রিয়ালের বিপক্ষে বার্সার জয় যেন সায়েন্স ফিকশন

রিয়ালের বিপক্ষে পারফরম্যান্সকে সায়েন্স ফিকশন বলছেন জাভিছবি: রয়টার্স

মনে হচ্ছিল রূপকথা লিখবে বার্সেলোনা। এই তো মাত্র এক মাস আগের কথা। দারুণ ছন্দে থাকা রিয়াল মাদ্রিদকে তাদেরই ঘরের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। থিবো কোর্তোয়া ও দুর্ভাগ্য বাধা না হলে গোল আরও বাড়তে পারত। সে ম্যাচের পর লা লিগা জয়ের প্রায় অসম্ভব স্বপ্নটা জেগে উঠেছিল বার্সেলোনার। লিগে একসময় নয়ে থাকা এক দল ১২ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে লিগ শিরোপা জিতলে তাকে তো রূপকথাই বলতে হয়।

এ মৌসুমে আর রূপকথা লেখা হবে না বলেই মনে হচ্ছে জাভির। এবার আপাতত তাই রূপকথা নয়, সায়েন্স ফিকশন নিয়েই সন্তুষ্ট থাকছেন। কারণ, লিগে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলা রিয়ালের বিপক্ষে অমন দাপুটে পারফরম্যান্স বার্সেলোনা কোচের কাছে বিজ্ঞান কল্পকাহিনি বলেই মনে হচ্ছে।

বার্সেলোনা কোচ জাভি
ছবি: রয়টার্স

রিয়ালকে হারানোর আগে পরে লিগে টানা সাত ম্যাচ জিতেছিল বার্সেলোনা। এতে দুই দলের মধ্যে ব্যবধান ৯ পয়েন্টে নেমে এসেছিল। তাই লিগের দৌড়ে হাল না ছাড়ার কথা বলেছিলেন জাভি। গত সপ্তাহে কাদিজের কাছে হেরে বসায় এরপর হাল ছেড়ে দিয়েছেন জাভি। সর্বশেষ ম্যাচে দানি আলভেজ বলেছিলেন, রিয়ালের ভাগ্য ভালো বার্সেলোনা ফর্ম খুঁজে পেতে দেরি করেছে। না হলে এবার লিগ বার্সাই জিতত। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা এখনো সেই আশা ছাড়েননি।

সর্বশেষ ম্যাচে সোসিয়েদাদকে হারিয়েছে বার্সেলোনা
ছবি: রয়টার্স

আজ রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ আছে বার্সেলোনার। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিগ জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জাভি উত্তরে কোনো ভণিতা করেননি, ‘সভাপতির ইতিবাচকতা আমার চেয়ে বেশি। আলভেজ যা বলেছে...আমরা কখনো সেটা জানব না (সত্য হতো কি না)। নকআউট প্রতিযোগিতাগুলোয় আমরা যথেষ্ট করিনি। আমাদের অনেক ধৈর্য ধরতে হবে। প্রথমে আমাদের তা দেখাতে হবে। আগামী বছর আমরা শিরোপা জেতার জন্য লড়ব।’

সোসিয়াদের বিপক্ষে জয়ের পর নিজেদের ফর্ম নিয়ে দম্ভ করেছেন আলভেজ
ছবি: রয়টার্স

আগামী বছরের বার্সেলোনার কাছ থেকে কী আশা করতে পারে মানুষ, এ প্রশ্নের উত্তরেই এল ক্লাসিকো জয়ের অমন বর্ণনা দিয়েছেন জাভি, ‘আমরা এবার কিছু সায়েন্স ফিকশন মুহূর্ত কাটিয়েছি, যেমন বার্নাব্যুতে ৪-০ গোলের জয়। ভয়ংকর কিছু অবস্থার মধ্য দিয়ে গিয়েছি, যখন আমাদের কোনো খেলোয়াড় ছিল না, নভেম্বরে যা হয়েছিল। আমাদের বুঝতে হবে আমরা মেসি-উত্তর যুগে প্রবেশ করেছি এবং আমাদের অনেক ধৈর্য ধরতে হবে। পরিস্থিতি এখনো শিরোপা জেতার মতো বদলায়নি। আমাদের নিজেদের শক্তি বাড়াতে হবে এবং খেলায় সাহসী হতে হবে। আমাদের বাস্তববাদী হতে হবে, সাহস থাকতে হবে।’