রিয়ালের জন্মদিনে ক্রুসের অভাব বুঝতে দিলেন না মদরিচরা

৪-১ গোলে জিতেছে রিয়ালছবি : রয়টার্স

জন্মদিনে ক্লাবকে এর চেয়ে বড় উপহার হয়তো দিতে পারতেন না মদরিচ–বেনজেমারা।


রিয়াল মাদ্রিদের আজ ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী। জন্মদিনে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নেমেছিল ১৩ বারের চ্যাম্পিয়নস লিগজয়ীরা। রিয়ালের জন্ম-উৎসবে ভাটা তৈরি করতে পারেনি সোসিয়েদাদ। করিম বেনজেমা, লুকা মদরিচ, এদুয়ার্দো কামাভিঙ্গা আর মার্কো আসেনসিওর গোলে ৪-১ ব্যবধানে জিতেছে রিয়াল।

টনি ক্রুস চোটে, তাঁর জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কাসেমিরো খেললেও, আগামী বুধবারে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে।

ক্রুস-কাসেমিরোকে ছাড়া মেসি-নেইমারদের বিপক্ষে রিয়ালের মাঝমাঠ কীভাবে সামলানো যায়, গত রাতে কামাভিঙ্গাকে নিয়ে সেটার একটা ‘পোশাকি মহড়া’ দিয়েছেন লুকা মদরিচ। সেখানে লেটার মার্কস পেয়ে সফল দুজনই। রিয়ালের প্রথম দুই গোল এসেছে এই দুজনের কাছ থেকে।

দলের শেষ গোলটা করেছেন আসেনসিও
ছবি : রয়টার্স

তবে ম্যাচের দশ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দিয়েছিলেন মিকেল ওয়ারসাবাল। বর্ষীয়ান মিডফিল্ডার দাভিদ সিলভাকে বক্সে ফেলে দিয়ে সোসিয়েদাদকে ‘পেনাল্টি’ উপহার দেন দানি কারভাহাল। সেখান থেকেই গোল করে এগিয়ে যায় তারা। জন্মদিনের খুশির আমেজে বেসুরো গান বেজে ওঠে কি না, সেটি নিয়ে ততক্ষণে শঙ্কায় পড়ে গিয়েছিলেন রিয়াল–ভক্তরা।


শঙ্কা সত্যি হতে দেননি মদরিচরা। ৪০ মিনিটে দূরপাল্লার এক শটে রিয়ালকে সমতায় ফেরান কামাভিঙ্গা। বুঝিয়ে দেন, পিএসজির বিপক্ষে ক্রুসের জায়গা পূরণে মুখিয়ে তিনি।

তৃতীয় গোলটা করেছেন বেনজেমা
ছবি : রয়টার্স

তিন মিনিট পরেই দৃশ্যপটে মদরিচের আগমন। করিম বেনজেমার সহায়তায় দলকে এগিয়ে দেন এই ক্রোয়েশিয়ান।


৭৬ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের এনে দেওয়া পেনাল্টিতে গোল করেন বেনজেমা। তিন মিনিট পর দলের চতুর্থ গোল এনে দেন স্প্যানিশ উইঙ্গার মার্কো আসেনসিও। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে রিয়াল। পিএসজির বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতিটা ভালোই হলো দলটার!