ব্রাজিল না স্পেন, কোথায় যাচ্ছে রিয়ালের ১১?

১১ নাম্বার জার্সির লড়াইয়ে আসেনসিও ও ভিনিসিয়ুস।ছবি: টুইটার

গ্যারেথ বেল ধারে ফিরে যাচ্ছেন তাঁর পুরোনো ক্লাব টটেনহামে। রিয়াল মাদ্রিদ থেকে বেলের পুরোনো ঘরে ফেরার খবরটি এখনো আনুষ্ঠানিক হয়নি, তবে ইউরোপজুড়ে সংবাদমাধ্যম সেটিকে পাকাপাকিই ধরে নিয়েছে। বেল যে আর মাদ্রিদে থাকছেন না, এরই মধ্যে মাদ্রিদ সতীর্থদের নাকি জানিয়েও দিয়েছেন। তাহলে রিয়ালে ওয়েলশ ফরোয়ার্ডের রেখে যাওয়া ১১ নাম্বার জার্সি পড়বেন কে? স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুয়ায়ী এই লড়াইয়ে আছেন মার্কো আসেনসিও ও ভিনিসিয়ুস জুনিয়র।

স্প্যানিশ ক্লাব রিয়ালে ১১ নাম্বার জার্সিটির বিশেষ গুরুত্ব আছে। বেলকে দিয়েই তো উদাহরণ দেওয়া যায়। টটেনহাম থেকে সে সময়ের দলবদলের রেকর্ড ১০ কোটি ইউরোতে নিয়ে এসে তাঁকে জার্সিটি দেয় রিয়াল। ওয়েলশ এই তারকার আগে রিয়ালের ১১ নাম্বার জার্সিতে খেলেছেন হাল আমলের ব্রাজিলিয়ান রোনালদো, সাভিওলা থেকে শুরু করে বর্তমান সময়ের করিম বেনজেমা, আরিয়েন রোবেনরা। বেলের বিদায়ের পর কার গায়ে উঠতে যাচ্ছে সেই ১১ নাম্বার জার্সিটি? সেই দৌড়ে ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস ও ২৪ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার আসেনসিও এগিয়ে।

মাঝের দুই বছর ধারে মায়োর্কা ও এসপানিওলের হয়ে খেলা বাদ দিলে ২০১৪ সাল থেকে রিয়ালে আছেন আসেনসিও। বর্তমানে দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। রিয়ালের ঘরের ছেলে হয়ে ওঠা আসেনসিওর প্রথম পছন্দ ক্যারিশমাটিক ১০ নাম্বার জার্সি। কিন্তু সেটি ক্রোয়েশিয়ান তারকা লুকা মদরিচের দখলে। ২০১৮ ফিফা ব্যালন ডি’অর বিজয়ী এই মিডফিল্ডারের গায়েই রয়্যাল ক্লাবের জার্সিটি বেশ মানানসই। তাই ১০ নাম্বারের চিন্তা শিকেয় তুলে বিকল্প হিসেবে ১১ নাম্বারের কথা ভাবছেন আসেনসিও। বর্তমানে ২০ নাম্বার জার্সি পরেন তিনি।

১১ নাম্বার জার্সির দৌড়ে আসেনসিওর প্রতিদ্বন্দ্বী ভিনিসিয়ুস। ব্রাজিলের ফ্লামেঙ্গো ক্লাবের হয়ে ১১ নাম্বার জার্সি পরে খেলতেন। তবে স্পেনে এসে রিয়ালে প্রথমে ২৮ আর এখন ২৫ নাম্বার জার্সি পরে খেলছেন ব্রাজিলিয়ান ফুটবলের নতুন পোস্টার বয়। তবে বেল ক্লাব ছাড়লে ১১ নাম্বার জার্সিটি তাঁর চাই। তবে সেটি না পেলে হামেস রদ্রিগেজের রেখে যাওয়া ১৬ নাম্বার জার্সিটিও উঠতে পারে তাঁর গায়ে। আরও বিকল্প চাইলে এসি মিলানে ধারে যাওয়া রাহিম দিয়াজের ২১ নম্বর জার্সি তো আছেই।

৭, ৯, ১০, ১১...ফুটবলে এই জার্সিগুলোর আবেদন অন্যরকম। তবে মাঠে পারফরম করতে পারলে একজন খেলোয়াড়ের জন্য যে কোনো নাম্বারই হয়ে উঠতে পারে আইকনিক। যেমন ডেভিড বেকহামের ব্যক্তিগত তারকা খ্যাতির জেরেই বিখ্যাত হয়েছিল রিয়ালের ২৩ নাম্বার জার্সি।