রিয়ালের রামোসকে ছেড়ে দেওয়া সমর্থন করেন?

গত বছর লা লিগা ট্রফিতে চুমু খাচ্ছেন রিয়াল অধিনায়ক সের্হিও রামোস। অবশেষে রিয়াল ছাড়ছেন তিনি।ছবি: রয়টার্স

বিদায়ঘণ্টা বাজছিল আগে থেকেই। কাল তাতে শেষ ঘণ্টা বেজেছে—রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে ক্লাব ছাড়ছেন এত দিনের অধিনায়ক সের্হিও রামোস। রিয়ালে ১৬ বছরের ক্যারিয়ার শেষে আজ বিদায়ী সংবর্ধনাসূচক সংবাদ সম্মেলনে দুই পক্ষের বন্ধন ছিন্ন হবে। কাল রাতেই অবশ্য আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে রাখে রিয়াল।

রামোস-রিয়াল বন্ধনে এসেছে শিরোপার পর শিরোপা। মাঝে বার্সেলোনাকে কিছুদিন চূড়ায় উঠতে দেখার পর রিয়ালকে আবারও চ্যাম্পিয়নস লিগের ‘সিংহাসন’ এনে দিয়েছেন সফল নেতৃত্ব নিয়ে। সব মিলিয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ, এর মধ্যে তিনটি এসেছে ২০১৬ থেকে ২০১৮ সালে টানা তিন মৌসুমে।

চারটি এসেছে ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে পাঁচ বছরে। একদিক বিচারে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মঞ্চে রিয়ালের এই অবিশ্বাস্য স্বপ্নযাত্রার শুরুও রামোসের কল্যাণেই।

মনে করে দেখুন, ২০১৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে যখন রিয়াল হেরেই যাবে বলে মনে হচ্ছিল, ৯২ মিনিট ৪৮ সেকেন্ডে কর্নার থেকে আসা বলে লাফিয়ে উঠে রামোমের হেডে করা সেই গোল—রিয়াল সমর্থকদের কাছে হিরণ্ময় স্মৃতি।

কিন্তু ফুটবল নির্মম পেশাদার জায়গা। রিয়ালের হয়ে ৬৭১ ম্যাচে ১০১ গোল করা ও পাঁচবার লিগজয়ী এই ডিফেন্ডারের বয়স এখন ৩৫ বছর। ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। এই চুক্তি নবায়ন নিয়েই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কথায় মেলেনি রামোসের।

সংবাদমাধ্যমের মতে, রামোস নাকি অন্তত দুই বছরের জন্য চুক্তি নবায়ন করতে চেয়েছিলেন। কিন্তু পেরেজের নতুন নিয়ম অনুযায়ী, ৩০ বছর পাড়ি দেওয়া ফুটবলারদের সঙ্গে প্রতি দফায় এক বছরের বেশি চুক্তি নবায়ন করবেন না তিনি। রামোসের ইচ্ছায় তাই সায় দেননি পেরেজ। আর্থিক হিসাব নিয়েও নাকি দুই পক্ষের মতের মিল হয়নি। তাই রিয়াল মাদ্রিদ ভক্তদের বুকে দীর্ঘশ্বাস বইয়ে ক্লাব ছাড়তে হচ্ছে রামোসকে।

সের্হিও রামোসের সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্ক ছিন্ন করা সমর্থন করেন? আপনার মতামত দিন।