রোনালদো নয়, ক্রুসের ফ্রি-কিকই সেরা

ফ্রিকিক থেকে কী দুর্দান্ত গোলটাই না করেছেন টনি ক্রুস। ছবি: এএফপি
ফ্রিকিক থেকে কী দুর্দান্ত গোলটাই না করেছেন টনি ক্রুস। ছবি: এএফপি
>

সুইডেনের বিপক্ষে শেষ সময়ে ফ্রি–কিক থেকে দুর্দান্ত গোল করে জার্মানিকে জয় এনে দিয়েছেন মিডফিল্ডার টনি ক্রুস। এই ফ্রি–কিক নিয়ে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসের দুই সেরা ফ্রি–কিক নেওয়া তারকা কায়সার হামিদ ও আরমান মিয়া।

সুইডেনের বিপক্ষে টনি ক্রুসের ফ্রি–কিক নিয়ে মুগ্ধতা এখনো কাটেনি। খেলা শেষ হতে কয়েক সেকেন্ড বাকি, ম্যাচটা ড্র হলেই জার্মানির দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা পড়ে যাবে বড় ধরনের শঙ্কার মধ্যে। সমর্থকেরা দাঁত দিয়ে কাটছেন দুই হাতের নখ। তীব্র উৎকণ্ঠা। এরই মধ্যে সুইডেনের বক্সের ডান প্রান্তে পাওয়া ফ্রি–কিকটি কী দারুণভাবেই না কাজে লাগালেন। বলটা প্রথমে মার্কো রয়েসকে দিয়ে পরক্ষণেই গোলে বাঁক খাওয়ানো শট। গোল...
এমন দুর্দান্ত ফ্রি–কিকের গোলটি নিয়ে বিশ্বব্যাপী চলছে কাটাছেঁড়া। কীভাবে পারলেন ক্রুস এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে। বাংলাদেশের ফুটবলে ফ্রি–কিক থেকে গোল করার খ্যাতি ছিল, এমন দুজন তারকা কায়সার হামিদ ও আরমান মিয়াও মুগ্ধ ক্রুসের গোলটি দেখে। এতটাই মুগ্ধ যে এবারের বিশ্বকাপের দ্বিতীয় দিনই স্পেনের বিপক্ষে করা ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি–কিক থেকেও ক্রুসেরটিকে এগিয়ে রাখছেন।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ নিজের অভিজ্ঞতা থেকেই বলেছেন ফ্রি–কিক থেকে গোল করাটা কতটা কষ্টসাধ্য। বিশেষ করে চাপের মুখে ফ্রি–কিক থেকে গোল করতে বিশেষ সামর্থ্যেরই প্রয়োজন, ‘ফ্রি–কিক থেকে বিশ্বসেরা খেলোয়াড়দের অনেক গোল দেখা যায়। কিন্তু শেষ মুহূর্তে মাথা ঠান্ডা রেখে বল জালে ফেলা খুবই কঠিন। এ জন্য খেলোয়াড়ের বিশেষ সামর্থ্যের প্রয়োজন হয়। ক্রুস তেমনই একজন খেলোয়াড়।’
কায়সারের মতে, স্পেনের বিপক্ষে রোনালদোর ফ্রি–কিকের গোলটির চেয়ে ক্রুসের ফ্রি–কিকটি পুরোপুরি আলাদা। রোনালদোরটিও দুর্দান্ত, কিন্তু ক্রুসেরটিতে স্নায়ুর সঙ্গে লড়াইটা ছিল অনেক কঠিন, ‘রোনালদোর চেয়ে আমি ক্রুসেরটাকেই এগিয়ে রাখব। ক্রুসেরটা ছিল কিছুটা দুরূহ কোণ থেকে। জায়গা করে নিতে হয়েছে। তা ছাড়া পরিস্থিতিটা দেখুন। রোনালদোর পরিস্থিতিও কঠিন ছিল। কিন্তু তারপরেও আমি ক্রুসেরটাই এগিয়ে রাখব।’
বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সৃষ্টিশীল ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় আরমান মিয়াকে। ২০০৬ সালে কাতারের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচেও ফ্রি–কিক থেকে গোল করেছিলেন এই মিডফিল্ডার। ক্রুসের গোলটিকে বলছেন ‘অবিশ্বাস্য;, ‘এককথায় অবিশ্বাস্য একটা মুহূর্ত উপহার দিলেন ক্রুস। ওই জায়গা থেকে গোল করা খুবই কঠিন। আমিও রোনালদোর চেয়ে ক্রুসের গোলটিকেই এগিয়ে রাখব।’
কেন ক্রুসের গোলটি এগিয়ে রাখবেন, সেটির ব্যাখ্যাও দিয়েছেন আরমান, ‘রোনালদো সেদিন যে জায়গা থেকে শটটি নিয়েছিলেন, সেখানে দুটি বারই দেখতে পাচ্ছিলেন। কিন্তু ক্রুসের দৃষ্টিসীমায় ছিল কেবল দূরের পোস্টটি।’
বাংলাদেশের দুই সাবেক তারকাই ক্রুসের গোলটিতে গোলরক্ষকের ভাবনার ত্রুটি দেখতে পেয়েছেন, ‘সুইডেন যে মানব দেয়াল তৈরি করেছিল, তাতে দুজন রাখাটা ভুল হয়েছে। গোলরক্ষক রবিন ওলসেন দেয়ালে আরও দুজনকে রাখার কথা বলতে পারতেন। সে ক্ষেত্রে ক্রুসের কোণটা আরও কঠিন হয়ে যেত।’