রোনালদো না ফার্নান্দেজ, পর্তুগালের মূল খেলোয়াড় হবেন কে?

রোনালদো না ব্রুনো ফার্নান্দেজ—কে হবেন পর্তুগালের ইউরো–অভিযানের মূল তারকা?ছবি: রয়টার্স ও এএফপি

হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে পর্তুগালের ইউরো অভিযান। প্রতিভাবান খেলোয়াড়ে ঠাসা পর্তুগালের এ অভিযান ইউরোর শিরোপা ধরে রাখার। রুবেন দিয়াস, জোয়াও ফেলিক্স, দিয়োগো জোতা, গনকালো গুয়েদেস...এত এত প্রতিভার ভিড়ে দুটি নাম বলতে হয় আলাদা করেই। সেই দুজন ক্রিস্টিয়ানো রোনালদো আর ব্রুনো ফার্নান্দেজ।

রোনালদো অনেক বছর ধরেই পর্তুগালের বড় ভরসা। এবার তা হাতবদল হবে?
ছবি: রয়টার্স

ইউরোর শিরোপা ধরে রাখার অভিযানে পর্তুগালের বড় ভরসা ফার্নান্দেজ আর রোনালদোই। জুভেন্টাসের ফরোয়ার্ডের বয়স এখন ৩৬ বছর। তবে এখনো দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। ২৯ গোল নিয়ে এবারের সিরি ‘আ’তে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের জার্সিতে তাঁর গোল ৩৬টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪ গোল।

অন্যদিকে ২৬ বছর বয়সী ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত একটি মৌসুমই কাটিয়ে এসেছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে পর্তুগিজ প্লেমেকার করেছেন ২৮ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল।

এবারের ইউরোতে এ দুজনের মধ্যে পর্তুগালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে হবেন? ভোট দিয়ে আপনার মত জানান...

রোনালদোর গুরুদায়িত্বের বোঝা হালকা করতে পারেন ব্রুনো ফার্নান্দেজ।
ছবি: রয়টার্স