রোনালদো ফিরবেন রিয়ালে যদি...
ক্রিস্টিয়ানো রোনালদো এখন জুভেন্টাসে। ইউরো শেষ করে ফিরেছেন ক্লাবের অনুশীলনে। সামনেই নতুন মৌসুম। এখন কোথায় তাঁর প্রস্তুতি নিয়ে আলোচনা হবে তা না, কথা হচ্ছে তাঁর ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে!
অবশ্য রোনালদোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জন আজকের নয়। চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে জুভেন্টাস শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর থেকেই রোনালদোর ইতালি ছাড়া নিয়ে কথা হচ্ছে।
একবার তো শোনা গেল, এই মৌসুম শুরুর আগেই পর্তুগিজ তারকা ঠিকানা পাল্টাবেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, রোনালদো নাকি সিরি আ ক্লাব ছাড়া সিদ্ধান্ত থেকে সরে আসেননি এবং সেটি তিনি যত দ্রুত সম্ভব করতে চান।
চ্যাম্পিয়নস লিগ জিততে রোনালদোকে ২০১৮ সালে রিয়াল থেকে নিয়ে এসেছে জুভেন্টাস। অভীষ্ট সেই লক্ষ্য চ্যাম্পিয়নস লিগে পরিসংখ্যান বিচারে সেরা খেলোয়াড়টিকে নিয়েও পূরণ করতে পারেনি তুরিনের ক্লাবটি।
৩৬ বছর বয়সী রোনালদো নিজেও নাকি বুঝতে পারছেন, ইতালিতে তাঁর সময় ফুরিয়েছে।
এএসের মতে, রোনালদোর ভবিষ্যৎ নির্ভর করছে কিলিয়ান এমবাপ্পের ওপর। ফরাসি তারকাকে বহু আগে থেকেই কিনতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি শেষ পর্যন্ত এমবাপ্পেকে দলে টানতে পারলে তখন পিএসজি তাদের শূন্যস্থান পূরণে রোনালদোর প্রতি হাত বাড়াবে—এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।
রোনালদোর নিজের হিসাব–নিকাশও নাকি এমন। কেননা, চলতি দলবদল মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এমবাপ্পের পেছনে ছুটবেন বলে ধারণা সংবাদমাধ্যমের।
কিন্তু রিয়াল এমবাপ্পেকে যদি দলে টানতে না পারে, তখন?
রোনালদোকে সে ক্ষেত্রে বিকল্প ভাবতে হবে। আর সেই বিকল্প পথ হতে পারে রিয়ালের দরজায় কড়া নাড়া।
হ্যাঁ, এমন তথ্যই জানিয়েছে এএস—এমবাপ্পে পিএসজিতে থাকলে রোনালদো হয়তো তাঁর সাবেক ক্লাবে ফেরার চেষ্টা করবেন। কার্লো আনচেলত্তি রিয়াল কোচ হয়ে ফেরায় মাদ্রিদে রোনালদো নিজেও তাঁর ফেরার ব্যাপারে আশার পালে হাওয়া পাচ্ছেন।
ইতালিয়ান এ কোচ রিয়ালে (২০১৩–১৫) থাকতে চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন রোনালদো। আনচেলত্তির সঙ্গে রোনালদোর বোঝাপড়াও দুর্দান্ত। পর্তুগিজ তারকার ভাষায় ইতালিয়ান এ কোচ তাঁর ক্যারিয়ারে ‘সবার সেরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।’
যদিও স্প্যানিশ সংবাদমাধ্যমের ধারণা, নিজেদের ক্লাব ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়টিকে ফেরানোর কোনো ইচ্ছা নেই রিয়ালের। অন্তত এ মুহূর্তে। রিয়ালের ভাবনায় আপাতত শুধুই এমবাপ্পে। কিন্তু এমবাপ্পে–ভাগ্য যদি প্রসন্ন না হয়?
কে জানে, ফুটবলে তো কোনো কিছুই অসম্ভব নয়!