরণ হওয়ার পর লিগে দ্বিতীয় হওয়াও নিশ্চিত হয়ে গেছে গত সপ্তাহে। অর্থাৎ আগামী মৌসুমের স্প্যানিশ সুপারকাপেও জায়গা নিশ্চিত। এ সপ্তাহে বার্সা নির্ভার হয়ে কোথায় সমর্থকদের আগামী মৌসুমের আশা দেখানোর মতো খেলবে, তা না, উল্টো ধারহীন পারফরম্যান্সে হতাশার মৌসুমের শেষটা হলো হতাশামাখা!

স্প্যানিশ লিগের চূড়ান্ত পয়েন্ট তালিকা
ছবি: টুইটার

বার্সা বলের দখল রেখেছে ৭০ শতাংশ, ভিয়ারিয়ালের ৪টির বিপরীতে শটও নিয়েছে ১৪টি। কিন্তু গোলে শট? সেখানে ভিয়ারিয়াল-বার্সার সমতা, ৩টি করে। আর কাজের কাজ যা করার, সেটি ভিয়ারিয়ালই করেছে বিরতির আগে-পরে। ৪১ মিনিটে বার্সার রক্ষণকে ফাঁকি দিয়ে গোল আলফনসোর, ৫৫ মিনিটে আদামা ত্রায়োরের ভুল পাস থেকে ভিয়ারিয়ালকে দ্বিতীয় গোল এনে দেন মই গোমেজ।

এমন হারের পর বার্সায় ‘আসছে মৌসুমে করে দেখাব’ প্রতিশ্রুতি। ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেজের কণ্ঠে যা ধ্বনিত হলো, ‘আগামী মৌসুমে আমাদের মানসিকতায় বদল আনতে হবে। উন্নতি করতে হবে, নতুন উদ্যম নিয়ে ফিরে আসতে হবে।’

মেসিহীন প্রথম মৌসুমে এমন হতশ্রী ৯ মাসের পর বার্সার সমর্থকেরা সে আশায়ই দিন গুনছেন নিশ্চিত।